Ukraine- Russia War : ‘ইউক্রেনিয়ার শান্তিপ্রিয় মানুষের পাশে দাঁড়ান’, প্রধানমন্ত্রী মোদীকে আর্জি কাশ্মীরি ইউক্রেনিয়ানের

ইউক্রেনের ( Ukraine Russia War) ওপর রাশিয়ার আগ্রাসনের হাত থেকে বাঁচাতে ভারত সরকারের ( Indian Government) হস্তক্ষেপ দাবী করলেন এক কাশ্মীরি ইউক্রেনিয়ান বধূ। যেকোনো উপায়ে ইউক্রেনের প্রতি সাহায্যর আর্জি জানিয়েছেন তিনি। রাশিয়ার ( Ukraine Russia War) মিলিটারি আগ্রাসনের শিকার সেই দেশের অনেক সাধারণ নাগরিক। কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা এই ইউক্রেনিয়ান বধূর মুখে এই যুদ্ধের চাপা উত্তেজনার ছাপ স্পষ্ট।
রাশিয়া- ইউক্রেন এই যুদ্ধের ( Ukraine Russia War)প্রভাব কম বেশি সব দেশেই পড়েছে। ভারত ও তার ব্যতিক্রম নয়। ভারতের অনেক পড়ুয়া ইউক্রেনে যান পড়াশোনা করতে। তাঁদের পরিবারের এই যুদ্ধের প্রভাব নিয়ে সদা চিন্তিত। আবার অন্যদিকে সেই দেশের এক তরুণী, এদেশে থাকলেও তিনি তাঁর পরিবারের জন্য সদা উদ্বিগ্ন। ওলাইজা নামের ওই ইউক্রেনিয়ান তরুণী ( Ukrainian girl) জানিয়েছেন, ‘আমি খুব দুঃখিত ও আমার পরিবারের জন্য খুবই উদ্বিগ্ন। ইউক্রেনিয়ার শান্তিপ্রিয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভারত সরকারের কাছে আমি আর্জি জানাতে গেছিলাম। আজকে আমাদের দেশ গনতন্ত্র ও শান্তির জন্য লড়াই করছে। রাশিয়ার এই আগ্রাসনের(Ukraine- Russia War) বিরুদ্ধে নিজেদের বাঁচাতে এই লড়াই করতে হচ্ছে সকলকে।’ রাশিয়ার এই আগ্রাসনের প্রভাব ও পরিণতি কিন্তু খুব ভয়াবহ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে(Ukraine Russia War) সবচেয়ে ক্ষতিগ্রস্থ ইউক্রেনের আম-নাগরিক। ইউক্রেনিয়ান তরুণীর পরিবার পরিজন ইউক্রেনের এই যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতার মধ্যে কিভাবে দিন কাটাচ্ছে সেটাও ভাবাচ্ছে ওই তরুণীকে। কারণ ইতিমধ্যেই সেই দেশের সকল মহিলা ও বাচ্চাদের প্রতিবেশী দেশে চলে যেতে দিলেও সেই দেশের সকল পুরুষকে যুদ্ধে দেশের হয়ে লড়াই করতে হবে। তাই তাদের পরিবার পরিজনকে অনির্দিষ্টকালের জন্য ছেড়ে থাকতে হবে। এদের মধ্যে অনেকের এটাই হয়তো শেষ দেখা, সব জেনেও দেশের হয়ে লড়াই করতে নেমে পড়েছে সকল ইউক্রেনিয়ান পুরুষরা।
রাশিয়ার ইউক্রেনের ‘দনেস্ক’ ও ‘লুসাঙ্ক’ নামে দুই গুরুত্বপূর্ণ স্থান দখল করে স্বাধীন প্রদেশ হিসেবে ঘোষণা করার তিন দিনের মাথায় ইউক্রেনের ওপর মিলিটারি আক্রমণ (Ukraine Russia War) শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, এই আক্রমণ সম্পূর্ণ অনৈতিক। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলিধরন ( State Minister for External Affairs V Muralitharan) ইতিমধ্যেই জানিয়েছেন ১১০০০ এরও বেশি ভারতীয় কে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ভারত সরকার ইতিমধ্যেই এ ব্যাপারে তৎপরতার সাথে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ( Prime Minister Narendra Modi) নিজে এই বিষয়ে তদারকি করছেন । ভারত সরকার ইতিমধ্যেই সক্রিয়তার সাথে সমস্ত ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজটি তৎপরতার সাথে সম্পন্ন করতে ঝাঁপিয়ে পড়েছে। ইউক্রেনের চারটি প্রতিবেশী দেশে চার মন্ত্রী কে দায়িত্ব দিয়েছে।
আরও পড়ুন- আতঙ্ক মিশ্রিত স্বস্তি, বাড়ি ফিরেও ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীর চোখেমুখে উদ্বেগ
আরও পড়ুন- টলিউডে আসছে একের পর এক ধামাকা মুভি, দেখে নিন মুভিলিস্ট