Fuel price Hike : ফের ঊর্ধ্বমুখী জ্বালানির দাম, মাথায় হাত মধ্যবিত্তদের

রাশিয়া ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) আঁচ এবার মধ্যবিত্তের রোজনামচায়। ফের বাড়তে চলেছে অশোধিত তেলের দাম (Oil Price Hike)। আশঙ্কা কে সত্যি করে ফের অগ্নিমূল্য হবার পথে পেট্রোপণ্য l(Fuel price hike)। বিশ্বব্যাপী অশোধিত তেলের দাম (Fuel Price Hike) ব্যারেল প্রতি ৯৫ থেকে ১২৫ ডলার বৃদ্ধি পেতে চলেছে। আগামী ৭ মার্চ থেকে এই নতুন দাম কার্যকর হতে চলেছে।
বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যে আশঙ্কা কে সত্যি করে অশোধিত তেলের দাম বৃদ্ধি (Fuel price hike) পেতে চলেছে। এর প্রভাব সর্বত্র পড়তে চলেছে। ভারত ও তার ব্যতিক্রম নয়। ভারতে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দাম (Fuel price hike) একধাক্কায় ১৫-২০ টাকা বাড়তে চলেছে।
রাজ্যরগুলির বিধানসভা ভোট মিটতেই ফের জ্বালানির দাম বৃদ্ধির (Fuel price hike) ধারা ফের অক্ষুণ্ণ রাখার পথে। ওয়েল মার্কেটিং কোম্পানি গুলির তরফে এই তথ্য কোনও দুঃস্বপ্নের থেকে কম নয়। ভারত সরকারের তেলের কর কমানোর কথা কিছুটা রেহাই দিলেও সেটি সর্বত্র রেহাই নয়। এখনও অবধি ভারত বাইরের দেশ থেকে ৮৫% তেল আমদানি করে। জ্বালানির এই বাড়ন্ত দামে (Fuel price hike) সব পণ্যর দাম বৃদ্ধি পেতে চলেছে। ফলে দেশে ফের মুদ্রাস্ফিতির (Inflation) আশঙ্কা, সমূহ দুশ্চিন্তার অবকাশ রেখে যায়।
ইতিমধ্যেই ভারতের প্রধান মুদ্রাস্ফিতি মাপক- কনজিউমার প্রাইস ইনডেক্স(CPI) জানুয়ারি মাসে ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের লক্ষ্যমাত্রাকে অতিক্রম করেছে। অশোধিত তেলের দাম ১০% বৃদ্ধি CPI ইনডেক্সে একধাক্কায় ১০ বেসিস পয়েন্ট যোগ করতে চলেছে।
নর্থ সি এর ১৯ টি জ্বালানি খনির একটি পরিমাপক সংস্থা হল ‘ব্রেন্ট’ (Brent) । গত দশ বছরের অশোধিত তেলের দামের রেকর্ড ধাক্কায় ব্যারেল প্রতি ১১৩.৭৬ থেকে বেড়ে ১১৯.৮৪ হতে চলেছে । ‘ব্রেন্ট’ (Brent) ইনডেক্সে এই রেকর্ড মূল্য বৃদ্ধি গত ১০ বছরে সর্বাধিক।
রাশিয়া বিশ্বের তৃতীয় তেল উৎপাদনকারী দেশ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine War) রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমী দেশগুলির নানারকম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এই তেল এর দাম বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করা হচ্ছে বিশিষ্ট মহলে।
‘কমোডিটিজ অ্যান্ড কারেন্সি ক্যাপিটালভিয়া গ্লোবাল রিসার্চ’(Commodities and Currencies CapitalVia Global Research) এর প্রধান ক্ষিতিজ পুরোহিত বলেছেন, ‘ ব্রেন্ট যদিও অশোধিত তেলের ১২০ ডলারের আসেপাসে রাখতে চলেছে, তাও আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত’। ইরান পারমাণবিক চুক্তির ইতিবাচক ফলাফলের দৌলতে মূল্য সংশোধন হতে পারে’।
আরও পড়ুন ওষুধের দাম লাগামছাড়া বৃদ্ধি, নাজেহাল সাধারন মানুষ