Bollywood Update : ‘‘আপনারা কি এতটাই বোকা’’ ! সলমনের সাথে বিয়ের গুজবে চটলেন সোনাক্সি

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছিল একটি ছবির দৌলতে । সলমান খান (Salman Khan) নাকি বিয়ে করেছেন সোনাক্ষী সিনহাকে। সাময়িক হলেও সলমন খানের (Salman Khan) নামের পাশ থেকে সরেছিল ‘সিঙ্গল’ তকমা। ‘ভাইজান’-এর রাতারাতি একা থেকে দোকা হওয়া নিয়ে উল্লসিত ছিল ভক্তকূলও। এ সবই হয় নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মহিমায়। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন স্বয়ং ‘দাবাং’ নায়িকা সোনাক্ষী (Sonakshi Sinha)।

ইনস্টাগ্রামে যে প্রোফাইল থেকে এই ছবি শেয়ার হয়েছে, সেই ছবিতে দেখা যাচ্ছে বেজ রঙা ব্লেজার ও সাদা শার্টে রয়েছেন ভাইজান (Salman Khan) এবং সোনাক্ষী (Sonakshi Sinha) পরেছেন লাল শাড়ি। মাথা সিঁথি ভর্তি সিঁদুর। এই ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছিল।সেখানে দেখা গিয়েছিল, হাসিমুখে আংটিবদল করছেন সলমন (Salman Khan) এবং সোনাক্ষী সিংহ। সেই ছবি দেখে যদিও বোঝাই যাচ্ছে, প্রযুক্তির কারিকুরিতে বর-কনে সাজানো হয়েছে তাঁদের  (Salman khan Sonakshi Sinha marriage)। 

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আপনারা কি এতটাই বোকা, যে আসল এবং কারিকুরি করা ছবির পার্থক্য বুঝতে পারেন না?’ প্রশ্নের সঙ্গে একাধিক হাসির ইমোজি জুড়ে দিয়েছেন শত্রুঘ্ন-কন্যা। বুঝিয়ে দিতে চাইছেন, নিজের নকল বিয়ের বিষয়টিকে বিশেষ আমল দিতে চান না তিনি। 

২০১০ সালে ‘দবং’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন সোনাক্ষী। সোনাক্ষী ও সলমানের (Salman Khan) জুটিকে ভালোবেসেছেন দর্শকরাও। ইউলিয়া ভন্তুরের (Iulia Vantur) সঙ্গে সম্পর্কে রয়েছেন সলমান এমনটাই জল্পনা বিভিন্ন মহলে। অন্যদিকে শোনা যায় সোনাক্ষীর (Sonakshi Sinha) সঙ্গে বর্তমানে সম্পর্ক আছে জাহির ইকবালের। প্রসঙ্গত, নায়িকার এই চর্চিত প্রেমিকও বলিউডে পা রেখেছেন সলমনের হাত ধরেই। 

এই প্রথম নয়, অতীতেও বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সোনাক্ষী (Sonakshi Sinha)। ইনস্টাগ্রামের প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘সবাই তো বিয়ে করে নিচ্ছে, আপনি কবে করবেন?’ সোনাক্ষী (Sonakshi Sinha) যা উত্তর দিয়েছিলেন, তা নিয়ে বিতর্কও কম হয়নি। তিনি লিখেছিলেন, ‘সবার তো কোভিডও হচ্ছে। আমি কি সেটাও বাধিয়ে বসব তা হলে’ ?

আরও পড়ুন দুর্দান্ত ক্রিকেট মোহিত মোহালি, উচ্ছ্বাসিত রোহিতের টিম ইন্ডিয়া

আরও পড়ুন ফাঁপা প্রতিশ্রুতি! যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পড়ুয়াদের উদ্ধারে ব্যর্থ মোদী সরকার

 




Leave a Reply

Back to top button