অনলাইন পড়ে অফলাইন পরীক্ষা, পরীক্ষার প্রথমদিনই ফলাফলের চিন্তা গ্রাস করছে পড়ুয়াদের

জীবনের প্রথম বড় পরীক্ষার প্রথমদিনটি মিটল ভালো ভাবেই। কোভিড আবহেই শুরু হল মাধ্যমিক পরীক্ষা। ৭ই মার্চ থেকে ১৬ই মার্চ পর্যন্ত চলবে ( Madhyamik Examination 2022 ) মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের জীবনের প্রথম বড় পরীক্ষা এটি। কিন্তু বিগত কয়েকবছরে সব কিছুই যেন অন্যরকম হয়ে গেছে। করোনা জেরে অনেকদিন ধরে বন্ধ ছিল স্কুল। যার জেরে নিজেদের আত্মবিশ্বাসকেও হারিয়ে ফেলেছে এই পড়ুয়ারা। করোনা প্রকোপে বন্ধ ছিল বিদ্যালয়। এছাড়াও আগের বছর মাধ্যমিক হয়নি। তার মধ্যে আবার অনলাইন পড়াশোনা। এক কথায় করোনার সব থেকে বড় আঘাত ছিল ( Madhyamik Examination 2022 ) শিক্ষাব্যবস্থায়। আগের বারের তুলনায় এবারে করোনা প্রকোপ কমলে অফলাইনই পরীক্ষা নেওয়ার সিধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু অধিকাংশ দিন অনলাইনে পড়াশোনা করে অফলাইন পরীক্ষার জন্য নিজেকে তৈরি করা একজন পড়ুয়ার পক্ষে হয়ে দাঁড়ায় বেশ কঠিন। আর কিছু পড়ুয়া অনলাইন শিক্ষার সুবিধা পেলেও একটা বড় অংশ বিরত থাকে এই শিক্ষা কাঠামো থেকে।

তবে হাজার বাঁধা বিপত্তির মধ্যেয় দিয়েও তৈরি হওয়া নিজের জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষার জন্য। আত্মবিশ্বাস হারিয়েছে অনেকেই কিন্তু হার মানেনি তারা। এদিন পুরুলিয়াতে সকাল থেকেই মাধ্যমিক ( Madhyamik Examination 2022 ) পরীক্ষাকে ঘিরে ছড়ায় উত্তেজনা। সেখানে জার্গো হাইস্কুলের পড়ুয়া বিউটি মণ্ডল জানিয়েছে, দুই বছর ধরে বন্ধ বিদ্যালয় আর তার প্রভাব বেশ ভালো মতোই পড়েছে পড়াশোনায়। তারই মাঝে আয়োজিত হয়ে মাধ্যমিক। সুতরাং এই পরিস্থিতি কেমন হতে পারে পরীক্ষার ফলাফল এই নিয়ে রয়েছে বেশ উদ্বেগ।

আরও পড়ুন…দুঃখের দিন সুরা প্রেমীদের, মদের দামে বাতিল ডিসকাউন্ট

করোনা পর্বে বিদ্যালয়ের হাত ধরে অনেকেরই বন্ধ থেকেছে বাড়ির টিউশনও। এই পরিস্থিতিতে পড়াশোনার ক্ষতি হয়েছে বেশ। এদিন বিউটির মতোই ঝালদা বালিকা বিদ্যালয়ের  আরতি মাহাতো জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার মিটেছে তবে ( Madhyamik Examination 2022 ) ফলাফল নিয়ে চিন্তার মধ্যেই কাটছে তার দিন। উল্লেখ্য, দু’বছর পর আয়োজিত মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ চিন্তার মধ্যে জীবন কাটছে পড়ুয়াদের। অনলাইন পড়াশোনা করে অফলাইন পরীক্ষা চিন্তায় ফেলেছে অভিভাবক সহ পরীক্ষার্থীদেরও। রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ১১.২৭ লক্ষ। তার মধ্যে ৬.২৭ লক্ষ ছাত্রী ও ৫.৫৯ লক্ষ ছাত্র। করোনা আবহে এই প্রথম ( Madhyamik Examination 2022 ) পরীক্ষা কেন্দ্রে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া। যার জেরে বেশ চিন্তা রয়েছে পড়ুয়াদের মধ্যে। এছাড়াও করোনা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। এত পড়ুয়াদের মধ্যে সংক্রমণে প্রবণতাও প্রচন্ড। এই পরিস্থিতি ছিল একাধিক বিধিনিষেধ ও কড়া করোনা সতর্কতা।




Leave a Reply

Back to top button