Partha Chatterjee TMC: পুরানো পদেই বহাল পার্থ, নতুন বছরে দলের গঠন-কাঠামো সাজিয়ে নিলেন মমতা

প্রত্যুষা সরকার, কলকাতা: ফের জল্পনা শুরু তৃণমূল কংগ্রেস। হঠাৎ তৃণমূলের মহাসচিব পদে যোগ দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে দলের রাজ্য সভাপতি পদে পুনর্বহাল হলেন সুব্রত বক্সি। ইতিমধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে কর্মসমিতি ও পদাধিকারী নিয়োগ করেছে। এবার পালা রাজ্য কমিটি সাজানোর ( Partha Chatterjee TMC )। কিন্তু তার আগেই পার্থ চট্টোপাধ্যায়- এর মহাসচিব হওয়ায় ফের প্রশ্ন উঠছে তৃণমূল মহলে।
নজরুল মঞ্চে পদাধিকারী ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে দলীয় সভায় পদাধিকারী ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এদিন দলের নতুন শৃঙ্খলারক্ষা কমিটিও গঠন করেছেন তিনি। তাতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নবকলেবরে মহাসচিব ও রাজ্য সভাপতি পদদুটি থাকবে কি না তা নিয়ে কয়েকদিন ধরে চলছিল নানারকম জল্পনা। মহাসচিব ও রাজ্যসভাপতি (Partha Chatterjee TMC ) পদ দুটির বিলয় ঘটানো হতে পারে বলেও গুঞ্জন চলছিল। তবে এদিন সভায় পার্থ ও বক্সিকে পুরনো পদ ফিরিয়ে দিয়ে নতুন করে জল্পনা সৃষ্টি হল দলের মধ্যে।
আরও পড়ুন –Russia-Ukraine War: পুতিন ও জেলেনস্কির মধ্যে মধ্যস্ততার বার্তা ভারতের, পুতিনকে ফোন মোদীর
পুরনো পদ ফিরে পেলেন পার্থ- সুব্রত
এদিনের সভায় দলের ৭ সদস্যের শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করেন মমতা। নেত্রীর ঘোষণা অনুযায়ী কমিটিতে থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নতুন শৃঙ্খলারক্ষা কমিটি ঘোষণা করে দলের বিদ্রোহীদের কড়া বার্তা দেন মমতা। তিনি জানান, দলবিরোধী কাজ করলে এবার থেকে কড়া পদক্ষেপ করবে কমিটি ( Partha Chatterjee TMC )। তৃণমূলের নতুন রাজ্য কমিটিতে ঘোষণা করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়- মহাসচিব, রাজ্য সভাপতি নিযুক্ত হয়েছেন সুব্রত বক্সি, সহ-সভাপতি
অমিত মিত্র, এবং রাজ্য মহিলা সভাপতি নিযুক্ত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আছারাও রাজ্য কমিটির সহ-সভাপতি হিসেবে তিনি ঘোষণা করেছেন দলের সৌগত রায়, ব্রাত্য বসু, দেব, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যান্যদের নাম। তবে এত কিছুর মধ্যে সামনে আসছে মহাসচিবকে নিয়ে জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়- এর এই সিদ্ধান্ত জানিয়ে দিল যে তিনি তার দক্ষ কর্মীদেরকে নিয়ে নতুন করে সাজাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে।
আরও পড়ুন –এই প্রেম কাহিনী হার মানাবে সিনেমাও, দীর্ঘ লড়াই শেষে এই বিদেশিনীকেই বিয়ে বিহারের যুবকের