রাজনৈতিক উত্তেজনা! জয়প্রকাশ থেকে পিকে অন্দরমহলের জল্পনা-কল্পনা সবই প্রকাশ পেল নজরুল মঞ্চে

গোটা দিনটা কাটল নানা রকম উত্তেজনায়। না আজ কোনও নির্বাচন ছিল না। তবে তার মধ্যেও বঙ্গ জুড়ে রাজনইতিক উত্তেজনা। পার্থ-ববি-পিকে-অভিষেক-মমতাকে ( Mamata Banerjee ) ঘিরে বাংলার সকল সংবাদমাধ্যম। আসলে উত্তরপ্রদেশ সফর শেষেই রাজ্য স্তরে সাংগঠনিক রদবদলে জোর দেবেন বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতোই জাতীয় স্তরে রদবদলের কাজে এদিন লেগে পড়লেন মুখ্যমন্ত্রী। আগের পদই ফিরে পেলেন অনেকে। তাতে রাজনৈতিক কোনও উত্থাল পাথাল বিশেষ তৈরি না হলেও এদিনের নতুন তৃণমূলের সহ সভাপতিকে দেখে চমকে যায় রাজ্যবাসী। এদিন নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপি থেকে বরখাস্ত নেতা জয় প্রকাশ মজুমদার যুক্ত হন তৃণমূলে। বিজেপি তরফে সাময়িক বরখাস্ত নোটিশ মেলার পর থেকেই জয় প্রকাশের বাড়ির পাশ দিয়ে বইছিল ( Mamata Banerjee ) তৃণমূলের হাওয়া। আর আজ যেন সেই হাওয়ায় ডানা মেলে ফুল বদল করে বসলেন তিনি।

জয়প্রকাশ মজুমদারের ফুল বদলের জেরে রীতিমতো উত্তেজনা ছড়ায় রাজ্য রাজনীতিতে। বিজেপির নেতা-নেত্রীরা তাঁর বিরুদ্ধে করে বসেন একের পর এক বিস্ফোরক মন্তব্য। আর এই সব কিছুকে ঘিরেই যেন একটা রাজনৈতিক উত্তরের হাওয়া বয়ে চলতে শুরু করে রাজ্য জুড়ে। অপরদিকে, শাসক দলে প্রবেশ করে সম্মান পেয়েছেন বলে দাবি সদ্য যুক্ত হওয়া জয়প্রকাশ। এদিকে, কয়েক মাস আগে যখন কৃষ্ণ কল্যাণী ( Mamata Banerjee ) তৃণমূলে যোগ দেওয়ার পর জয় প্রকাশ মজুমদারের তৎকালীন মন্তব্যটা ছিল, ‘তিনি একজন রাজনৈতিক ব্যবসায়ী। এনারা সংখ্যা বাড়ান, সমৃদ্ধি আনেন। শাসক দলে যুক্ত হয়ে কৃষ্ণ কল্যাণী আরও বড়লোক হন।’ সেই মন্তব্যের মাস খানেক বাদ আজ শাসক দলে যোগ দিলেন জয় প্রকাশ মজুমদার নিজে।

আরও পড়ুন…কাজ যেতে পারে রোগী সহায়কদের, মেডিক্যাল কলেজের সামনে বিক্ষোভে চিকিৎসা কর্মীরা

প্রসঙ্গত, আজকের এই রাজনৈতিক হাওয়ায় যে শুধুই তৃণমূলের নতুন সহ সভাপতিকে নিয়ে এমনটা মোটেই নয়। এদিন নজরুল মঞ্চে একাধিক রদবদলের মাঝে চোখে পড়লো এক বিতর্কিত ব্যাক্তি। কিছুদিন আগে যাকে নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছিল গোলমাল। তৈরি হয়েছিল বিরাট গোষ্ঠী কোন্দল। আর এই গোষ্ঠী কোন্দলের কেন্দ্রে থাকা ভোটকুশলী প্রশান্ত কিশোরকেও দেখা গেল মঞ্চের মাঝেই। অভিষেকের সাথে কিছুটা দূরত্ব রেখেই বসে থাকতে দেখা যায় তাঁকে। আর সেই ছবি দেখে ইতিমধ্যে নয়া জল্পনা শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। কিছুদিন ধরেই পিকের সঙ্গে তৈরি হয়েছিল মনোমালিন্য। তবে এদিনের চিত্র থেকে এই বিষয়টা স্পষ্ট যে সেই মনোমালিন্যে অবশেষে জল পড়েছে। সম্পর্ক ঠিক করে নতুন পথে হাঁটছে ( Mamata Banerjee ) তৃণমূল ও পিকে।




Leave a Reply

Back to top button