বয়স ৩৯৯বছর,এটাও কি সম্ভব,সবথেকে প্রাচীন এই মহিলার কাহিনী জানলে আপনিও অবাক হবেন

মানুষ মরণশীল একথা আমরা সকলেই জানি। মানুষের গড় আয়ু (world’s longest living woman )হয়ে থাকে ৭৫বছর। তবে আজকাল মানুষ এর কমও বাঁচে আবার বেশিও বাঁচে। তবে কোনও মানুষ ৩৯৯বছর বয়সেও বেঁচে আছেন এমনটা কি বিশ্বাস হয়! সত্যিই বিশ্বাস না হওয়ারই কথা। আর এমনই অবিশ্বাস্য কাহিনী ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যা দেখলে শিওরে উঠবে যে কেউ। ছবিতে দেখা যাচ্ছে কঙ্কালসার একজন বহু প্রবীণ মহিলা। দীর্ঘ সময়ের ছাপ সারা শরীরে। দেখলেই মনে হতে কোনও মৃত ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। শরীরের চামড়া যেন হাড়ের সাথে মিশে গিয়েছে আর চোখগুলো একেবারে ঠিকরে বের করানো।

আরও পড়ুন………International Women’s Day: কাটরিনা থেকে আনুষ্কা, একে অপরের পাশে দাড়িয়ে নজির গড়েছেন এই অভিনেত্রীরা, দেখে নিন লিস্ট

নেট মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া এই ছবি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে (world’s longest living woman )। অনেকেই দাবি করছেন ইনিই পৃথিবীর দীর্ঘ আয়ু সম্পন্না ব্যক্তি। আবার অনেকেই এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রটানো হচ্ছে এই মহিলার বর্তমান বয়স নাকি ৩৯৯বছর (world’s longest living woman )। যা সত্যিই আশ্চর্য লাগার মত। আবার অনেকেই বলছেন এটা কোনও বৌদ্ধ ভিক্ষুকের ছবি। এনার বয়স নাকি ১০৯ বছর বলে দাবি করছেন অনেক নেটিজেনরা। মহিলাটি থাইল্যান্ডের বাসিন্দা বলেও জানা যাচ্ছে। এত কিছুর পরেও কিন্তু অনেক যুক্তি তর্কের বিষয় উঠে আসছে। মানুষের বয়সের রেকর্ড দেখলেই দেখতে পাব একজন মানুষ সর্বাধিক বেঁচেছেন ১৫০ বছর অবধি। এর বেশি নয়। তবে ভাইরাল হওয়া এই ছবিটির বয়স নিয়ে প্রবল সন্দেহ রয়েছে।

 world's longest living woman

আরও পড়ুন………International Women’s Day: যৌনকর্মীদের নিয়ে তৈরি এমন পাঁচটি তথ্যচিত্র যা আপনাকে নাড়িয়ে দেবে, দেখে নিন তালিকা

এদিকে আবার অনেকেই ছবির সত্যতা যাচাই করে বলছেন যে ভাইরাল ( Viral photo ) হওয়া এই মন্তব্যগুলো একেবারেই ভুল ও অযৌক্তিক। ওনার বয়স ৩৯৯বছর হতেই পারে না। এই মহিলা নাকি থাইল্যান্ডের বাসিন্দা যিনি বর্তমানে ১০৫ বছর বয়সী। এখনও পর্যন্ত এই ছবিটির বিষয়ে ও ব্যক্তির বিষয়ে আর কিছুই জানা যায়নি।




Leave a Reply

Back to top button