ভিখারিকে টাকা না দেওয়ায় একাকি মহিলাকে খুন, চাপ চাপ রক্ত দেখে এলাকায় আতঙ্ক

ধরুন আপনি একা আছেন। একজন দুস্থ ভিখারি আপনার বাড়িতে ভিক্ষ্যা চাইতে আসল। আপনি কম টাকা দেওয়ায় সে গাইগুই করতে শুরু করল। তারপরই আপনার সাথে তাঁর বচসা শুরু হল। আর সেই বচসা শেষ পরিণতি খুন ( West Bengal Murder)। হ্যাঁ, রবিবার এমনই এক ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুরে। এক মহিলাকে এক পেয়ে হত্যা করে এক ভিখারি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শুরু করে তদন্ত( West Bengal Murder)। 

মৃতার নাম  শিক্তা চট্টোপাধ্যায়। সুত্রের খবর, ষাটার্ধো এই মহিলা একাই থাকতেন। পরিবার বলে তেমন কিছুই নেই। চিরকালই ভদ্র- মিশুকে স্বভাবের শিক্তা দেবী। এলাকার মানুষ জানিয়েছেন, অসহায় দুস্থদের টাকা দিয়ে সাহায্য করতেন শিক্তা দেবী। এমন বহু মানুষকে সাহায্য করেছেন তিনি। তাঁর মন খুবই উদার ছিল। বাড়িতে একাই থাকতেন তিনি। তাঁর বাড়িও এলাকার একেবারে নির্জন প্রান্তে।   

West Bengal Murderপুলিশসুত্রে জানা গেছে, অঞ্জন নামে এক ব্যক্তি প্রায়ই শিক্তা দেবীর কাছে সাহায্যের জন্য আসতেন। তিনি জানিয়েছিলেন এক দুর্ঘটনায় তাঁর এক পা খোয়া গেছে। তাই শিক্তা দেবী মমতায় তাঁকে নকল পায়ের জন্য ১৫,০০০ টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরই একটু খোঁজ খবর নিলে শিক্তা জানতে পারেন, বেশ কয়েক বছর আগে ছিনতাই করতে গিয়ে একটি পা কাঁটা পরে অঞ্জন চৌধুরীর। তারপরই শিক্তা দেবী পরিষ্কার জানিয়ে দেন, অসৎ ব্যক্তিকে কোন রকম সাহায্য তিনি করবেন না ( West Bengal Murder)। 

আরও পড়ুন- জনসাধারন আপনাকে বিচার করার প্রবণতা রাখে, বিশেষত যখন আপনি একজন ক্রিকেটারের স্ত্রী হন

পুলিশ সুত্রে খবর, রবিবার অঞ্জন চৌধুরী এই ১৫,০০০ টাকার বিষয়েই কথা বলতে আসে। কিন্তু টাকা না দেওয়ায় শুরু হয় বচসা। তারপরই শিক্তা দেবীরই শারির আঁচল গলায় জড়িয়ে শ্বাস রোধ করে শিক্তা দেবীকে খুন করতে চায় অঞ্জন। পরে আরও ভাল্ভাবে খুনকে ( West Bengal Murder) পরিণতি দিতে গলায় ধারাল চাকু দিয়ে আঘাত করে অঞ্জন। রবিবার বাড়ি থেকে উদ্ধার হয় শিক্তা চট্টোপাধ্যায়ের গলা কাঁটা দেহ। তারপরই শুরু হয় পুলিশি খোঁজ। তদন্তে ( West Bengal Murder) উঠে আসে এই অঞ্জন চৌধুরীর কথা। বুধবার সকালেই তাঁকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

আরও পড়ুন- রাজনৈতিক মিম! “লাথি খেয়েই তৃণমূলে জয়প্রকাশ”, হাসির ফোয়ারা নেট দুনিয়ায়




Leave a Reply

Back to top button