অবশেষে মিলেছে অক্সিজেন! চার রাজ্য জয়কে নিয়ে দলের মধ্যে সমন্বয়ে নামছে বিজেপি

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বঙ্গ বিজেপিতে ( Bengal BJP ) শুরু হয়েছিল গোষ্ঠী কোন্দল। আদি বিজেপি ও নব্য বিজেপি সহ একাধিক ইস্যু নিয়ে নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করেছিল তাঁরা। এবার সেই যুদ্ধের অবসান ঘটাতে মাঠে নেমে পড়ল তাঁরা। চার রাজ্য গেরুয়া ঝড় উঠতেই বঙ্গে বসে মিলল অক্সিজেন। আর সেই অক্সিজেন টেনেই এবার রাজ্য জুড়ে আন্দোলনে নামবে বিজেপি। নিজেদের মধ্যে ফের গড়ে তুলবে সমন্বয়।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বঙ্গ জুড়ে বিজেপির ভরাডুবির পর থেকেই দলের মধ্যে তৈরি হয়েছিল সমস্যা। বঙ্গ জুড়ে নির্বাচনকালীন বড় কথা কিন্তু নির্বাচনের ফলাফলে প্রায় শূন্য বলেই মন্তব্য করেছিল দলের অনেক কর্মী। এছাড়াও, আদি বিজেপি ও তৃণমূল ছেড়ে নতুন যোগ দেওয়া কর্মীদের নিয়ে বেশি লাফালাফি করা হচ্ছে বলেও অনেকের মনে তৈরি হয়েছিল অসন্তোষ। তবে সময়ের সাথে সাথে এই কোন্দল কমার পরিবর্তে উত্তরোত্তর বাড়তে থাকে। কর্মীদের মধ্যে নানা বিষয়ে শীর্ষ নেতাদের প্রতি বিশ্বাস হারাতে শুরু হয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাওয়া কর্মীরা ঘর ওয়াপসি করতে শুরু করে।

উল্লেখ্য, এই সব কিছুর মধ্যেই আবার পরিবর্তন হয় ( Bengal BJP ) রাজ্য বিজেপির সভাপতি। দিলীপ ঘোষ পরিণত পদ প্রার্থী হন সর্বভারতীয় স্তরে সহ সভাপতি হিসাবে। অপরদিকে, রাজ্য বিজেপিতে তাঁর পছন্দের একজনকে বসিয়ে দিয়ে যান রাজ্য সভাপতি হিসাবে। রাজনৈতিক অভিজ্ঞতা কম হওয়ায় দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে বসেন তিনি। একাধিক কর্মসূচি কোনও কিছু মাধ্যমেও পরিস্থিতির উন্নয়ন ঘটাতে ব্যর্থ হন তিনি। এই পরিস্থিতি দল মুখিয়ে বসে থাকে জাতীয় স্তরে শীর্ষ নেতাদের আগমনের দিকে। কিন্তু সেখান থেকেও মেলে না কোনও প্রতিক্রিয়া। পাঁচ রাজ্যে  নির্বাচনকে নিয়ে ব্যস্ত থাকেন তাঁরা। ফলত বারংবার পথ চলতে হোঁচট খেতে হয়েছে বঙ্গ বিজেপিকে।

রাজ্য জুড়ে নিজেদের উত্থানকে তুলে ধরতে প্রয়োজন আন্দোলন ও দলকে চাঙ্গা করে তোলা। কিন্তু  কীভাবেই আন্দোলনের পথে দলকে নিয়ে এগোনো যাবে এই নিয়ে চিন্তায় পড়ে যায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। অবশেষে ভোটের ফলাফল জোগাবে সেই অক্সিজেন। পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর এই জয়কেই রাজ্যেও কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি। ডাকা হয়েছে বৈঠক। দলের মধ্যে ফের গড়ে তোলা হবে সমন্বয়। আর এই সমন্বয় ও আন্দোলন গড়ে তোলার দিশা দেখাবে চার রাজ্যের নির্বাচনী ফলাফল। সেখান থেকেই অক্সিজেন সংগ্রহ করে এই রাজ্যে আন্দোলনের জোয়ার তুলবে ( Bengal BJP ) বঙ্গ বিজেপি।

 




Leave a Reply

Back to top button