বিতর্কিত রিয়েল মাদ্রিদের ফরাসী ফুটবলার, বিশ্বের সেরা স্ট্রাইকার হলেন যেভাবে

রাজকুমার মণ্ডল, কলকাতা : কারিম বেনজেমার দুরন্ত হ্যাটট্রিকে ছিন্নবিচ্ছিন্ন বিপক্ষ ফুটবল। কারিম বেনজেমার হ্যাটট্রিক দ্বিতীয় লেগের ম্যাচে ৩-১ গোল জেতে রিয়েল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলারের হ্যাটট্রিকের রেকর্ড ৩৪ বছর ৮০ দিন বয়সে হ্যাটট্রিক করলেন কারিম বেনজেমা। লিওনেল মেসি, নেইমার এমবাপের মতো বিশ্বমানের তারকারা ছিলেন বিপক্ষ দলে। ত্রয়ীর সম্মিলিত তারকাদ্যুতিও ম্লান কারিম ( Karim Benzema ) বেনজেমার তিন গোলে। ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকটি তিনি করেছিলেন ১৫ বছর আগে, ফরাসী ক্লাব অলিম্পিক লিঁওর জার্সিতে। রিয়েল মাদ্রিদের ফরাসী তারকা ৬০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা দলকে হ্যাটট্রিক করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিলেন।
মাদ্রিদের ক্লাবটির হয়ে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রাউল গঞ্জালেজ। বেনজেমার তিন গোলের সুবাদে রিয়েল মাদ্রিদের হয়ে গোলসংখ্যায় আলফ্রেডো ডি স্টেফানোকে ছাপিয়ে গেছেন। বেনজেমার রিয়েল মাদ্রিদের হয়ে তার গোল এখন ৩০৯টি। এদিকে তারকাখচিত প্যারিস সেইন্ট জার্মেই শেষ ষোল’র পর্ব থেকেই বিদায় নিল ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে। মাদ্রিদের ক্লাবটির হয়ে তার চেয়ে বেশি গোল করেছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রাউল গঞ্জালেজ। বার্ন্যাবুতে পিএসজি হার বেশ বেদনাদায়ক। রিয়েল ( Karim Benzema ) মাদ্রিদ ফুটবলের প্রচলিত জার্সি নাম্বার নাইন বলতে স্ট্রাইকারকেই বোঝায়। নাম্বার নাইনদের মধ্যে রয়েছেন পিএসজি’র এমবাপে, বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানন্ডভস্কি বরুশিয়া ডর্টমুন্ডের এরলিং ব্রট হলান্ড আর। বেনজেমা একজন পরিপূর্ণ নাম্বার নাইন ফুটবলার।
সেরা নাম্বার নাইন ফুটবলার বেনজেমার জন্ম ফ্রান্সের লিওঁতে। আলজেরিয়ান বাবা-মায়ের কোলে ১৯৮৭ সালের ডিসেম্বরে জন্ম গ্রহন করেন কারিম মোস্তাফা বেনজেমা। ফ্রান্সের লিওঁ শহরেই বেনজেমার ক্লাব ফুটবলে হাতেখড়ি হয়। ২০০৮ সালে অলিম্পিক লিঁওর ফরাসী লিগ জয়ে বেনজেমার অবদান অসামান্য। ফরাসী তারকা জিনেদিন জিদানের সাথে তুলনা করা হতো কারিম বেনজেমারকে। ৩৫ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ আলজেরিয়ান কানেকশান ( Karim Benzema ) ফুটবলার প্রথমে রাউল, এরপর ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে স্ম্লান ছিলেন। স্পেনের ক্লাবটির ফুটবলার দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নানান অভিযোগে। কারিম বেনজেমা।
আরও পড়ুন…..পাঞ্জাবের জয়ের পরের দিন বাংলায় পা আম আদমির, মালদায় মিলল একাধিক পোস্টার
প্যারিসের এক পতিতালয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে সময় কাটানোর অভিযোগ ওঠে ২০১০ সালে। প্রমাণের অভাবে মামলা প্রত্যাহার করা হয়। ধর্মীয় কারণে ( Karim Benzema ) দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ২০২১ সালের ইউরোতে ডাক আসে। দুর্দান্ত ফর্মে থাকা বেনজেমা ফ্রান্স দলের অন্যতম তারকা। আজও বেনজেমা ফ্রান্স ফুটবলের অন্যতম নায়ক।