চীনে ফের করোনা কোপ, জারি লকডাউন, আক্রান্ত দুই বছরে সর্বাধিক

ফের করোনা ( COVID-19) আক্রান্ত চীন। জারি হয়েছে লকডাউন। সুত্রের খবর, বিগত দুই বছরের সব থেকে বেশী আক্রান্তের সংখ্যা। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়াচ্ছে ভাইরাস জ্বর। তাহলে কি ফের আসতে চলেছে করোনা। পৃথিবী ফের দেখতে চলেছে করোনার ভয়ঙ্কর রূপ? 

করোনায় ( COVID-19) বিধ্বস্ত চিন (China)। আতঙ্কের মেঘ ঘিরে ধরেছে উত্তর-পূর্বাঞ্চলীয় শহরগুলি। উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চাংচুনে লকডাউন(Lockdown) হয়েছে বলেই জানা যাচ্ছে। ঘরের বাইরে বেরোনোর নিষেধাজ্ঞাও জারি হয়েছে বলে খবর। আবারও গৃহবন্দি হয়ে দিন কাটাতে হবে এই প্রান্তের এলাকাবাসীদের। জানা জানা গেছে, এই শহরের জনসংখ্যা প্রায় ৯০ লক্ষ। 

COVID-19রবিবার চীনে ৩,৩৯৩ টি নতুন কোভিড -১৯ ( COVID-19) কেস দাখিল হয়েছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন। ২০২০ এর ফেব্রুয়ারী থেকে এখনও পর্যন্ত এটিই সর্বোচ্চ দৈনিক সংখ্যা। মামলায় দেশব্যাপী বৃদ্ধির ফলে কর্তৃপক্ষ সাংহাইতে স্কুল বন্ধ করে দিয়েছে। উত্তর-পূর্বের বেশ কয়েকটি শহরকে লকডাউন করা হয়েছে বলে জানা যাচ্ছে। ১০টিরও বেশি প্রদেশ নাকি এখন তীব্র লড়াই চালাচ্ছে কোভিডের বিরুদ্ধে।

লকডাউন জারি করার পাশাপাশি গণ টেস্টিংয়ের ওপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  প্রয়োজনীয় দোকান পাট ছাড়া বাকি সমস্ত ব্যবসাপাতি বন্ধ এবং সমস্ত পরিবহন সুবিধা স্থগিত করা হয়েছে। এছাড়াও, কোভিডের পরীক্ষার ব্যাপকতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে কারণে আরও একবার ক্ষতির মুখে ৯০ লক্ষ মানুষ। 

আরও পড়ুন- লাক্সারি লাইফ স্টাইল সঙ্গে প্রতিমাসে আয় লাখ টাকা,আমূল বদলে গেছে ‘বচপন কা প্যায়ার’ খ্যাত সহদেবের জীবন

শুক্রবার, সারা দেশে ৩৯৭ জন করোনা আক্রান্ত ( COVID-19) হওয়ার খবর মেলে। এর মধ্যে ৯৮ জন চাংচুনকে ঘিরে থাকা জিলিন প্রদেশের। এই নগরীতে মাত্র দু’জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। তবে প্রশাসন যেখানে এক বা একাধিক করোনার মামলা দেখছে, সেখানে লকডাউন আরোপের সিদ্ধান্ত নিয়েছে। জিলিনের কাছেই অন্য একটি শহরে ৯৩ জন আক্রান্ত। কর্তৃপক্ষ শহরে আংশিক লকডাউনের নির্দেশ দিয়েছে এবং অন্যান্য শহরগুলির সঙ্গে সংযোগকারী সমস্ত পরিবহন সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির শেষের দিকে, চিনের ১.৪ বিলিয়ন জনসংখ্যার ৮৭% সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়েছিল। এছাড়াও, জনসংখ্যার প্রায় ৪০% মানুষ একটি করে বুস্টার ডোজও পেয়েছে। তবে, গত এক বছরে চিনে কোভিড-১৯-এ ( COVID-19) আক্রান্ত কোনও ব্যক্তির মৃত্যু হয়নি। 

আরও পড়ুন- চিকেন বিরিয়ানি মাত্র ১০ টাকায়! চেখে দেখতে দেদার ভিড় কাটোয়ায়




Leave a Reply

Back to top button