রাজকন্যাকে নিয়ে বেজায় চিন্তায় আছেন মহারাজা,’দাদাগিরি’র মঞ্চে মেয়েকে নিয়ে চিন্তার কথা জানালেন সৌরভ গাঙ্গুলি

বাংলার মহারাজাকে কে না চেনে। সকলের কাছেই ‘দাদা’ আর ‘মহারাজা’ বলতে একটাই ছবি ভেসে ওঠে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি(Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক (Sourav Ganguly) তথা বর্তমান বিসিসিআই-র প্রেসিডেন্ট তিনি। মহারাজার কথা এলেই রাজকন্যার কথা আসবে না এমনটা হতেই পারে না। সৌরভ গাঙ্গুলির একমাত্র মেয়ে সানা গাঙ্গুলি। বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ সম্পর্কে কে না জানে। বহুবার তাদের সম্পর্কের রসায়ন নেটিজেনদের নজরে পড়েছে। মহারাজা নিজের মেয়েকে নিয়ে সব সময় সজাগ থাকেন। সেই কারণেই তিনি (Sourav Ganguly) মেয়েকে দেশে না পড়িয়ে একেবারে বিলেতে পাঠালেন উচ্চশিক্ষার জন্য। মেয়েকে (Sana Ganguly) লন্ডনে পাঠিয়েছেন উচ্চতর পড়াশুনো করানোর জন্য।
আরও পড়ুন………Instagram Influencer : সবই রূপের খেলা, গ্ল্যামার দিয়েই ইনস্টাগ্রাম মাতিয়ে রেখেছেন যাঁরা
তবে সম্প্রতি ‘দাদাগিরি’র (Dada Giri) মঞ্চে দাদা খোদ নিজেই বলেন যে, মেয়ে বিদেশে পাঠিয়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে ব্যাপারে তাঁর সন্দেহ হচ্ছে। মেয়েকে বিদেশে পাঠানোর পর থেকেই তিনি সর্বদা চিন্তায় থাকেন এই ভেবে মেয়ে বিগড়ে যাচ্ছে কিনা। এ প্রসঙ্গে বাবা সৌরভ গাঙ্গুলি আরও জানান তাদের রাজকন্যা নাকি আজকাল আর তাদের খোঁজই নিচ্ছেন না। সপ্তাহে একবারই কল করে মায়ের খোঁজ নিচ্ছেন। মেয়ে সানা নাকি মায়ের থেকে দূরে থেকেই পড়াশুনো চালিয়ে যাওয়ার মত প্রকাশ করেছেন।
আরও পড়ুন………নামতে পারে হেলিকপ্টার, রয়েছে সুইমিং পুল! ইন্টারনেটে ভাইরাল ড্রিম কার
তবে বাবা সৌরভ যতই মেয়েকে নিয়ে অভিযোগ করুক না কেন,মেয়ে সানা সত্যিই বাবার (Sourav Ganguly) গর্ব। বহুবার সোশ্যাল মিডিয়ায় মেয়ে সানাকে বাবার সাথে ছবি দিতে দেখা গেছে। যেখানে বাবা মেয়েকে নিয়ে গর্ব প্রকাশ করছেন। এছাড়াও সানা বিদেশে পড়াশুনোয় বহু খ্যাতি ও পুরষ্কার অর্জন করেছে। ইদানিং সানা অনেক বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। সানা এক্ষেত্রে অনেক বেশি ওয়াকিবহাল। মাঝে মাঝেই বাবার পোস্টে কমেন্টও করতে দেখা যায় সানাকে। সেগুলো বেশ ভাইরালও হয়।