একমাসের মধ্যেই পেশ করতে হবে আনিশ মৃত্যুরহস্যের রিপোর্ট, হাই কোর্টের নির্দেশে চাপে SIT

বিগত কয়েক সপ্তাহ ধরে উত্তাল রাজ্য। হাওড়ার আমতার ছাত্রনেতা আনিশ খানের ( Anis Khan Murder Case ) মৃত্যুতে বেড়েছে চলেছে জল্পনা। কোনও সুরাহার পথে এখনও আসতে পারেনি রাজ্য পুলিশ প্রশাসন। সেই রাতে কারাই বা গিয়েছিল তাঁর বাড়ি। ইতিমধ্যে দু’জনকে গ্রেফতার করা হলেও, তাদের চিনতে পারেননি আনিশের বাবা। তা হলে এই ঘটনার পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে? এরকম একাধিক প্রশ্নকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রথমদিকে, আনিশের বাবা সিটের উপর ভরসা করতে চাননি বটে। কিন্তু সিট বা বিশেষ তদন্তকারী দল ( Anis Khan Murder Case ) আনিশের পরিবারের মনে ভরসা জুগিয়ে বিশেষ কোনও সাহায্য করে উঠতে পারেনি এখনও পর্যন্ত। এই পরিস্থিতি শক্ত হাতে হাল ধরতে হচ্ছে কলকাতা হাই কোর্টকে।
বিচারপতি রাজশেখর মান্থার এজলাসেই চলছে মামলা। দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু কোনও উত্তরের উপর সঠিক ভাবে শিলমোহর লাগাতে পারছে না রাজ্য পুলিশ প্রশাসন। ইতিমধ্যে গত শুক্রবার একটি রিপোর্ট ( Anis Khan Murder Case ) জমা পড়ে হাই কোর্টে। পাশাপাশি, সেই রিপোর্টের একটি প্রতিলিপি দেওয়া হয় আনিশের পরিবার ও আইনজীবিকেও। সেই নিয়েই সোমবার রাজশেখর মান্থার এজলাসে চলে ফের চলে মামলার শুনানি। রিপোর্ট নিয়ে নিজেদের মন্তব্য পেশ করার সুযোগ পান আনিশ খানের পরিবার তরফের আইনজীবি।
উল্লেখ্য, শুনানির পর উঠে আসে নতুন নির্দেশ। আদালত এদিন স্পষ্ট জানিয়ে দেয়, আগামী এক মাসের মধ্যে মৃত্যু রহস্য সম্পর্কিত সকল রিপোর্ট জমা করতে হবে আদালতে। এই বিষয়ে কোনও রকম ( Anis Khan Murder Case ) বাড়তি সময় দেওয়া হবে বিশেষ তদন্তকারী দলকে। তবে হটাৎ কোনও রকম বিপদ এলে সময়সীমা নিয়ে চিন্তা ভাবনা করা যেতে পারে।
উল্লেখ্য, আদালতের নির্দেশ অনুযায়ী আগামী একমাসের মধ্যে মৃত্যুরহস্য ( Anis Khan Murder Case ) সম্পর্কিত সকল রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এছাড়াও, এই প্রসঙ্গে বাড়াতেও নারাজ আদালত। এদিন শুনানিতে আরও বলা হয়, কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ কাজ করতে পারে না বাহ্যিক প্রভাবের কারণে। তাই আদালত তরফে নির্দেশ দেওয়া হচ্ছে, কোনওরকম বাহ্যিক প্রভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর আগেও একটি রিপোর্ট পেশ করা হয় কলকাতা হাইকোর্টে কিন্তু তা প্রভাবিত বলে দাবি করেছিল মামলাকারীরা। যার জেরে ফের সকল রিপোর্ট আগামী একমাসের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন…এই প্রথম কবীরকে নিয়ে অমৃতসর দর্শন, ছেলেকে নিয়ে আবেগে ভাসলেন কোয়েল
এই প্রসঙ্গে আনিশ খানের আইনজীবী জানান, “আনিশ মৃত্যুরহস্যের ( Anis Khan Murder Case ) রিপোর্ট দেখে আদালত অসন্তোষ প্রকাশ করেছে। এদিন আদালত জানায়, সারা দেশের মধ্যে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বেশ দক্ষ। কিন্তু তাঁরা নিজেদের কাজ সঠিক ভাবে করতে না পারার পিছনে মূল কারণ বাহ্যিক প্রভাব। আদালত তাই কোনও রকম বাহ্যিক প্রভাবকে এড়িয়ে গিয়ে আগামী একমাসের মধ্যে যেন তেন প্রকারেণ রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে বিশেষ তদন্তকারী দলকে। যা বেশ ইতিবাচক দিক।”