ফের তৃণমূলের বাজিমাত, সকৌশলে ত্রিশঙ্কু ভেঙে পুরসভা দখল করল ঘাসফুল

রাজ্য জুড়ে পুরভোটের ফলাফল আসতেই দেখা গিয়েছিল সবুজ ঝড়। বিরোধীদের তলানিতে ঠেলে দিয়ে এক বিশাল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে রাজ্য জয় করেছিল তৃণমূল। তবে সেই জয়ের মাঝে কয়েক জায়গায় দেখা গিয়েছিল দলের অশনি সংকেত। চার পুরসভায় গঠিত হয়েছিল ত্রিশঙ্কু। তারপর থেকেই চিন্তায় পড়ে গিয়েছিল তৃণমূল। তবে অবশেষে চিন্তা মিটেছে অনেকটাই। ত্রিশঙ্কু এগরা পুরসভা আপাতত তৃণমূলে ঝুলিতেই। বুধবার বিজেপি-কে ৭-৫ এর ব্যবধানে হারিয়ে এগরা পুরসভা আপাতত তৃণমূলের দখলে।

বুধবার এগরার মহাকুমাশাসকের উপস্থিতিতে এগরা পুরসভার ১৪ জন কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেন। যার মধ্যে সাত জন কাউন্সিলর স্বপন নায়ককে কাউন্সিলর পদে সমর্থন করেন। চেয়ারম্যানের পদে থাকা বিজেপি প্রার্থী দেবব্রত করন পান পাঁচটি ভোট। অপরদিকে, কংগ্রেস এক ও নির্দল কাউন্সিলর ভোট থেকে বিরত থাকেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্যে মিটল পুরসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের পর পুরভোটে রাজ্য জুড়ে ফের একবার দেখা যায় সবুজ ঝড়। তবে রাজ্য জুড়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পাশাপাশি রাজ্যের কিছু পুরএলাকাতে দেখা যায় ত্রিশঙ্কুর। আর এই ত্রিশঙ্কু পুরসভা নিয়ে ফের চিন্তা দেখা যায় তৃণমূলের মাথায়। চলতি বছরের পুরনির্বাচনে রাজ্য জুড়ে নির্দলদের একটা প্রভাব লক্ষ্য করা যায়। এর মূল কারণ প্রায় অধিকাংশ  নির্দল প্রার্থী তৃণমূলের নেতা কিংবা নেত্রী। দলের মধ্যে কিছুদিন আগে তৈরি হওয়া মতবিরোধের কারণে নির্বাচনে নির্দল লড়ার সিধান্ত নয় সকলে। পুরনির্বাচনের ফলাফলেই দেখা যায়, নির্বাচনে বেশ ভালো ফলাফল করতে পেরেছে  নির্দলীয়রা। যার প্রভাব পড়ে ত্রিশঙ্কু পুরসভাতেও। চার পুরসভায় তৈরি হওয়া ত্রিশঙ্কুতে নির্দলরা অন্য দলকে ভোট দিয়ে দিলেই চাপে পড়ে যেতে পারে তৃণমূল।

আরও পড়ুন…Child Violence: সাত বছরের শিশুকে ধর্ষণ করে খুন, পরপর এনকাউন্টারে মৃত দুই ধর্ষক

তবে এই ভয় এখন অনেকটা কমেছে বললেই চলে। এদিন ত্রিশঙ্কু পুরসভা এগরাতে নির্দলরা নির্বাচনে তৃণমূলের বাঁধা হয়নি। যে কারণে বেশ শান্তিপূর্ণভাবেই সেই পুরসভায় জয় লাভ করে তৃণমূল। তবেএগরা ছাড়াও ঝালদা, চাঁপদানি ও বেলডাঙ্গায় এখনও নির্বাচন বাকি। সেখানেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তৃণমূল। যার জেরে তৈরি হয় ত্রিশঙ্কু পুরসভা। পুরুলিয়ার ঝালদায় ১২টির মধ্যে পাঁচটি আসনে জয় লাভ করে তৃণমূল। মুর্শিদাবাদের বেলডাঙায় ১৪টির মধ্যে সাতটিতে জয়ী হয় শাসক দল৷ হুগলির চাঁপদানিতেও ২২টি আসনের মধ্যে এগারোটিতে জয়ী হয় তৃণমূল৷ এই পুরসভায় দশটি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থীরা৷




Leave a Reply

Back to top button