রাশিয়ার বিমান হামলাই ভেঙে পরেছে থিয়েটার, আটকে পরেছে শত শত লোক

প্রত্যুষা সরকার, কলকাতা: রাশিয়া ইউক্রেন যুদ্ধ ( Russia Ukraine crisis ) দেখতে দেখতে কেটে গেল প্রায় একটা মাস৷ গোলাবর্ষন, মিসাইল এর বারুদ ভোরে উঠেছে গোটা ইউক্রেন জুরে। ধংশ হচ্ছে একের পর এক ইমারত। ভয়াবহ এই যুদ্ধে প্রাণ হারাচ্ছে একাধিক ইউক্রেন বাসী। বার করে নিয়ে আসা হয়েছে বিদেশী পড়ুয়াদের। তবু এখন থামার নাম নিচ্ছে এই যুদ্ধ। পুতিন সেনা ক্রমাগত হামলা চালাচ্ছে ইউক্রেনের উপর। এবার রাশিয়ার বিমান হামলায় ভেঙে পড়া একটি থিয়েটারের ভেতরে আটকে পড়ল শত শত বেসামরিক লোক।

Russia Ukraine crisis

ইউক্রেনের কর্মকর্তাদের থেকে আশঙ্কা করা হচ্ছে, মারিউপোলে রাশিয়ার বিমান হামলায় ( Russia Ukraine crisis ) ভেঙে পড়া একটি থিয়েটারের ভেতরে আটকে পরেছে শত শত অসামরিক লোক। মারিউপোলের সিটি কাউন্সিল কর্তৃক প্রকাশিত একটি ছবিতে তিনতলা থিয়েটারের একটি সম্পূর্ণ অংশ দেখানো হয়েছে যেখানে অসামরিক লোকেরা আশ্রয় নিয়েছিল। বুধবার সন্ধ্যায় ধর্মঘটের পর ধসে পড়ে ওই ইমারত।

মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে “যুদ্ধাপরাধী” হিসেবে উল্লেখ করার প্রতিক্রিয়ায় ক্রেমলিন প্রেস সেক্রেটারি বিডেনের মন্তব্যকে “অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য বক্তব্য” বলে গণ্য করেছে। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, ইউক্রেনের ( Russia Ukraine crisis ) রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র অবশিষ্টাংশ আঘাত হানার পর অন্তত একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।

আরও পড়ুন – পুতিনের যুদ্ধ অপরাধী কাজ অব্যাহত, ইউক্রেনকে বিদ্যুৎ ছিন্ন করতে তৎপর

বুধবার, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আক্রমণ প্রতিরোধে আরও অস্ত্রের জন্য মার্কিন কংগ্রেসের কাছে জরুরি আবেদনের সময় আহ্বান করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলার ঘোষণা করেছেন। রাশিয়ার সাথে-ইউক্রেন সংকট তীব্রতর হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন, যখন ইউকে ঘোষণা করেছে যে তারা এই বছরের শেষ নাগাদ রাশিয়ান তেলের আমদানি পর্যায়ক্রমে বন্ধ করবে।

আরও পড়ুন – ঋষি কাপুরের শর্মাজি নামকিন-এর ট্রেলারের মুক্তিতেই বাজিমাত, অপেক্ষায় ঋষিভক্তরা




Leave a Reply

Back to top button