একেবারে কোবরা নিয়ে খেলা, পরিণতি জানলে আঁতকে উঠবেন আপনিও

রিমা শিয়ালী,কলকাতা: বর্তমান যুগ নেটকেন্দ্রিক হয়ে যাওয়ায় বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ( social media ) নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।আর এই জনপ্রিয়তা বাড়ানোর দরুণ অধিকাংশ মানুষই বেছে নিয়েছে বিভিন্ন ভয়ানক স্টান্ট।ভয়াবহ সব চ্যালেঞ্জ এবং স্টান্ট করে সেগুলো ইউটিউবের মত প্লাটফর্মে ছেড়ে কিছু মানুষ প্রতি মুহূর্তে তাদের দর্শকদের নজর কাড়ছে।সম্প্রতি এরকমই একটি ভয়ানক খেল দেখাতে গিয়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এক যুবক।কর্নাটকের বাসিন্দা মাজ সাইদের তিনটি গোখরো সাপকে নিয়ে বানানো একটি স্টান্টের ( Snake Stunt Video ) ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়, যার পরিণতি হয়েছিল অনেক ভয়ংকর।
সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় ( Snake Stunt Video ) ।ভিডিওটিতে দেখা যায় মাজ সাইদ নামে এক ব্যক্তি একটি জঙ্গলের মধ্যে সামনে তিনটি গোখরো সাপকে নিয়ে খেল দেখানোর চেষ্টা করছে।সাপ গুলিকে পরিচালনা করতে খুবই বাজে ভাবে তাদের লেজ টানতেও দেখা গেছে সেই ব্যক্তিকে।গোখরো সাপ যেসব অঙ্গভঙ্গিতে আক্রমণাত্মক হয়ে ওঠে হাত দিয়ে সেসব অঙ্গভঙ্গি দেখাতেও বাদ দেয় নি সেই ব্যক্তি।তবে এরূপ ভয়ানক খেল দেখাতে গিয়ে শেষমেষ হঠাৎই একটি সাপের আক্রমণের শিকার হয় মাজ সাইদ।ভিডিওর শেষেই দেখা যায় যে তিনটি সাপের মধ্যে একটি সাপ হঠাৎই গিয়ে সাইদের হাঁটুতে কামড় বসায়।এবং সাইদ তৎক্ষণাৎ সেই সাপটিকে টেনে ছাড়ানোর চেষ্টা করলেও সেই সাপটিকে ছাড়াতে পারে না।
ভারতীয় বন বিভাগের কর্মকর্তা সুশান্ত নন্দ নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে মাজ সাইদের সমালোচনা করেছেন।এবং বলেছেন যে যেভাবে সেই যুবক সাপগুলোকে পরিচালনা করছিল ( Snake Stunt Video ) সেটা খুবই ভয়ঙ্কর একটি উপায়।তার দেখানো অঙ্গভঙ্গিগুলিকে সাপগুলো হুমকি হিসাবে দেখেছিল এবং এরজন্যই সাপটি তাকে আক্রমণ করেছে।মাঝে মাঝে এইধরনের খেল অনেক মারাত্মকও হতে পারে বলে জানিয়েছেন সুশান্ত নন্দ।
স্নেকবাইট হিলিং অ্যান্ড এডুকেশন সোসাইটির সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্কা কদমের শেয়ার করা একটি ফেসবুক পোস্ট থেকে জানা যায় যে গোখরো সাপ কামড়ানোর পর মাজ সাইদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।গোখরো হল বিভিন্ন বিষাক্ত সাপগুলির মধ্যে একটি এবং মোটামুটি সব গোখরো সাপই বিষাক্ত।আর এত বিষাক্ত হওয়ার কারণেই সাইদকে ৪৬শিশি অ্যান্টি-ভেনম দেওয়া হয় বলে জানা গেছে।
আরও পড়ুন: বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু, ৫ ঘন্টার যাত্রাপথ কমে দাঁড়াল মাত্র ৬ মিনিটে
মিস কদম সেই ২০ বছর বয়সী যুবকের ছবি পোস্ট করেন এবং বলেন যে সেই যুবকের চিকিৎসা কর্নাটকের সিরসির একটি প্রাইভেট হাসপাতলে করা হচ্ছে। এবং সুস্থ হলে শীঘ্রই তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। অতুল পাই নামে একজন সাপ এবং পশু উদ্ধারকারী এ বিষয়ে বলেছেন যে এই ধরনের স্টান্ট ( Snake Stunt Video ) অনেকেই ব্যবহার করে কিন্তু এটা কতটা গুরুতর সেটা কেউ আন্দাজ করে না।এবং যারা এসব বিষয়ে অজ্ঞাত তারা যদি এধরনের স্টান্ট ( Snake Stunt Video ) করে তবে তা অনেক ভয়ানক হতে পারে।
আরও পড়ুন: Bachchan Pandey Review : বড় পর্দায় ‘বচ্চন পাণ্ডে’! কি প্রতিক্রিয়া সিনে ভক্তদের