প্রয়াত ‘মিঠু’! ৭ ধারাবাহিকে অভিষেকের অভিনয় চিরস্মরণীয় হয়ে থাকবে বাঙালির মননে

প্রয়াত হয়েছেন টলিউড (Tollywood) অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Tollywood Actor Abhishek Chatterjee)। ৫৭ বছর বয়সেই নিভে গিয়েছে তার জীবন প্রদীপ৷ টলিউডের এককালীন সুদর্শন, প্রতিভাবান অভিনেতার (Tollywood Actor Abhishek Chatterjee) এহেন করুণ পরিণতি কাম্য ছিল না মোটেও৷ জীবনে বহু প্রতারণার সম্মুখীন হয়েছিলেন৷ তবে প্রতিভাকে কখনও ঠেকিয়ে রাখা যায় না৷ টলিউডের নোংরা পলিটিক্স থেকে বেরিয়ে একসময় যাত্রা এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টেলিভিশনে (Bengali Television) চুটিয়ে কাজ করেছেন অভিনেতা (Tollywood Actor Abhishek Chatterjee)৷ 

নিজের অসাধারণ কাজের মধ্যে দিয়েই অভিনেতা চিরকাল স্মরণীয় থেকে যাবেন বাঙালি দর্শকদের হৃদয়ে। একসময় সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ না মেলায় অভিনয় থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তবে কিছুবছর পর ছোটপর্দায় দুর্দান্ত কামব্যাক করেন। আজ বংট্রেন্ডের পাতায় অভিষেক চট্টোপাধ্যায় (Tollywood Actor Abhishek Chatterjee) অভিনীত এমন ৭টি সিরিয়ালের তালিকা তুলে ধরব যেখানে তাঁর অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে

বাংলা টেলিভিশনের কোন কোন ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করেছিলেন তিনি? দেখে নিন সম্পূর্ণ তালিকা৷

টাপুর টুপুর (Tapur Tupur) : এই ধারাবাহিকটি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে ছিল অন্যতম। ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা সম্প্রচারিত হয়েছিল সিরিয়ালটি। এই ধারাবাহিকে অভিষেক চট্টোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

আঁচল (Anchol): ২০১২ সালের ষ্টার জলসার আরও এক জনপ্রিয় সিরিয়াল আঁচল। এই সিরিয়ালটিও প্রায় ২ বছর দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে ছিল। এই সিরিয়ালে দেখা গিয়েছিল অভিষেক চট্টোপাধ্যায়কে।

চোখের তারা তুই (Chokher Tara Tui) – স্টার জলসার একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিষেক৷ এর মধ্যে ‘চোখের তারা তুই’ও রয়েছে। ২০১৪ সালে ধারাবাহিকটি সম্প্রচারিত হত। ধারাবাহিকের ‘যুবরাজ’ চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক চ্যাটার্জী।

পিতা (Pita) – শুধু জি বাংলা এবং স্টার জলসাতেই নয়, অভিষেক চ্যাটার্জী কালার্স বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। ধারাবাহিকের নাম ছিল পিতা।

মোহর (Mohor) – হালফিলে স্টার জলসার – যে দুটি ধারাবাহিকে অভিনেতার দেখা মিলেছিল তার মধ্যে অন্যতম মোহর৷ ধারাবাহিকের নায়ক শঙ্খ দ্বীপের বাবার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। তার চরিত্রের নাম ছিল ‘আদি রয় চৌধুরি’।

খড়কুটো (Khorkuto) – গুনগুন ও সৌজন্যের কাহিনী  নিয়ে তৈরী খড়কুটো সিরিয়াল ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম। অভিষেক চ্যাটার্জী তার কেরিয়ারে যে ক’টি ধারাবাহিকে কাজ করেছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ‘খড়কুটো’। ধারাবাহিকের নায়িকা গুনগুনের বাবা ডাক্তার কৌশিক বসু চরিত্রে অভিনয় করছিলেন তিনি৷ এই চরিত্রটি দর্শকদের অত্যন্ত পছন্দের চরিত্র ছিল। অভিনেতার অকাল প্রয়াণে শোকোস্তব্ধ তার সহকর্মীরা।

আরও পড়ুন ঘণ্টার পর ঘণ্টা দর্শকদের মাতিয়ে রেখেছিল, অভিষেকের স্মৃতিচারণায় তোচন ঘোষ

আরও পড়ুন টক্করে হিরোপান্তি-রানওয়ে, বক্স অফিস রণক্ষেত্রে অজয় বনাম টাইগার




Leave a Reply

Back to top button