বেজায় ক্ষিপ্ত অভিনেত্রী অনামিকা, দুই অভিনেত্রীর তরজা প্রকাশ্যে

রাজকুমার মণ্ডল, কলকাতা : অনামিকার রোষে অপরাজিতা (‌ Anamika Aparajita )‌ । টলিউড অভিনেত্রী অনামিকা সাহা বেশ চটে আছেন অপরাজিতা আঢ্যের উপর। লক্ষ্মীর কাকিমা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা অপরাজিতা আঢ্য অভিনয়ে দারুন চমক দিয়েছেন। ইতিমধ্যে লক্ষ্মীর কাকিমা সিরিয়াল দারুন জনপ্রিয়তা অর্জন করেছে অপরাজিতার অভিনয়ের চমকে। অপরাজিতার  (‌ Anamika Aparajita )‌ বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন অনামিকা সাহা। টলিউডে অপরাজিতাকে প্রথম জায়গা করে দিতে প্রধান ভুমিকা নেন অনামিকা। অথচ সব ভুলে গেছেন এই অভিনেত্রী।anamika aparajita

অনামিকা সাহা জানান “অপরাজিতাকে আমিই নায়িকা করিয়েছিলাম। সেই ছবির নাম ছিল ‘শিমুল পারুল’। ও কিন্তু তারপর থেকে আমার আর কোনও খবর নেয় না। দেখা হলে কথা বলে। কিন্তু সেই দিনটার কথা ওর আর মনে নেই।” সেই দিনের কথা অপরাজিতা (‌ Anamika Aparajita )‌  ভুলে গেছেন বলে অভিযোগ করেন অনামিকা। তৃষ্ণা নামের একটি সিরিয়ালে অনামিকার মেয়ের চরিত্রে অভিনয় করেন অপরাজিতা আঢ্য। একই সময়  ‘শিমুল পারুল’ ছবির পরিচালক স্বপন সাহা নায়িকা খুঁজছিলেন। অনামিকা সাহা অপরাজিতাকে পরিচালকের ঘরে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেন। এবং ওই সেটেই একজনের সাথে অপরাজিতার প্রেম ও তারপর বিয়ে।

আরও পড়ুন এই রাশিতে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল, দেখে নেওয়া যাক আজকের রাশিফল

শিমুল পারুল সিনেমাটি তৈরি করার কথা বলেছিলেন স্বপন সাহা। সেই সিনেমার নায়িকা হওয়ার জন্য অপরাজিতা আঢ্যকে  (‌ Anamika Aparajita )‌ তিনিই নাকি নিয়ে গিয়েছিলেন তার ঘরে। অনামিকা আক্ষেপের সুরে বলেন, “সেই সময় অপরাজিতা আঢ্যর চেহারা ছিল রোগা লম্বা ফর্সা। বাচ্চা মেয়েটি দেখতে খুব সুন্দর ছিল। সে আমায় বলেছিল ডিরেক্টরের সঙ্গে দেখা করিয়ে দিতে ছবিতে কাজ করতে চেয়ে। সে সময় আমি সমস্ত ডিরেক্টরের ঘরে কাজ করি।” এখন দেখা হলে হয়তো কথা বলে অপরাজিতা। কিন্তূ সেরকমভাবে কোনো খোঁজখবর নেয় না অপরাজিতা। প্রবল আক্ষেপের সুর অনামিকা সাহার গলায়।




Leave a Reply

Back to top button