অপুকে তুড়ি মেরে জায়গা দখল ‘উড়ন তুবড়ি’র! এবার কার কপালে নাচছে শনি?

আর মাত্র কিছু সময়। জি বাংলায় ফাটবে তুবড়ি। না না, অকাল দীপাবলী নয়। নতুন সিরিয়াল (Serial) আসছে, নাম ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। চোখা চোখা সংলাপ দিয়ে ইতিমধ‍্যেই নেটপাড়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নতুন সিরিয়াল। এবার সম্প্রচারের সময়ও ঘোষনা হয়ে গেল চ‍্যানেলের তরফে। 

নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই প্রশ্ন ওঠে, কোন পুরনো মেগা বন্ধ হবে? আর ঠিক এই প্রশ্নটাই দর্শক মনে ঘুরছিল জি বাংলার নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri) আসার খবর আসতেই। এবার সব জল্পনার অবসান হয়ে, জানা গেল ধারাবাহিক সম্প্রচারের সময়।  

২৮ মার্চ থেকে সন্ধ্যা ৬ টায় দেখা যাচ্ছে ‘উড়ন তুবড়ি’। সেই সময় সম্প্রচার হয় ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu)। তাহলে কি শেষ হয়ে যাচ্ছে অপু -দীপুর জার্নি? নাকি ফের পরিবর্তন হবে সম্প্রচারের সময়। এক সময় টিআরপি (TRP)-তে প্রথম তিনে থাকা এই ধারাবাহিক, রেটিং চার্টে ক্রমশ তলানিতে নেমে আসে। ফলস্বরূপ প্রাইমটাইম থেকে সরিয়ে ৬টার স্লটে পাঠানো হয়। 

আরও পড়ুন বড় পর্দা ওয়েব পর্দা ঘুরে সেই সিরিয়ালই ভরসা! ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে হাজির অলিভিয়া

গত বেশ কয়েক সপ্তাহ ধরে হাল খারাপ অপু দীপুর। সেরা দশের টিআরপি তালিকা থেকেও বিদায় নিয়েছে সিরিয়াল। ফলতঃ ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ আসতেই অপুকে  (Aparajita Apu) সরিয়ে দেওয়া হল ছটার স্লটে। এবার তুবড়ি আসছে ‘উড়ন তুবড়ি’র (Uron Tubri)। আবারো অপুর স্লট ধরে টানাটানি।গল্পে অপুর মৃত্যু এবং হঠাৎ আবার বেঁচে আসা মেনে নিচ্ছেন না দর্শকেরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভরেছে মিমে। 

নতুন বছরে জি বাংলায় শুরু হয়েছে ‘পিলু’, ‘গৌরী এলো’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘উড়ন তুবড়ি’র মতো সিরিয়াল, তবে এখানেই শেষ নয়। জানা যাচ্ছে খুব শীঘ্রই জি বাংলায় আরও দুটি সিরিয়াল আসবে। যার মধ্যে একটি প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসের। আর সেই ধারাবাহিক আসবার জেরে কোন ধারাবাহিক শেষ হবে? তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। টিআরপি  (TRP) তালিকায় পিছিয়ে থাকা ‘কড়ি খেলা’ হয়ত শেষ হয়ে যাবে এমনটা ভাবছিলেন অনেকে। তবে শোনা যাচ্ছে ‘কড়ি খেলা’ নয়,তার আগে শেষ হবে জি বাংলার অপর হিট মেগা ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki)। হ্যাঁ, একটা সময় টিআরপি চার্ট কাঁপানো এই সিরিয়াল নাকি এবার শেষ করে দিতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ। যদিও সেই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। 

এবার কোপ পড়বে মনে হয় ‘যমুনা ঢাকি’র  (Jamuna Dhaki) ওপর। ‘যমুনা ঢাকি’  (Jamuna Dhaki) শেষ হওয়ার জল্পনাটা বেশ জোরালো। দিন কয়েক আগেই ৬০০ পর্ব সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে ‘যমুনা ঢাকি’, তবে গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় টানা ব্যর্থ যমুনা। তাই এবার যমুনার গল্পে ইতি টানবার সিদ্ধান্ত নাকি নেওয়া হয়ে গিয়েছে। এক সূত্র মারফত এমনটা জানা যাচ্ছে আগামী মাসের শেষে বা মে মাসের শুরুতে শেষ হতে পারে ‘যমুনা ঢাকি’। পাশাপাশি ‘কড়ি খেলা’ও খুব বেশিদিন চালিয়ে নিয়ে যেতে আগ্রহী নয় চ্যানেল, তবে শেষ হওয়ার আগে নাকি এই সিরিয়ালের একবার সময় পরিবর্তন ঘটবে বলে টেলিপাড়া সূত্রে খবর।

আরও পড়ুন বিমানবন্দরে বিশেষ অন্তরঙ্গতা! যশকে সোহাগে ভরিয়ে নেটপাড়ায় শোরগোল তুললেন নুসরত




Leave a Reply

Back to top button