‘নিমফুলের মধু’র ‘সাপে নেউলে’ সম্পর্কের ভিন্ন ছবি

শত্রুতা ভুলে একই টেবিলে খাওয়াদাওয়া, হাসাহাসি

শত্রুতা ভুলে একই টেবিলে খাওয়াদাওয়া, হাসাহাসি

‘নিমফুলের মধু’র ‘সাপে নেউলে’ সম্পর্কের ভিন্ন ছবি।

নিমফুলের মধু সিরিয়ালে পর্ণা এবং সৃজনের গল্পে চলছে দেদার উত্তেজনা। বাড়ির ছোট ছেলে বিয়ে করে এসেছে। কিন্তু আচমকা এই বিয়ে কেউ মেনে নিতে রাজি নয়। তবে সকলকে পেছনে ফেলে নিজের দেওরের পাশে দাঁড়িয়ে রয়েছে একমাত্র পর্ণাই। ‘নিমফুলের মধু’ সিরিয়ালে চলছে ড্রামা (Drama), এবং টানটান উত্তেজনা। টিআরপি তালিকায় সবচেয়ে প্রথমেই ছিল এই সিরিয়ালের নাম।

তবে, ক্যামেরার সামনে পর্ণার সঙ্গে তাঁর বড় জা-এর সম্পর্ক সাপে-নেউলের মতো। একেবারে শত্রুতা ভরপুর তাঁদের সম্পর্কে। কিন্তু এটা তো সিরিয়াল। বাস্তবে কেমন। রিল লাইফ ও রিয়েল লাইফের মধ্যে অনেকটা ফারাক। পল্লবী শর্মার (Pallabi Sharma) বড় জা-এর চরিত্রে অভিনয় করছেন মানসী সেনগুপ্ত (Manasi Sengupta)। এমনিতেই মানসীকে নেগেটিভ রোলে দেখেন দর্শক। তবে বাস্তবে পল্লবী এবং মানসীর সম্পর্কের প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Pallavi Sharma (@pallavi_ps_official)

ইনস্টাগ্রামে আপলোড করা একটি রিল ভিডিয়োয় দেখা যাচ্ছে স্টুডিয়োয় একসঙ্গে সবাই মিলে বসে রয়েছেন তাঁরা। ভাত-কাপড় অনুষ্ঠানের দৃশ্য দেখানো হয়েছে। সেই উপলক্ষে সেটে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। সেখানেই পল্লবীর সঙ্গে মানসীকে দেখা গেল খোশমেজাজে গল্প করতে ডাইনিং টেবিলে। প্লেটভরে ছিল মাংস-ভাত। পর্দার দুই চরিত্র পর্ণা এবং মৌমিতার ভাব না থাকলেও বাস্তবে কিন্তু দু’জনের বন্ধুত্ব বেশ ভালোই।

সেই ভিডিওতে লাইক এসেছে প্রচুর। তাঁদের সেই ভিডিওতে নবদম্পতিকেও দেখা যাচ্ছে খেতে বসে আনন্দে শামিল হতে। সকলে মিলে একই ডাইনিং টেবিলে খাওয়ার মোজাই আলাদা, আর সেই মেজাজেই ধরা পড়ল গোটা সিরিয়ালের টিম।

তবে জানা গিয়েছে, সিরিয়াল টিআরপি তালিকায় প্রথমদিকেই রয়েছে। দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সিরিয়ালটি। এবার দেখা যাক পরবর্তীতে এই সিরিয়ালের সম্পর্কগুলি কোনদিকে যায়।




Leave a Reply

Back to top button