৪২ বছরে একবারও বাজেনি ট্রেনের হুইশেল, ভূতের ভয়ে বাংলার এই স্টেশনে পা রাখেনা কোনও যাত্রীও

রিয়া পাল, কলকাতা : পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেসব জায়গা রহস্যময় ভূতুরে জায়গা বলে পরিচিত (Most Haunted Place in the World)। কোনও প্রকার বৈজ্ঞানিক আলোচনার মাধ্যমেও যার সমাধান করা যায়নি। মানুষের ধারনা সেইসমস্থ স্থানে বাস করছে কোনও অশুভ আত্মা বা ভূত। দুপ্রকারের মানুষ কারোর বিশ্বাস ভূত আছে আবার কারোর বিশ্বাস ভূত বলে কিছুই হয় না। এই দোটানার মাঝেও তার অবস্থান আছে,এমনই দাবি করে স্থানীয় কিছু মানুষ।
ভারতে এমন অনেক জায়গা আছে যে সমস্থ জায়গাকে ভূতুরে বলে ঘোষনা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পুরুলিয়ার বেগুনকোদর স্টেশন(Bagunkoda railway station in Purulia)। ৪২ বছর ধরে এই স্টেশনে কোনও প্রকার ট্রেন থামেনি। আশ্চর্যজনক ভাবে এই রেলস্টেশন ভারতের ১০টি স্টেশনের মধ্যে অন্যতম (India’s Most Horrific railway station)। ১৯৬০সালে এই স্টেশন টি চালু হয়। স্টেশন টি চালু হবার কিছু বছর পর পর্যন্ত সব কিছু ঠিক থাকলেও তা পর থেকেই ঘটতে থাকে সব ভৌতিক ঘটনা।
স্টেশনটি(Bagunkoda railway station) চালু হওয়ার ৭ বছর পর ১৯৬৭ সালে তৎকালীন রেলে কর্মরত এক কর্মচারী দাবি করেন তিনি কোনও মহিলা ভূতকে স্টেশন চত্তরে দেখেছেন। কথিত আছে সেই সালেই ভূত দেখে স্টেশন মাষ্টার মারা যান সেই থেকেই এই স্টেশন ভূতুরে বলে চিহ্নিত হয়। এই স্টেশনে ট্রেন দুর্ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে ছিল। পর দিন স্টেশনের এক কর্মচারী এই কথা সবাইকে জানালে সে সহ তার পরিবারের সবার মৃত্যু হয়।
আরও পড়ুন- নেই নেটওয়ার্ক, কাজ করে না কম্পাস, এই রহস্যময় অঞ্চলেই নাকি আনাগোনা রয়েছে ভিনগ্রহীদের
এই মৃত্যুর পিছনে একই ভূতের হাত আছে বলে দাবি করেন বাসিন্দারা। লোকে বলে সূর্য অস্ত যাবার পর এই স্টেশন দিয়ে ট্রেন গেলে ভূত সেই ট্রেনের পিছন পিছন দৌড়াতো,কখনও বা ট্রেনকে পেরিয়ে ট্রেনের আগে দৌড়াতো। আবার কখনও ট্রেনের সামনের লাইনে দাঁড়িয়ে নাচতো। এমনি দাবি করেন স্থানীয়রা। তাই এই স্টেশন ব্যাবহার করতে ভয় পেত সাধারণ মানুষ।
৪২বছর ধরে কোনও ট্রেন এই স্টেশনে থামেনি। যদি কোনও ট্রেন এই স্টেশন দিয়ে যেতোও তাহলে সেই ট্রেন অতিরিক্ত গতি নিয়ে এই স্টেশন পার হয়ে যেত। ২০০৯ সালে মমতা ব্যানার্জী (Mamata Banerjee) রেলমন্ত্রী হবার পর এই স্টেশন পুনরায় খোলার নির্দেশ দেন। তার পর থেকে নিয়মিত ১০টি করে ট্রেন এই স্টেশনে থামলেও সূর্য অস্ত যাবার পর কোনও ট্রেন থামে না। বারবার অনেক ভূত শিকারীর দল এই স্টেশন দেখে ভূত নেই তা নিশ্চিত করেছে। বর্তমানে এ স্টেশন ভুতুড়ে পর্যটক কেন্দ্র রূপে পরিচিত।
আরও পড়ুন- আর্য-চারুর গোপন প্রেম, এক চুমুতেই দেবচন্দ্রিমা-রিজওয়ানের সম্পর্ক ফাঁস