“ওর আত্মা কষ্ট পাবে”, কেন আচমকা এই বিস্ফোরক মন্তব্য অভিষেকের স্ত্রী-র

অনীশ দে, কলকাতা:  অভিষেক চ্যাটার্জির(Abhishek Chaterjee) মৃত্যুর শোক এখনও কাটাতে পারেনি টলিউড। দীর্ঘদিন রুপোলি পর্দায় নায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তীকালে বেশিরভাগ ছবিতেই তাকে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছে। শেষের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়(Abhishek Chaterjee)। বারংবার নিজের সাক্ষাৎকারে তিনি(Abhishek Chaterjee) জানিয়েছেন যে তিনি টলিউডে চলা রাজনীতির শিকার হয়েছেন। অভিযোগের আঙুল উঠেছে টলিউডের গডফাদার বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasonjit Chatterjee)- এর দিকে।

আরও পড়ুন: ইচ্ছাশক্তি! তিলে তিলে জমানো ১ টাকার কয়েন দিয়েই লাখ টাকার বাইক কিনল যুবক

কিন্তু এরই মাঝে অভিষেক চ্যাটার্জির স্ত্রী দাবি করেন যে তার স্বামীর মৃত্যুর পর থেকেই কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিষেকের স্ত্রী সংযুক্ত চ্যাটার্জি একটি দীর্ঘ পোস্টের তার মনোভাব প্রকাশ করে বলেছেন, ”  আমি সকলকে অনুরোধ করব সাইনা (তার মেয়ে) এবং আমাকে এই কঠিন সময়ে শোক করার জন্য আমাদের ব্যক্তিগত পরিসর দেওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে ছড়ানো গুজব থেকে দূরে থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। অভিষেক, একজন মহান আত্মা, আমাদের, তার পরিবারকে, আর্থিকভাবে সুরক্ষিত রেখে গেছেন(Abhishek Chaterjee)। তার অনুপস্থিতিতে আমাদের যাতে কোনো সমস্যা না হয়, সেটাও তিনি ব্যবস্থা করে গেছেন।“

“তিনি (Abhishek Chaterjee)একজন দৃঢ় নৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন এবং তার জীবদ্দশায় কখনো কারো কাছে কোনো সাহায্যের জন্য যাননি। তাই আসুন এই প্রয়োজনের সময়ে তাঁর মূল্যবোধকে সম্মান করি”। তিনি আরো জানান, “আমি নিজে একজন আর্থিকভাবে সুরক্ষিত মহিলা এবং যুক্তরাজ্য ভিত্তিক ফিনটেক ফার্মে কাজ করি। তার(Abhishek Chaterjee) সহ অভিনেতাদের কাছে তিনি কখনও হাত পাতেননি। না! কেউ আমাদের কোনো আর্থিক সাহায্যের প্রস্তাব দেয়নি এবং আমাদের কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। এগুলো একেবারেই ভুয়ো খবর! আর এসব শুনলে ওর(Abhishek Chaterjee) আত্মা কষ্ট পাবে।”

আরও পড়ুন:‘একটু শালীনতার পাঠ নিন’! ইন্ডিগোর সাথে বিতর্কে জড়িয়ে কটাক্ষের শিকার ঋতুপর্ণা

অভিষেক চ্যাটার্জি(Abhishek Chaterjee) ও শ্রীলেখা মিত্র(Sreelekha Mitra) অনেকদিন আগেই সংবাদ মাধ্যমে জানান যে পলিটিক্সের জেরে তাদের হাতে থাকা ভালো ভালো চরিত্র চলে যেত অন্য কারোর কাছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chaterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত যে  এই রাজনীতির অন্যতম কান্ডারী তার ইশারা শ্রীলেখা ও অভিষেক আগেই দিয়েছিলেন।




Leave a Reply

Back to top button