টিভির পর্দায় “লাগান”এর সেই অভিনেত্রী, চিনতে গিয়ে হিমশিম অবস্থা দর্শকের

প্রত্যেক ভারতীয়দের কাছে দেশভক্তির সিনেমা যেন আলাদা মাত্রা পায়। ঠিক তেমনই বলিউডের হার্টথ্রব আমির খানের (Aamir Khan) কেরিয়ারের সফলতম ছবি ছিল ‘লাগান’(Lagaan)। দেশ ভক্তির পরিপ্রেক্ষিতে মিস্টার পারফেকশনিস্ট বলিউডকে উপহার দিয়েছিলেন এই ছবিটি। ছবিটি আজও বলিউডের সেরা ছবি হিসেবে জায়গা করে নিয়েছে সকলের মনে।                              

এই বিখ্যাত সিনেমাটিতে আমিরের বিপরীতে অভিনয় করেছিলেন গ্রেসি সিং। অভিনয়গুণে দর্শকদের মন জয় করলেও পরবর্তীতে আর বলিউডে (Bollywood) সেভাবে দেখা যায়নি তাকে। বড় দীর্ঘ সময় তিনি যেন ব্রাত্যই ছিলেন তিনি। তাই অনেকেই তার সম্পর্কে বিশেষ কোনও খবর জানেন না অনেকে।

দেশভক্তির প্রতীক ‘লাগান’ (Lagaan) ছবির দেখতে দেখতে কেটে গিয়েছে ২১টা বছরের লম্বা সময়। সেদিনের সেই সুন্দরী অভিনেত্রী গ্রেসি সিংকে আজ এক নজরে দেখলে চিনতে গিয়ে হিমশিম খাচ্ছে দর্শককুল। দুই দশকের মধ্যে তার চেহারাতে এসেছে আমূল পরিবর্তন। ইদানিং আর সিনেমাতে (Bollywood)  নয়, তার ঠাঁই হয়েছে হিন্দি ধারাবাহিকের পর্দায়। যদিও একটা সময় তিনি অজয় দেবগন, সঞ্জয় দত্ত, অনিল কাপুরদের সঙ্গেও অভিনয় করেছিলেন।

আরও পড়ুন স্বামী ভিকির সাথে কাটানো মুহূর্ত ইনস্টাগ্রামে আপলোড করলেন ক্যাট, দেখে নিন ছবি

গ্রেসি সিং অভিনীত ছবিগুলোর মধ্যে ‘লাগান’ (Lagaan) ছাড়াও উল্লেখযোগ্য নাম ‘গঙ্গাজল’,(Gangajal) ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘আরমান’। দর্শকরা একসময় তাকে বেশ পছন্দ করতেন। কিন্তু আচমকাই ইন্ডাস্ট্রি (Bollywood)  থেকে তিনি আচমকা উধাও হয়ে যান।

বেশ কয়েক বছর পর তাকে এক প্রকার ভুলেই যান দর্শকরা। তবে দীর্ঘ বিরতির পর ফের তিনি ক্যামেরার সামনে ফিরেছেন। আজকাল হিন্দি টেলিভিশনের ‘সন্তোষী মা’(Santoshi Maa) ধারাবাহিকে গ্রেসির দেখা মিলছে।

ধারাবাহিকে মুখ্য চরিত্রে অর্থাৎ সন্তোষী মায়ের ভূমিকায় অভিনয় করছেন গ্রেসি। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও সর্বদা সক্রিয় থাকেন। সোশ্যাল মিডিয়া মারফত তিনি তার অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।নিত্য নতুন ছবি শেয়ার করতেই থাকেন ইনস্টাগ্রামে (Instagram)। সদ্য শাড়ি পরে বেশ কিছু ছবিতে গ্রেসি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। এই ছবিগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে।

তিনি দীর্ঘদিন বলিউড (Bollywood)  থেকে দূরে থাকলেও আজও তার জনপ্রিয়তা এতোটুকু ক্ষুন্ন হয়নি। বরং অভিনেত্রী আজও দর্শকদের থেকে আগের মতই ভালোবাসা পান। ‘লাগান’ ছবিতে আমির খানের সহ অভিনেত্রী হিসেবে নয়, ইদানিংকার নতুন পরিচয় হয়েছে ‘সন্তোষী মা’। এত বছর বাদে অভিনেত্রীকে ফিরে পেয়ে দর্শকরাও বেজায় খুশি। এবার নতুন রূপে নতুন ভাবে পর্দায় গ্রেসি বাস্তবতার লড়াইয়ে টিকে থাকেন নাকি আবার লড়াই থেকে হারিয়ে ব্রাত্য হয়ে পড়েন, সেটাই দেখার ।

আরও পড়ুন খুল্লামখুল্লা চিরঞ্জিত, প্রসেনজিৎ সম্পর্কেও অকপট বিধায়ক-‌অভিনেতা




Leave a Reply

Back to top button