মানে হারানো জিনিস ফিরে পেতে ইন্ডিগোর ওয়েবসাইট হ্যাক, যাত্রীর আজব কীর্তিতে ব্যাপক শোরগোল

মেধাবী মানুষ। ভদ্রলোকের লাগেজ হারিয়ে গেছিল বিমানবন্দরে। সংস্থা ইন্ডিগোর (Indigo) বিমানে যাত্রার সময় হয় বিপত্তি। সেই মতো ইন্ডিগোর (Indigo) কাস্টোমার কেয়ার নম্বরে ফোন করে সাহায্য চান। কিন্তু বেশ কয়েকবার যোগাযোগ করেও সাহায্য মেলেনি। উপায় না দেখে বিমান সংস্থার (Indigo) ওয়েবসাইট হ্যাক করে সহযাত্রীর ফোন নম্বর বের করে নিজের লাগেজ নিজেই উদ্ধার করলেন বেঙ্গালুরুর বাসিন্দা পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবক।
ফ্লাইটে যাতায়াতের সময় বিমানবন্দরে মালপত্র নিয়ে অনেক সময় বহু ধরনের সমস্যা হয়। কখনও জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার ভয় থাকে তো কখনও এক্সচেঞ্জ হওয়ার ঘটনা ঘটে। এমনই এক ঘটনা ঘটেছে এক সফটওয়ার ইঞ্জিনিয়ার নন্দন কুমারের সাথে যিনি ইন্ডিগো ফ্লাইটে পাটনা থেকে ব্যাঙ্গালোরে যান।
যাত্রার সময় নন্দন কুমারের লাগেজ ভুলবশত তাঁর সহযাত্রী তুলে নিয়ে যায় এবং লাগেজটি হারিয়ে যাওয়ার ফলে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভীত হয়ে যান। এরপরেই তাঁর নেওয়া এক পদক্ষেপ তাঁকে রাতারাতি আলোচনায় এনেছে।
Hey @IndiGo6E ,
Want to hear a story? And at the end of it I will tell you hole (technical vulnerability )in your system? #dev #bug #bugbounty 😝😝 1/n— Nandan kumar (@_sirius93_) March 28, 2022
সফটওয়্যার ইঞ্জিনিয়ার নন্দন কুমার তাঁর জিনিস ফেরত পাওয়ার গল্পটি শেয়ার করেন এবং ইন্ডিগো এয়ারলাইন্সের (Indigo) ওয়েবসাইটের নিরাপত্তাজনিত ত্রুটি নির্দেশ করেন। নন্দন কুমার টুইট (Tweet) করে লেখেন, “গতকাল আমি ইন্ডিগো 6E-185 ফ্লাইটে (Indigo) পাটনা (Patna) থেকে ব্যাঙ্গালোরে (Bangalore) ভ্রমণ করি। এ সময় অন্য এক যাত্রীর সাথে ভুলবশত আমার ব্যাগ বদল হয়। সত্যি বলতে দোষটা ছিলো আমাদের দুজনেরই। তারপরে আমি কাস্টমার কেয়ার কল করি এবং হারানো জিনিস ফিরে পাবার অনেক চেষ্টা করেও কোন সমাধান পাই না। এমনকী আমার জিনিসপত্র যার কাছে চলে যায় তার কথাও আমাকে জানানো হয়নি। এরপরে আমি কোনো ফোনও পাইনি।”
আরও পড়ুন টিভির পর্দায় “লাগান”এর সেই অভিনেত্রী, চিনতে গিয়ে হিমশিম অবস্থা দর্শকের
এদিকে নন্দনের পোস্ট ভাইরাল হতেই নড়চড়ে বসে ইন্ডিগো (Indigo)। গাফিলতি নিয়ে দুঃখপ্রকাশ করে তারা। পাশাপাশি জানায়, নন্দন সাময়িকভাবে সংস্থার ওয়েবসাইট হ্যাক করলেও সুরক্ষা সংক্রান্ত কোনও সমস্যা হয়নি। এদিকে নেটিজেনরা বেজায় মজা পেয়েছে মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দাপটে। তাদের বক্তব্য, ইঞ্জিনিয়ার বলে কথা, যা খুশি তাই করতে পারে!
এরপর তিনি জানান যে, অনেক চেষ্টা করে তিনি ইন্ডিগো এয়ারলাইন্সের (Indigo) ওয়েবসাইট হ্যাক করেন। ফলে তখন তিনি তাঁর ব্যাগ বিনিময় হওয়া সহযাত্রী সম্পর্কে জানতে পারেন। এরপর ইন্ডিগো ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটির বিষয়ও শেয়ার করেন নন্দন (Nandan Kumar)। অবশ্য এরপরেই ইন্ডিগো সংস্থা (Indigo) নন্দন কুমারের (Nandan Kumar) কাছে ক্ষমা চায় এবং আশ্বস্ত করে যে, ওয়েবসাইটে কোনো নিরাপত্তা ত্রুটি নেই।
আরও পড়ুন ‘একটু শালীনতার পাঠ নিন’! ইন্ডিগোর সাথে বিতর্কে জড়িয়ে কটাক্ষের শিকার ঋতুপর্ণা