আইপিএল গ্যালারিতে রূপের ঝড়! খেলা দেখতে এসে রাতারাতি ভাইরাল হয়েছেন যে সুন্দরীরা

শুরু হয়েছে বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি লীগ আইপিএলের ১৫ (IPL 15th) তম আসর। এই টুর্নামেন্ট (IPL 15th) চলাকালীন মাঝেমধ্যেই এমন অনেক সুন্দরী মেয়েদের গ্যালারিতে বসে ম্যাচ দেখতে দেখা যায়, আর তারা সবার দৃষ্টি আকর্ষণ করে তোলে। এই প্রতিবেদনে তেমন কিছু রহস্যময় সুন্দরীদের (IPL Mystery Girls) সম্পর্কে বলা হয়েছে যারা আইপিএল চলাকালীন রাতারাতি খবরের শিরোনামে এসেছেন।
শুরুতেই আইপিএলের রহস্যময়ী সুন্দরীদের (IPL Mystery Girls)তালিকায় যোগ হয়েছেন আরও একজন। আইপিএলের (IPL) সঙ্গে গ্লামারের সম্পর্ক চিরন্তন। প্রতিবছর সিনে দুনিয়ার গ্লামারের পাশাপাশি স্টেডিয়ামে খেলা দেখতে আসা সুন্দরী দর্শকদের ছবিও তুলে ধরেন ক্যামেরা পার্সেনরা। যা মূহুর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। আইপিএল ২০২২ শুরুতেও যার ব্যতিক্রম হয়নি। আইপিএলে ইতিহাসে নানা সময় নান রহস্যময়ী সুন্দরীদের ছবি ধরা পড়েছে ক্য়ামেরায়। যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। তারা রাজ করেছেন সুন্দরের পুজারিদের মনে। আইপিএল ২০২২ চলকালীন চলুন দেখা প্রতিযোগিতার ইতিহাসে সেরা ৫ লাস্যময়ী সুন্দরীদের।
আরও পড়ুন Shah Rukh Khan: এখনই লঞ্চ করবে না SRK+, নতুন বিজ্ঞাপনে সালমানের প্রসঙ্গ তুললেন শাহরুখ
১) দেবিকা নায়ার-
আইপিএল ২০২২-এর কেকেআর(KKR) বনাম সিএসকের(CSK) ম্য়াচে এক নয় একাধিক রহস্যময়ী সুন্দরীকে দেখা গিয়েছিল। একজন কেকেআরকে সাপোর্ট করলেও অপরজনকে দেখা যায় চেন্নাই সুপার কিংসকে সাপোর্ট করতে। সিএসকের পতাকা হাতে মাঠে তাকে দেখা গিয়েছিল। যার পরিচয় জানতে হইচই পড়ে যায়। পরে তার নাম জানা য়ায় দেবিকা নায়ার। যিনি পেশায় ডিজিটাল বিপননকারী।
২) রিয়ানা লালবানী- ২০২০ সালে কিংস ইলেভেন পঞ্জাব (kings XI Punjab) বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) ম্যাচে নজর কাড়েন এই সুন্দরী। নিজেকে ‘সুপার ওভার গার্ল’ বলতে পছন্দ করেন তিনি। রিয়ানা লালবানী দুবাইয়ের বাসিন্দা। সোশ্যাল মিডিয়াতেও তুমুল ভাইরাল হয়েছিল এই সুন্দরী। আইপিএল ম্যাচ দেখতে গিয়ে রাতারাতি সুপার স্টার হয়ে ওঠেন রিয়ান। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় তার ফ্য়ান ফলোয়ার্সের সংখ্যা আকাশ ছোঁয়া হয়ে যায়। যা বেশ উপভোগ করেন এই রহস্যমী সুন্দরীও।
৩) দীপিকা ঘোষ- আইপিএল ২০১৯- এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) চিয়ার করতে আরও এক রহস্যময়ী সুন্দরীকে ক্যামেরাম্যান তার ক্যামেরায় বন্দী করেছিলেন। এই ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ছিল। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে খেলোয়াড়দের চেয়ে বেশি শিরোনামে ছিলেন এই সুন্দরী । লাল ড্রেসে দেখা গিয়েছিল তাকে। পরে জানা য়ায় তার নাম দীপিকা ঘোষ। যিনি একজন কোরিওগ্রাফার।
৪) অদিতি হুন্ডিয়া- ২০১৯ আইপিএলের ফাইনাল চলাকালীন হঠাৎ গ্যালারির মধ্যে এক সুন্দরীকে দেখা যায়। এরপরই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেন। এরপর তার নাম প্রকাশ্যে আসে, অদিতি হুন্ডিয়া। তিনি পেশায় একজন মডেল। ২০১৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট হয়েছিলেন তিনি।
৫) মালতি চাহার: ২০১৮ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি ম্যাচ চলাকালীন নেট দুনিয়ায় ভাইরাল হয় মালতি চাহার। জানা যায়, এই সুন্দরী সিএসকে দলের ফাস্ট বোলার দীপক চাহারের বোন। মহেন্দ্র সিং ধোনির একেবারে অন্ধ ভক্ত বলা যেতে পারে। মালতি পেশায় একজন মডেল। ২০১৮ সালে ‘মিস ইন্ডিয়া দিল্লি’ প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় হয়েছিলেন।
আরও পড়ুন একরত্তি অপু থেকে ক্ষুরধার ফেলু! অস্কার প্রাপ্তির বছর তিরিশ পরেও আজও সত্য সত্যজিৎ