নিয়ম না মানলে বাতিল হতে পারে স্কুলের অনুমোদন, জানালো সংসদ

কোভিডের জেরে এবার নিজ নিজ স্কুলেই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Exam) দিতে পারবে ছাত্রছাত্রীরা তা আগেই জানিয়েছে WBCHSE (West Bengal Council Of Higher Secondary Education)। কিন্তু অনেকেই ভেবেছিলেন নিজেদের স্কুলে পরীক্ষা হওয়াতে আলাদা।সুযোগ সুবিধা পেতে পারে ছাত্রছাত্রীরা, কিন্তু সে গুরে বালি। সংসদ(West Bengal Council Of Higher Secondary Education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান, “কোনও ভেন্যুতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই ভেন্যু সুপারভাইজার ও ইনভিজিলেটর দায়ী থাকবেন। সংসদ এই বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। ”

আরও পড়ুন:Shah Rukh Khan: এখনই লঞ্চ করবে না SRK+, নতুন বিজ্ঞাপনে সালমানের প্রসঙ্গ তুললেন শাহরুখ

তিনি আরো জানান, “স্কুলের ফল স্থগিত রাখা হতে পারে। স্কুলের অনুমোদনও বাতিল হতে পারে”। সকাল ১০ টা থেকে দুপুর ১: ১৫ পর্যন্ত করা নজরদারিতে চলবে পরীক্ষা। এমনকি শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রদের কাছে পরীক্ষা চলাকালীন ফোন রাখা যাবে না। এছাড়াও প্রথম ১ঘন্টার মধ্যে কেউ শৌচালয় যেতে পারবে না। এছাড়াও তিনি জানান প্রত্যেকটি স্কুলে সাধারন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বিশেষ পর্যবেক্ষক দায়িত্বে থাকবেন।

students

এই শনিবার থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Exam)। ২৭ এপ্রিল পর্যন্ত হবে পরীক্ষা। মোট ৬৬২৭ টি স্কুলে নেওয়া হবে স্কুল জীবনের এই শেষ পরীক্ষা। প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার ছাত্রছাত্রী বসতে চলেছে পরীক্ষায়(Higher Secondary Exam)। ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি প্রায় ৭১ হাজার। মোট ৫৬ টি বিষয়ে পরীক্ষা হবে।

নির্বাচনের কারণে পরপর দুবার পরিবর্তন হয়েছে পরীক্ষার(Higher Secondary Exam) সূচি। উপনির্বাচন ও জয়েন্টের পরীক্ষার সময়সূচির জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষাতে এই রদবদল। এইবছর জয়েন্ট এন্ট্রান্স (JEE Main) hote চলেছে ২১,২৪,২৫,২৯,১ মে ও ১ মে ও ৪ মে।কিন্তু সংসদ(West Bengal Council Of Higher Secondary Education) নিশ্চিত করতে চায় যে পরীক্ষার খাতায় যাতে কেউ অপ্রীতিকর বা কুরুচিকর রাজনৈতিক মন্তব্য যাতে কেউ না করে। এছাড়াও অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথ পর্যন্ত শুধু আসার নির্দেশ দিয়েছে সংসদ(West Bengal Council Of Higher Secondary Education)।

আরও পড়ুন:রান্নার গ্যাস নয় মূল্যবৃদ্ধির আগুনে পকেট গড়ের মাঠ! মাসের শুরুতেই আবারো বাড়ল গ্যাসের দাম

করোনার জেরে গত ২ বছর উচ্চমাধ্যমিকের  পরীক্ষা হয়নি। প্রথম বছর অর্থাৎ ২০২০ তে ২টি পরীক্ষা হলেও পরের বছর অর্থাৎ ২০২১ সালে কোনো পরীক্ষাই হয়নি। এছাড়াও গত কয়েক বছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে পর্ষদ(West Bengal Council Of Higher Secondary Education) খুবই চিন্তিত।




Leave a Reply

Back to top button