ইমরান খান ‘ঝুকেগা নেহি’! পদত্যাগ প্রসঙ্গে সোজা জবাব পাক প্রধানমন্ত্রীর

তাঁর সরকারের শরিক দল শুধু ডিগবাজি খেয়েছে তা নয়, ইমরান খানের (Imran Khan) দল তেহরিক ই ইনসাফের (Tehreek e Insaf) মধ্যে থেকেও এখন বিদ্রোহ দলা পাকিয়ে উঠেছে। এহেন পরিস্থিতিতে অনেকেই মনে করছিলেন, রবিবার পাক সংসদে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির আগেই বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন ইমরান (Imran Khan)।
কিন্তু সে পথে হাঁটলেন না প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার। বরং এদিন রাতে জাতির উদ্দেশে তাঁর নাতিদীর্ঘ বক্তৃতায় ইমরান জানিয়ে দিলেন, শেষ পর্যন্ত তিনি উইকেটে থাকবেন। বিনা লড়াইয়ে ময়দান ছাড়বেন না। একই সঙ্গে ঠারেঠোরে তিনি এও বোঝাতে চাইলেন, তাঁকে ইসলামাবাদের (Islamabad) তখত থেকে সরানোর জন্য বিদেশি শক্তির ষড়যন্ত্র রয়েছে। সেই শক্তি আর কেউ নয়, আমেরিকা। তারা পাকিস্তানের (Pakistan) তিন দালালের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে উঠে পড়ে লেগেছে। এবং এই চক্রান্তে বড় রকমের টাকার খেলা রয়েছে বলেও এদিন সরাসরি অভিযোগ করেছেন পাক প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (Thursday) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ( Pakistan Prime Minister Imran Khan)। ভাষণে তিনি বলেন, “আজ পাকিস্তানের সিদ্ধান্তের সময়। আজ দেশের সঙ্গে লাইভে কথা বলছি।” ইমরান বলেন, “পাকিস্তান আমার থেকে মাত্র পাঁচ বছরের বড়। আমরা এখানে প্রথম প্রজন্ম।” এদিন ইমরান বলেন, “রবিবার পাকিস্তানের সিদ্ধান্ত নেওয়া হবে। পার্লামেন্টে ভোট হবে এবং পাকিস্তানে কে ক্ষমতায় থাকবে তা ঠিক করা হবে। কিন্তু যাঁরা বলছেন ইমরান পদত্যাগ করবেন, তাঁদের জানা উচিত ইমরান শেষ বল পর্যন্ত মাঠে দাঁড়িয়ে আছেন এবং অটল থাকবে।”
Prime Minister @ImranKhanPTI’s message: “I’ll never back off. Allah has given me the energy to work for my country and for my people!”#PMIKaddressToNation pic.twitter.com/Ba9N3XZFc9
— PTI (@PTIofficial) March 31, 2022
ইমরান খান (Imran Khan) তার ভাষণে বলেন, “আমেরিকার উকিল হওয়া মোশাররফের বড় ভুল। আমি স্বাধীন পররাষ্ট্রনীতির পক্ষে।” তিনি বলেছিলেন যে পাকিস্তান আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে এবং তারা কেবল নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, “আমি ভারত বা অন্য কারও বিরোধিতা চাই না। আমাদের পররাষ্ট্রনীতি কারও বিরুদ্ধে নয়। ৫ আগস্ট ২০১৯-এ যখন ভারত কাশ্মীরে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছিল, তখন আমি প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে কথা বলি।”
আরও পড়ুন কলকাতার বুকে স্পা এর আড়ালে মধুচক্র, যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ কর্মী
আমি মাথা নত করব না, আমার সম্প্রদায়কেও নত হতে দেব না: ইমরান। ভাষণে ইমরান বলেন, “আমি ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রথম দিন থেকেই এমন একটি পররাষ্ট্রনীতি তৈরি করেছি, যা পাকিস্তানের জনগণের জন্য। পাকিস্তানের জনগণের জন্য এর মানে এই নয় যে আমাদের অন্য কারও সাথে শত্রুতা করা উচিত।” তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে।” পাকিস্তানের উপজাতীয় এলাকা সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমরা উপজাতীয় এলাকাগুলো অন্যদের চেয়ে ভাল জানি।”
কূটনৈতিক সূত্রে বলা হচ্ছে, কদিন আগে ডিপ্লোম্যাটিক কেবলে ফাঁস হয়েছিল যে আমেরিকা (USA) পাকিস্তানের তখত থেকে ইমরানকে সরাতে চায়। সেই কেবলের কথাই এদিন ইমরান (Imran Khan) বোঝাতে চেয়েছেন। তবে ইমরানের (Imran Khan) এই দাবির পরক্ষণে পাল্টা প্রশ্নও উঠেছে। তা হল, তিনি যদি জানতেনই যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তা হলে গত ৭ মার্চ আমেরিকার এক আন্ডার সেক্রেটারিকে কেন পাকিস্তানে অনুষ্ঠিত ইসলামিক দেশগুলির সম্মেলনে আহ্বাণ জানিয়েছিলেন?
পর্যবেক্ষকদের মতে, ইমরান (Pakistan Prime Minister Imran Khan) বুঝে গিয়েছেন যে তাঁর গদিচ্যুত হওয়া এখন সময়ের অপেক্ষা। কিন্তু তার পরেও রাজনীতিতে টিকে থাকার আগ্রহ রয়েছে তাঁর। তাই সহানুভূতি পাওয়ারও চেষ্ট৷ করছেন। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অনাস্থা ভোট ইমরান সরকারের পতন এক প্রকার অনিবার্য। কারণ, বিরোধী জোটের কাছে সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন রয়েছে। তা ছাড়া ইমরানের দল তেহরিক ই ইনসাফের ২০ জন সাংসদও তাঁর বিরুদ্ধে ভোট দিতে পারেন বা ভোট দানে বিরত থাকতে পারেন। ফলে ইমরান এদিন ইস্তফা দিলেন না ঠিকই, কিন্তু তাঁর সরকারের মেয়াদও আর ৭২ ঘণ্টার বেশি নয়।
আরও পড়ুন মধ্যযুগের কিছু নির্দয়কর শাস্তি! যা জানলে শরীর শিউরে উঠবে আপনারও