সৌন্দর্যের সংজ্ঞা পূর্ণতা পায় বাস্তবের গাঙ্গুর রূপের ঝলকে! প্রকাশ্যে মাফিয়া কুইনের অদেখা ছবি

প্রিয়া ধর, কলকাতাঃ বক্স অফিসে অদম্য সাফল্য কুড়িয়ে সেরা সিনেমার তালিকায় উঠে এসেছিল সঞ্জয়লীলার বনসালীর ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ( Gangubai Kathiawadi )। হুসেন জায়দির বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ এর একটি অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি করে হয়েছে এই সিনেমাটি। ছবির ঘোষণা থেকে শুরু করে ছবি মুক্তি পর্যন্ত দর্শকদের মধ্যে উত্তেজনার কমতি ছিল না। ছবি মুক্তির পর এই ছবি কতটা দর্শকদের মন জয় করতে পেরেছিল সে কথা আর নাই বললাম, এর উত্তর আমরা দর্শকদের উত্তেজনা থেকেই আন্দাজ করতে পারি।

পরিচালক সঞ্জয় লীলা বনসালীর ( Sanjay Leela Bhansali ) ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি’ তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট ( Alia Bhatt )। আলিয়ার নজরকাড়া অভিনয় আর বাচনভঙ্গি নজর কেড়েছে দর্শকদের। সিনেমার প্রতিটি ডায়ালগ ও লুকস বেশ ভাইরালও হয়েছে। ছবির অন্যান্য কলা-কুশলীদের অভিনয় নিয়েও অভিযোগ করার মত কোনও প্রয়াস রাখেননি বনসালী সাহেব। ছবির ঘোষণা ও মুক্তির পর থেকেই বাস্তবের গাঙ্গুবাঈকে নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের পরিমাণ বেড়ে গিয়েছে। কে এই গাঙ্গুবাঈ?

Gangubai Kathiawadi
Gangubai Kathiawadi

আরও পড়ুন………‘মুখ টাই উচ্ছের মতো’! সিরিয়াল পেরিয়ে বাস্তব জীবনেও মিষ্টি সম্পর্কে মিঠাই -আদৃত

লেখক হুসেন জায়দির বই থেকেই প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায় যে, গাঙ্গুবাঈয়ের আসল নাম গঙ্গা হরজীবনদাস কাথিয়াওয়াড়ি। বাবা ছিলেন পেশায় উকিল। বেশ নাম ডাক ছিল মহল্লায়। বাবার কর্মচারীর প্রেমে সারা দিতে গিয়েই ৫০০ টাকার বিনিময়ে কামাথিপুরার যৌনপল্লীতে বিক্রি হয়ে যায় গাঙ্গু। এরপর নানা ঘাত প্রতিঘাত সয়েই জীবনযুদ্ধে অবতীর্ণ হয় গাঙ্গু।

Gangubai Kathiawadi
Gangubai Kathiawadi

যৌনকর্মী হয়েই বেঁচে যখন থাকতে হবে তখন রানীর মতই বাঁচার সিদ্ধান্ত নেন এই জেদি মেয়ে। একসময় নিজের দক্ষতা ও বুদ্ধিমত্তার জেরে তিনি হয়ে ওঠেন কামাথিপুরার রানী। শুধু তাই নয়, মুম্বাইয়ের বড় বড় আন্ডার ওয়ার্ল্ড নেতাদের সাথে ছিল তার ওঠাবসা। হয়ে ওঠেন মাফিয়া কুইন। মাত্র ষোল বছর বয়সে তিনি দুনিয়ার সবথেকে অন্ধকার জায়গাটির রানী হয়ে ওঠেন।

Gangubai Kathiawadi
Gangubai Kathiawadi

আরও পড়ুন…………প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মুখ পুড়লো জাহ্নবী’র, নেট পাড়া জুড়ে কটূক্তির শিকার শ্রীদেবী কন্যা

কথিত আছে যে, তিনি তার অদম্য সাহস আর মনোবলের জেরে অনেক কঠিন রাস্তা পেরিয়ে নিজেকে গাঙ্গুতে পরিণত করেন। নিজের সমাজসেবামূলক মানসিকতার জন্য তিনি কামাথিপুরায় আজও চিরস্মরণীয়। মুম্বাই এসেছিলেন সিনেমার নায়িকা হতে হয়ে গেলেন বেশ্যা। অবশেষে পরিচালক সঞ্জয় লীলা বনসালীর হাত ধরে বাস্তবের গাঙ্গুর স্বপ্ন পরিপূর্ণতা পায়।




Leave a Reply

Back to top button