ভিনেক সিকোয়েন্স জাম্পশ‍্যুটে স্পষ্ট সুগভীর ক্লিভেজ! কিয়ারা আডভানির হট লুকে বেসামাল নেটবাসী

রিয়া পাল,কলকাতা :সম্পৃতি ফিল্ম সিটি মুম্বাইতে অনুষ্ঠিত হল গ্রাজিয়া মিলেনিয়াল অ‍্যাওয়ার্ড ২০২২(Grazia Millenial Award 2022) রেড কার্পেট। সেখানে নেমেছিল বলিউড তারকাদের ঢল।তার মধ‍্যেও নীল রঙের গ্লিটার দেওয়া ডিপ নেকলাইনে জাম্পশ‍্যুটে অন‍্যতম হয়ে উঠেছে কিয়ারা। এই জাম্পশ‍্যুটে তার শরীর দিয়ে যেন ঠিকরে পরছে রূপের ঝলকানি। বিখ্যাত ডিজাইনার নিম খানের ডিজাইন করা পোশাকে অপূর্ব সেজে উঠেছে বলিউডের অভিনেত্রী(Bollywood actress)কিয়ারা।

রেড কার্পেট মানেই সেখানে থাকবে গ্ল‍্যামারের স্পর্শ আর অভিনেত্রীদের রূপের ঝলকানিতে এক অন‍্য মাত্রা পায় রেড কার্পেট ইভেন্ট। ২০২২ সালের মুম্বাইয়ের গ্রাজিয়া মিলেনিয়াল অ‍্যাওয়ার্ড(Grazia Millenial Award) অনুষ্ঠানে গাঢ় নীল রঙের ডিপ নেকলাইন ফুল শ্লিভ গ্লিটার দেওয়া জাম্পশ‍্যুটে ও পকেট দেওয়া ফ্ল‍্যারেড প‍্যান্টে অপূর্ব লাগছে কিয়ারাকে। তার কোমরের বেল্টটি যেন তার পোশাকে অন‍্য মাত্রা দিয়েছে।

যে জাম্পশ‍্যুট নিয়ে এতো কথা যা পড়ে অভিনেত্রীকে লাগছে নীল পরীর মতো সেই পোশাকের মূল‍্য শুনে আবাক হবেন আপনি। ভারতীয় মুদ্রায় ঐ পোশাকের দাম ১লক্ষ ৮২ হাজার ১৩৪টাকা। সুন্দর জিনিসের মূল‍্য সুন্দর তাই হয়তো ঐ পোশাকে এলিগেন্ট লুকে সবার মাঝেও নজর গেছে তার দিকে।

kiara advaniশুধু পোশাকে না মেকআপের টাচে তার রূপকে পূর্ণতা দিয়েছে স‍্যালোনি জেইন। অ‍্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেত্রীর আপাদ মস্তক লুকের দায়িত্বে ছিলেন স্টাইলিশ লক্ষী লেহের। সবকিছু যখন পারফেক্ট তখন হেয়ার ও চাই পারফেক্ট তাই অভিনেত্রীর সেই হেয়ারস্টাইলটি করেছে হুমেরা সেখ।

এই অ‍্যাওয়ার্ড অনুষ্ঠানে সবাইকে তাক লাগিয়ে দিলেন আরও এক গ্ল‍্যাম ডিভা। তিনি আর অন‍্য কেউ না মিস ইউনিভার্স হারনাজ সিন্ধু। গাড় চকোলেট রঙের গাউনে নিজেকে মেলে ধরেছেন এই মঞ্চে। অন‍্যদিকে রেড কার্পেটে ব্ল‍্যাক গাউনে তাক লাগিয়েছেন মালাইকা আরোরা। এই অ‍্যাওয়ার্ড অনুষ্ঠানে কিয়ারার ঝুলিতে এলো অনেক পুরস্কার। ভুলভুলিয়া টুতে দেখা যাবে নায়িকাকে তা প্রকাশ করেন তিনি। এছাড়াও গোবিন্দা নাম মেরা ও জুগ জুগ জিয়োর মতো দুটি সিনেমা তার হাতে আছে বলে তিনি জানিয়েছেন।




Leave a Reply

Back to top button