ঘরে ফিরলেও, মাঠে নামা নিয়ে অনিশ্চিত ক্রিস্টিয়ানো রোনাল্ডো! উদ্বেগে ফুটবল মহল
নিজের পুরোনো দলে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত ২৭ আগস্ট, ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সমস্ত জল্পনা কে দূরে সরিয়ে, ম্যানচেস্টার ইউনাইটেডেই প্রত্যাবর্তন করলেন পর্তুগালের এই কিংবদন্তি ফুটবলার। তবে ওল্ড ট্রাফোর্ডে নিজের দ্বিতীয় ডেবিউ ম্যাচ খেলার আগে বেশ অনেককটা প্রশ্ন জেগেছিল রোনাল্ডো তথা ইউনাইটেড সমর্থক মহলে।
এতদিন ধরে, ইউনাইটেডের ৭ নম্বর জার্সির মালিকানা ছিল উরুগুয়ের এডিসন কভানির কাছে, যা রোনাল্ডো আসাতে তাকে হাতছাড়া করতে হয়ে। তবে কাভানি স্পষ্ট জানিয়েছেন যে রোনাল্ডোর মতো একজন বড়োমাপের প্লেয়ারের জন্যে তিনি নিজের নম্বর পাল্টাতে প্রস্তুত। এবং এই বিষয় কোনো আক্রোশ বা বিদ্বেষ ও নেই তার মনে। অর্থাৎ রেড ডেভিলদের হয়ে ৭ নম্বর পরেই যে মাঠে নামবেন সিআর ৭, সে বিষয়ে আর কোনোও সন্দেহের অবকাশ রইল না।
তবে, তার মাঠে নামার দিন এখনো অবধি ঠিক করে উঠতে পারেনি ম্যানচেস্টার কর্মকর্তারা।সূত্রের খবর, ম্যানচেস্টার কোচ, ওলে গুনার স্কোলাজের জানিয়েছেন যে দল এবং সমর্থকদের কথা ভেবে, যত দ্রুত সম্ভব, রোনাল্ডো কে মাঠে নামানোর কথা ভাবছে ম্যানেজমেন্ট। তবে, সঠিক ট্রেনিং এবং ফিটনেস যাচাই করার পরেই মাঠে নামবেন ফুটবলের রাজপুত্তুর। হয়তো স্টার্টিং ইলেভেনের অংশ না হয়ে, সাবস্টিটিউট হিসেবে নিজের দ্বিতীয় প্রিমিয়ার লিগ ডেবিউ করতে পারেন রোনাল্ডো, এই আশঙ্কাও করছেন সমর্থক মহলের একাংশ।
আপাতত, পর্তুগাল থেকে ফিরে পরিবারসহ ৫ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিনে আছেন ক্রিস্টিয়ানো। রিপোর্ট সূত্রে খবর, আগামী ৮ সেপ্টেম্বর থেকে দলের ট্রেইনিংয়ে যোগ দেবেন তিনি। আগামী ১১ সেপ্টেম্বর, নিউকাসেল ইউনাইটেডর সাথে, ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে যদি রোনাল্ডোকে খেলাতে না নামান ওলে, তবে রোনাল্ডো তথা ইউনাইটেড সমর্থকদের অপেক্ষা করতে হবে চ্যাম্পিয়ন্স লিগে য়ং বয়েজ এর সাথে প্রথম ম্যাচ অবধি, নিজের ঘরের ছেলের ম্যাজিক দেখার জন্য।