H.S এর মানে থেকে মুখ্যমন্ত্রীর নাম কিছুই জানে না ক্লাস ১২ এর ছেলে, কান্ড দেখে থ নেটপাড়া

মন্টি শীল, কলকাতা : সোশ্যাল মিডিয়া, এই নামটা শুনলেই সকলের মনে আসে দূর দূরান্তে থাকা মানুষের সঙ্গে একটা ক্লিক এ যোগাযোগ করা। আবার অনেকর কাছে এই সোশ্যাল মিডিয়া হল নেট মাধ্যমে ভাইরাল হওয়ার এক অন্যতম মাধ্যম। এটাকে অনেক প্রযুক্তির আশীর্বাদ মনে করেন আবার অনেকে এই মাধ্যমকে অভিশাপের নজরেও দেখেন। তবে সে যাই হোক না কেন, রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য এর থেকে ভালো কিছু আর হয়না। সম্প্রতি এই ভাইরাল হওয়ার কিছু উদাহরণ ইতিমধ্যেই আপনাদের কাছে, আপনার মোবাইলের স্ক্রিনে চলে এসেছে।
এর কিছু চেনা পরিচিত উদাহরণ হল কাঁচা বাদাম বিক্রেতা এবং নিম্বু সোডা বিক্রেতা। ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গিয়েছিল যে এই বিক্রেতারা তাদের জিনিস বিক্রি করছেন এক অভিনব কায়দায়। যদিও তাদের এই প্রক্রিয়া যেমন জনপ্রিয় হয়েছে। আবার অপর দিকে তাদের গানও মানুষের মনে জায়গা করে নিয়েছে। এইরকম দিনে হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়ার ব্যবহার করছেন ভাইরাল সেনসেশন হওয়ার জন্য। আর এই ভাইরাল সেনসেশনের পোস্টকে বেশ মজার ছলে নিচ্ছেন নেটিজেনরা। তাদের এই পোস্ট রীতিমতো ভরে যাচ্ছে লাইক এবং কমেন্টস এ।
আরও পড়ুন ….স্বামীর মৃতুর ১ বছরও কাটেনি! পুরুষ বন্ধুর সাথে বিকিনি পরে ঘনিষ্ঠ মন্দিরা, রেগে লাল নেটিজেনরা
আরও পড়ুন ….সালমানকে প্রকাশ্যে চুমু শেহনাজের ! সিদ্ধার্থ প্রেমিকার এই ঘটনায় তোলপার নেটপাড়া
কিছু কিছু সময় এমন কিছু ভাইরাল পোস্ট মানুষের কাছে এসে পৌছায় যা দেখার পর নেটিজেনরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। কমেন্ট বক্স ভরে যায় কটূক্তিতে। আবার এমন কিছু ভাইরাল আসে যা দেখার পর রীতিমতো হেঁসে লুটোপুটি খেতে হয় সকলকে। সম্প্রতি এই রকমই এক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যা দেখার পর নেটিজেনরা রীতিমতো হেঁসে লুটোপুটি খাচ্ছেন। আবার অপর দিকে শিক্ষিত সমাজের একাংশ এই ভিডিও দেখার পর চিন্তায় রাতের ঘুম উড়েছে। আচ্ছা বলুন তো, শিক্ষা সবার অধিকার এই কথাটা প্রায় সকলেই পরিচিত। তাই তো? কিন্তু এই ভিডিও দেখার পর এই উক্তিটি আপনিও ভূলতে বাধ্য।
আরও পড়ুন ….এ যেন ঠিক এক রূপকথার কাহিনী ! একদা ঝাড়ুদার থেকে হয়ে উঠলেন বাদশাহ দলের নতুন নায়ক
এই যুবকের শিক্ষার বহর দেখে হতবাক হবেন আপনিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একজন একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী, যাকে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করতেই রীতিমতো তুতলিয়ে ওঠেন। তারপর ওই যুবকে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে যেন মনে হল তার মাথায় গোটা আকাশ ভেঙ্গে পড়ল। একজন যুবক যিনি কিনা উচ্চমাধ্যমিক এর পরীক্ষার্থী, তিনি বলতেই পারলেন না আসলে H,S পরীক্ষার আসল মানে কী? যুবকের প্রশ্নের উত্তর দেখে রীতিমতো তোলপার নেটপাড়া। ঘুম উড়েগিয়েছে শিক্ষিত সমাজের।