‘সিঙ্গেল মাদার’ হয়েই কেটে গেল অর্ধেক জীবন, জেনে নিন বলিউডের সিঙ্গেল মায়েদের তালিকা

আজ আন্তর্জাতিক মাতৃ দিবস ( Mother’s Day 2022 ) । গোটা বিশ্ব জুড়ে আজ চলছে মাতৃত্ব উদযাপনের দিন। আজ সেই সকল মায়ের দিন যারা বহু বাধাবিপত্তি সত্ত্বেও নিজ সন্তানদের লালন পালন করায় কোন ত্রুটি রাখেনি। আজ সে সকল মায়ের দিন যারা দক্ষ হাতে সামলেছেন পরিবার এবং কর্মক্ষেত্রসহ একাধিক দিক। আজ তাদের দিন যারা কোন পুরুষের সাহায্য ছাড়াই নিজেদের সন্তানকে মানুষ করেছেন এবং পৃথিবীর সকল খুশি এবং স্বাচ্ছন্দ এনে দিয়েছেন। যারা প্রমাণ করে দিয়েছেন মা দুর্গার মত তারাও দশভূজা এবং তারা চাইলে সবই করতে পারেন।

আমাদের চারপাশে এমন অনেক মায়েরা রয়েছেন যারা কোন ‘বাবা’ ছাড়াই নিজেদের সন্তানকে একটি সুন্দর জীবন দিয়েছেন। বলিউডেও এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা একাই নিজেদের সন্তানদের বড় করেছেন ( single mothers of bollywood on mother’s day ) । আসুন জেনে নেওয়া যাক বলিউডের সেসব অভিনেত্রীদের, সেসব মায়ের কথা যারা ‘সিঙ্গেল মাদার’ হয়েও তাদের সন্তানদের খুবই ভালো ভাবে বড় করেছেন।

নীনা গুপ্ত

img 20220508 215906

বলিউডের অভিনেত্রী নীনা গুপ্তা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট খেলোয়াড় ভিভ রিচার্ডসের সম্পর্কের কথা জানেন না এমন ব্যক্তি খুব কম বললেই চলে। নিজেদের সম্পর্ক কখনোই গোপন করেননি অভিনেত্রী নীনা। এরপর সন্তানসম্ভবা হয়েও নীনা তা গোপন করেননি বরং সেই সময়ও তিনি কাজ করে গেছেন। শত কাজের মধ্যেও নিজের একমাত্র সন্তান মাসাবা গুপ্তকে ছোট থেকে বড় করেছেন নীনা। প্রসঙ্গত নীনা গুপ্তর সন্তান মাসাবা গুপ্ত এখন পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। সাথেই অভিনয়ও করছেন তিনি।

সুস্মিতা সেন

img 20220508 215813

বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুস্মিতা সেন। যদিও গোটা বিশ্ব তাকে মিস ইউনিভার্স নামেই চেনে। এ প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনও কিন্তু একজন সিঙ্গেল মাদার। হ্যাঁ ঠিকই শুনেছেন, তিনি দত্তক নিয়েছিলেন দুজন কন্যা সন্তানকে।২০০০ সালে তিনি প্রথমবার তার প্রথম সন্তান রেনিকে বাড়িতে এনেছিলেন। রেনিকে বাড়িতে আনার ১০ বছর পর আবারও এক কন্যা সন্তান আলিশাকে দত্তক নেন সুস্মিতা। শত কাজের মধ্যেও এদের দুজনকে ভালোবাসা স্নেহ দিয়ে বড় করেন তিনি।

করিশ্মা কপূর

কারিনা কাপুরের বড়দিদি করিশ্মা কাপুর এখনকার দিনে বলিউডের সেরকম জনপ্রিয় না থাকলেও নব্বইয়ের দশকে একজন প্রথম সারির তারকা ছিলেন তিনি। এই জনপ্রিয় অভিনেত্রী ২০০৩ সালে বিয়ে একজন বড় ব্যবসায়ী সঞ্জয় কপূরের সঙ্গে বিবাহ সম্পর্কে আসেন। তবে ২০১৬ সালের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। তবে বিচ্ছেদের পরেও নিজের দুই সন্তান সামাইরা কাপুর ও কিয়ান রাজ কপুরকে একাই মানুষ করেছেন করিশ্মা কাপুর।

আরও পড়ুন: ‘আমার শরীর নিখুঁত নয়, দাগ-চিহ্নে ভরা’, স্যোশাল মিডিয়ায় মাতৃত্বের অনুভূতি প্রকাশ স্বস্তিকার

অমৃতা সিংহ

img 20220508 215710

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অমৃতা সিংহকে কে না চেনে। করিনা কাপুরের পূর্বে সাইফ আলী খানের স্ত্রী ছিলেন অমৃতা। তবে এর পরেই বিচ্ছেদ হয় তাদের। বিবাহের পরে সাইফ আলি খান এবং অমৃতার দুটি সন্তান হয়েছিল। একজন হল সারা আলি খান এবং অপরজন ইব্রাহিম আলি খান। সাইফ এবং অমৃতার বিচ্ছেদের পরে সারা এবং ইব্রাহিম তাদের মায়ের কাছেই বড় হয়েছিল। তবে এখন অবশ্য তারা দুজনেই প্রতিষ্ঠিত, সারা একজন জনপ্রিয় অভিনেত্রী এবং ইব্রাহিম একজন সহ-পরিচালক।

আরও পড়ুন: Mother’s Day! কেনই বা মা দিবস? দুঃখই কি আসলে মা দিবসের ইতিহাস




Leave a Reply

Back to top button