নেই হাত! মাতৃ দিবসে পা দিয়ে সন্তানের জামা বদলে দিলেন মা, ভাইরাল ভিডিও

প্রত্যুষা সরকার, কলকাতা: সন্তানের প্রতি মায়ের ভালোবাসাই পৃথিবীর একমাত্র সত্যিকারের ভালোবাসা। একমাত্র মাই সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসে যান। সন্তান মানুষ করতে নিজের জীবনও দিয়ে দিতে পারেন মা ( Mother’s Day )। তাই মায়ের জন্য শুধু এই একটি দিন নয়, বছরের প্রতিটা দিনই মা দিবস। তবে মা দিবসের এই বিশেষ দিনে এমনই এক লড়াকু মায়ের ভিডিও ভাইরাল ( viral video ) হয়েছে। ভিডিওটিতে দেখে যাচ্ছে মহিলার জন্য সমস্ত প্রশংসা করে যিনি একজন প্রতিবন্ধী ব্যক্তির চ্যালেঞ্জ সত্ত্বেও নিজের শিশু কন্যার যত্ন নেন। মায়ের চেয়ে ব়ড় যোদ্ধা আর কই!
ভিডিওটিতে দেখা যাচ্ছে, জন্মগত ভাবে হাত নেই, এমন এক মায়ের ( Mother’s Day ) ছবি। ছবিটি আসলে বেলজিয়ান শিল্পী সারাহ তালবিকে দেখানো হয়েছে, যিনি হাত ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। অবশ্য অনেকেরই হাত-পা-চোখ থেকে একেবারেই নেই, সারার মনের জোর তাদের থেকে বেশি। ভাইরাল ভিডিওতে সেটাই প্রমাণিত হয়েছে।
বর্তমানে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেটা আসলে দুই বছর আগে মহিলার ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিও ( Mother’s Day )। যেখানে তিনি দর্শকদের তার জীবনের একটি আভাস দেন৷ সে এখনও তার জীবন সম্পর্কে নিয়মিত আপডেট দেয় এবং নিজেকে তার দৈনন্দিন রুটিন করে দেখায়।
ভিডিওতে সারাকে তার সন্তানের পোশাক পা দিয়ে বদলাতে দেখা যায়। দক্ষতার সাথে পায়ের আঙ্গুল ব্যবহার করা। বিশ্ব মা দিবসে এই ভিডিও দেখে আবেগাপ্লুত সারা বিশ্বের মানুষ। ভিডিও দেখে সবাই এই মাকে কুর্নিশ বলছে।
सही कहते हैं, माँ से बड़ा कोई योद्धा नहीं!#MothersDay पर बच्चों प्रेम, प्रेरणा और संस्कारों से सींचकर उन्हें काबिल बनाने वाली सभी माताओं को ढेरों शुभकामनाएं.#मातृदिवस pic.twitter.com/6Ir3lrFTYe
— Dipanshu Kabra (@ipskabra) May 8, 2022
এদিন মা দিবস ( Mother’s Day ) উপলক্ষ অনুযায়ী টুইটারে আইপিএস অফিসার দীপাংশু কাবরা পুনরায় পোস্টটি শেয়ার করেছেন। অফিসার লিখেছেন, “এটা ঠিকই বলা হয়েছে, মায়ের চেয়ে বড় যোদ্ধা আর কেউ নেই। #MothersDay কিন্তু সেই সব মায়েদের জন্য অনেক শুভকামনা যারা তাদের সন্তানদেরকে ভালবাসা, অনুপ্রেরণা এবং মূল্যবোধ দিয়ে তাদের সক্ষম করে তোলেন।”
আরও পড়ুন – Mother’s Day! কেনই বা মা দিবস? দুঃখই কি আসলে মা দিবসের ইতিহাস
ভিডিওটি টুইটারে ৬২ হাজারেরও বেশি ভিউ এবং ৫১,০০লাইক পেয়েছে, শত শত লোক তার সন্তানের এবং নিজের হাত না থাকা সত্ত্বেও নিজের যত্ন নেওয়ার জন্য বীর মাকে প্রশংসা করছেন নেটিজেনরা৷
আরও পড়ুন – ‘সিঙ্গেল মাদার’ হয়েই কেটে গেল অর্ধেক জীবন, জেনে নিন বলিউডের সিঙ্গেল মায়েদের তালিকা