পাকিস্তানি শো- তে রবীন্দ্রসঙ্গীত, শুনে বিস্মিত আপামর বাঙালী

প্রত্যুষা সরকার, কলকাতা: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ( Rabindranath Tagore )। যার গান ভালবাসে না এমন কোনও বাঙালী মনে হয় নেয়। ভালোবাসা হোক বা মন খারাপ বাঙালীর কাছে রবীন্দ্রনাথই সব সময়ের সঙ্গী ( Rabindra Sangeet )। তবে শুধু বাঙালী নয় রবীন্দ্রনাথকে ভালোবাসে গোটা বিশ্ব। তারই প্রমাণ পাওয়া গেল সম্প্রতি এক ভাইরাল ভিডিও ( viral video ) থেকে। সামনে এসেছে পাকিস্তানের ( pakistani serial ) একটি ভিডিও।
ভারত এবং পাকিস্তান এই দুই দেশের নাম একসাথে শুনলেই হিংসা আর বিদ্বেষের কথায় মাথায় আসে। ক্রিকেট খেলার মাঠ হোক বা ভূমি বিরোধ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের কথা কারও অজানা নয়। কিন্তু এমন অনেক জিনিস রয়েছে যেগুলির না আছে কোনও সীমা বা না আছে কোনও সীমানা৷ শিল্প মানে না কোনও সীমা আর সীমানা। তাই নিজেদের মধ্যে ঘৃণা ও প্রতিদ্বন্দ্বিতাকে দূরে রেখে, সিনেমা এবং সঙ্গীতকে ( Pakistani actress sings Rabindra Sangeet ) উভয় জাতি সমানভাবে ভাগ করে নেই।
ভাইরাল ওই পাকিস্তানি ভিডিও-তে দেখা যাচ্ছে সেখানে একটি মেয়ে গাইছেন ( Pakistani actress sings Rabindra Sangeet ) রবীন্দ্রসঙ্গীত ‘আমারো পরান যাহা চায়’। ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে ভারতীয় ভক্তরা বিস্ময়ে ফেটে পরছেন। জানা গেছে ফুটেজটি পাকিস্তানি ধারাবাহিক ‘দিল কেয়া কারে’র একটি দৃশ্য। যেখানে ধারাবাহিকের প্রধান অভিনেত্রী ইউমনা জাইদিকে জনপ্রিয় বাংলা গান গাইতে দেখা যায়। এটিকে একটি ‘গর্বিত মুহূর্ত’ বলে অভিহিত করেছেন ভারতীয় অনেক দর্শক।
View this post on Instagram
বেশ কিছুদিন আগে সিরিয়ালের পরিচালক মেহরীন জব্বার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন এর মূল ভিডিওটি, তবে সম্প্রতি কিছু ভক্ত সোশ্যাল মিডিয়ায় থেকে আবিষ্কার করেছেন ( Pakistani actress sings Rabindra Sangeet ) এই ভিডিও, যেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে এই ভিডিও। মেহরীন জব্বারের শেয়ার করা একটি ভিডিওতে, ইউমনার চরিত্র আইমান তিনি তাঁর বন্ধুদের সামনে এই রবীন্দ্রসঙ্গীত পারফর্ম করছেন। গানগুলো আসলে গেছেন ছপাক গায়িকা শর্বরী দেশপান্ডে।
আরও পড়ুন – হেরে গিয়েও ঘুরে দাঁড়িয়েছি! রবীন্দ্রনাথের গানে পেয়েছি বেঁচে থাকার জীবনীশক্তি, কেন এমন বললেন ঋতু?
ভিডিওটি শেয়ার করার সময়, মেহরীন লিখেছেন, ‘DKK-তে রবীন্দ্র সঙ্গীতের শেষ পর্ব’। এইভাবে আমরা অনুমান করতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গান অন্তর্ভুক্ত করার ( Pakistani actress sings Rabindra Sangeet ) এই দুটি দৃষ্টান্তের বেশি হতে পারে। মেহরীন বলেন, ‘ ভারতীয় ভক্তরা তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন অনুসারী লিখেছেন, ‘সর্বদা শুনেছি যে সঙ্গীতের কোন বাধা নেই, কিন্তু কখনও এমন মনে হয়নি… কিন্তু আপনিই প্রথম এবং একমাত্র ব্যক্তি যিনি আমাকে এমন অনুভব করেছেন…। ধন্যবাদ আপনাকে… কলকাতা, ভারত থেকে ভালবাসা।’
আরও পড়ুন – খেতে ভালোবাসতেন লুচি, হাসিই ছিল জীবনের প্রাণবায়ু, রসিক রবীন্দ্রনাথের এই রূপের অবাক হবেন আপনিও