মদে নেই নেশা! মদ খেয়ে নেশা না হওয়ায় সোজা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ ঠুকল মাতাল

মন্টি শীল, কলকাতা : মদ এর সঙ্গে নেশা, এ এক স্বাভাবিক জিনিস। কিন্তু মদ খেয়ে নেশা হয় না এই ঘটনা কখনও শুনেছেন? হ্যাঁ এই ঘটনাও আজকাল ঘটছে। কিন্তু নেশা না হওয়ায় কারণে শোজা দ্বারস্থ খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে! অবাক হলেন, কিন্তু এই ঘটনা ঘটেছে খাস মধ্যপ্রদেশের উজ্জয়িনী নামক শহরের। সচরাচর শোনা যায় বিভিন্ন রকমের অভাব অভিযোগ, আইন শৃঙ্খলা বা কোন প্রশাসনিক কার্যকালাপ নিয়ে সাধারণ মানুষ সরকারের কাছে অভিযোগ জানান। কিন্তু লোকেন্দ্র সোঠিয়া নামক ওই ব্যক্তির অভিযোগ, মদ খাওয়ার পর তার নাকি নেশা হয়নি।

যার খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো হুলুস্থুলু কান্ড পড়ে গিয়েছে সব মহলে। জানা গিয়েছে এর আগেও বহুবার ভেজাল জিনিস নিয়ে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু এইবার এক পা এগিয়ে সোজা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা লোকেন্দ্র। তবে শুধু মাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরেই নয়, নেশা না হওয়ার দরুণ ওই ব্যক্তি পুলিশ সুপার এবং রাজ্যের আবগারি দফতরেও অভিযোগ দায়ের করেন তিনি। শুধু তাই নয় চিঠির দ্বারা করা অভিযোগে লোকেন্দ্র কার্যত হুমকির সুরে বলেছেন, রাজ্য যদি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না করে, তবে তিনি পরবর্তী সময়ে কনজিউমার ফোরামের কাছে দ্বারস্থ হবেন।

13c44

আরও পড়ুন ….রাজামৌলির সিনেমা করতেই মহাবিপদে প্রভাস থেকে অজয়! চাঞ্চল্যকর তথ্যে শোরগোল নেটপাড়ায়
আরও পড়ুন ….১০০০ কোটি পেরোলেই সিনেমা সুপারহিট! দক্ষিণী ছবি আরআরআর, কেজিএফ ২ নিয়ে বিস্ফোরক মন্তব্য মনোজ বাজপেয়ীর

জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে চলতি মাসের গত ১২ তারিখে। ওই দিন লোকেন্দ্র তার কাজ থেকে ফেরার পথে ক্ষীর সাগরের নিকটবর্তী একটি আবগারি দোকান থেকে দুই বোতল দেশি মদের বোতল কিনে নিজের বাসস্থানে ফিরে আসেন। তারপর তার সংশ্লিষ্ট কাজ কর্ম সেরে এক বোতল মদ পান করেন। কিন্তু ঘটনা চক্রে তার নেশা হয়নি। যার পর রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন এই অভিজ্ঞ মদ্যপায়ী ব্যক্তি। তার বুঝতে দেরি হয়নি যে তিনি যে মদটি পান করেছেন সেটি ঘটনা চক্রে ভেজাল। অর্থাৎ তাতে বেশ পর্যাপ্ত পরিমাণে জল মেশানো।

আরও পড়ুন ….বলিউডকে খোঁচা দক্ষিণী মহারাজ মহেশ বাবুর, মন্তব্য শুনে সমর্থনের সুরে খুশি কঙ্গনা

এর পরেই তিনি হুলুস্থুলু কান্ড তৈরি করেন রাজ্যের সব মহলে। আর এই বিষয়ে তিনি প্রথমেই দ্বারস্থ হন স্থানীয় প্রশাসনের কাছে। তিনি রীতিমতো স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে পুলিশ সুপার, এমনকি রাজ্য আবগারি দফতরে অভিযোগ দায়ের করে জানিয়েছেন, অতি দ্রুত ক্ষীর সাগর এলাকার ওই আবগারি দোকানদারের বিরুদ্ধে ভেজাল মদ বিক্রির অভিযোগে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাতে ভবিষ্যতে তার মতো এই ভয়াবহ অভিজ্ঞতা আর কারোর না হয়। যদিও এই পরিস্থিতি সামনে আসার পর একটা অংশে যেমন হুলুস্থুলু কান্ড পড়ে গিয়েছে ঠিক তেমনি তার অপর দিকে এই ঘটনাটাকে বেশ উপভোগ করছেন নেটিজেনরা।




Leave a Reply

Back to top button