কন্যা সন্তানকে বাঁচাতে গিয়ে পুরুষের বেশ ধারণ এক মহিলার! ঘটনায় চাঞ্চল্য নেটপাড়ায়

মন্টি শীল, কলকাতা : সোশ্যাল মিডিয়া, এই শদ্বটার সঙ্গে জুড়ে রয়েছে বহু ভাইরাল সেনসেশন এর কাহিনী। জুড়ে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বহু অজানা বিষয় সম্পর্কিত তথ্য। এই সোশ্যাল মিডিয়াতে এক এক সময়ে এমন কিছু বিষয় বস্তু ভাইরাল হয়, যা দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন নেট বাসিরা। আবার এক এক সময় এমন কিছু তথ্য ভাইরাল হয় যা সামনে আসার পর রীতিমতো কুর্নিশ জানাতে ইচ্ছা হয়, সোশ্যাল মিডিয়ার কোনায় কোনায় ভরে যায় অজস্র প্রসাংশায়।

আচ্ছা বলুন তো, একজন মা তার সন্তানকে রক্ষা করার জন্য সব কিছু করতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু সেই মা তার সন্তানকে রক্ষা করার জন্য একজন পুরুষের বেশ ধারন করেছেন, এই ঘটনা কোনও দিন শুনেছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের থুথুকুডি জেলার কাতুনায়াক্কানপট্টি নামক একটি গ্রামে। আর এইখানে যে সাহসী মায়ের কথা বলা হচ্ছে তার নাম এস পেচ্চিয়াম্মল। এস পেচ্চিয়াম্মল তার কন্যা সন্তানকে বাঁচানো জন্য রীতিমতো একজন পুরুষ মানুষের বেশ গ্রহন করে ছিলেন।

16c42

আরও পড়ুন ….ডিয়ার জিন্দেগির পর ফের এক পর্দায় শাহরুখ-আলিয়া জুটি! উত্তেজিত সমগ্র অনুরাগী মহল
আরও পড়ুন ….পল্লবীর মৃত্যুতে সুশান্ত যোগ! ময়না তদন্তে উঠে আসল আকস্মিক তথ্য

জানা গিয়েছে, ওই মহিলার স্বামী তাদের বিবাহের মাত্র ১৫ দিনের মাথায় প্রয়াত হন। এরপর মাত্র ২০ বছরের ওই মহিলা তার জীবন জীবিকা নির্বাহ করতে বিভিন্ন রকমের কাজ এর খোঁজ করতে শুরু করেন। যদিও এরই মধ্যে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই মহিলা বিভিন্ন রকমের দোকানে কাজ শুরু করেন। যদিও তামিলনাড়ুর এই পুরুষ শাসিত সমাজে তার মেয়েকে বড় করে তোলা কার্যত অসম্ভব মনে হচ্ছিল। তাই তিনি হাজারো প্রতিকূলতা কে জয় করে সিদ্ধান্ত নেন, যে তিনি একজন পুরুষ হিসেবে নিজের জীবন অতিবাহিত করবেন।

আরও পড়ুন ….সমালোচকদের মুখের উপর জবাব দিয়ে মাথায় সেরার শিরপা শ্রীলেখার! আন্তর্জাতিক মঞ্চে পেলেন স্বীকৃতি

সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি তৎক্ষনাত বদল তার পোষাক পরিধানে। এমনকি বদল আনলেন তার নামেও। জানা গিয়েছে, এস পেচ্চিয়াম্মল নামটি পরিবর্তন করে তিনি তার নাম রাখেন মুত্থু। শোনা গিয়েছে, শুধু মাত্র তার নিকট আত্মীয় এবং তার কন্যা সন্তান ছাড়া আর কেউ জানতেন না তার এই গোপন রহস্যের কথা। এস পেচ্চিয়াম্মল নামক এই সংগ্রামী মহিলা বর্তমানে ৫৭ বছর বয়সে পা দিয়েছেন। তার এই গোটা জীবনের প্রায় অর্ধেকটাই নির্বাহিত করেছেন একজন পুরুষ হিসেবে। জানা গিয়েছে তিনি , বিভিন্ন চা-এর দোকান, হোটেলে কাজ করেছিলেন। যদিও বর্তমানে তিনি বয়স জনিত কারণে কাজ করতে অক্ষম। কিন্তু তার এই জীবন যুদ্ধের কাহিনী রীতিমতো অনুপ্রেরণা যুগিয়েছে নেটিজেনদের। রীতিমতো কুর্নিশ জানিয়েছেন বিভিন্ন বিশিষ্ট মহল।




Leave a Reply

Back to top button