“তেল মাখালেই সুযোগ পাবেন দাদাগিরি’র মঞ্চে”, সৌরভ’কে ছোট করে বিস্ফোরক মন্তব্য কুণালের

মন্টি শীল, কলকাতা : বাংলা টেলিভিশন জগতের এক অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’(Dadagiri unlimited season 9)। সপ্তাহের শেষে ধারাবাহিকের একঘেয়েমি কাটিয়ে তুলতে দর্শক মহল এই শো-এর প্রতি আস্থাভাজন হন। তবে খুব সম্প্রতি এই শো-টি যার অন্তিম অর্থাৎ ফাইনাল এপিসোডে আসতে চলেছে এবং ইতিমধ্যেই যার শ্যুটিংও সম্পূর্ণ হয়েছে। যার জেরে দর্শক মহলে একটা বিষন্নতার সৃষ্টি হয়েছে। কিন্তু এই অন্তিম পর্বের আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে এক নতুন বিতর্কের দানা বাঁধল দাদাগিরি-কে কেন্দ্র করে।

সম্প্রতি কিছু দিন আগে, দাদাগিরির মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইউটিউবার ‘বং গাই’ এবং একাধিক কনটেন্ট ক্রিয়েটাররা। সেই এপিসোডকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্ক দানা বাঁধে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার সিনেবাপ মৃনময়কে ঘিরে। তিনি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, তিনি সকল ক্রিয়েটারদের শ্রদ্ধা করেন। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের তরফে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে রীতিমতো দুঃখ প্রকাশ করেন ভিডিওতে। শুধু তাই নয় সিনেবাপ মৃনময় বলেছেন, তারা রীতিমতো চ্যানেল কর্তৃপক্ষকে তোষামোদ করে এই মঞ্চে পৌছেছেন।

23c62

আরও পড়ুন ….ডোনার সাথে লুকিয়ে চলত প্রেম, ভালোবাসা চক্করে এক সময় ব্যাট দিয়ে মার খেয়েছিলেন সৌরভ
আরও পড়ুন ….মমতা নয় বুদ্ধদেব-এ আস্থা জিতুর! অপরাজিত হিটের পরই অকপট স্বীকারোক্তি জিতু’র

যদিও এই বিষয় নিয়ে মন্তব্য করার পর একাধিক ক্রিয়েটার একাধিক মন্তব্য জ্ঞাপন করলেও প্রাক্তন সাংবাদিক তথা ইউটিউবার কুনাল বোস (Kunal bose) তার প্রকাশিত ভিডিওতে এই ক্রিকেটারদের দুষছেন। তার মূলত বক্তব্য, ‘তিনি অত্যন্ত গর্বিত হয়েছেন যখন দেখলেন যে তার পরিচিত বন্ধু এবং একাধিক ক্রিয়েটাররা দাদাগিরি মতো মঞ্চে দাঁড়িয়ে পারফর্ম করছেন।’ কিন্তু তার পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে হওয়া বিতর্কিত মন্তব্য নিয়ে উদাহরণস্বরূপ বলেছেন, ‘বাঙালি এক্কেবারে কাঁকড়ার জাত, তা বলতে বাকি নেই।’ তিনি বলেছেন, হয়তো তিনি কোনও ক্রিয়েটারকে তার কাছে পরিচিত আবার অপরিচিত।


আরও পড়ুন ….জিতু নয়! অপরাজিত চরিত্রে আবির ছিলেন অনীক দত্তের প্রথম পছন্দ

হয়তো কারোর উপর ক্ষোভ থাকতে পারে। কিন্তু এই রূপ মন্তব্য একেবারেই কাম্য নয়। তিনি বলেছেন, ‘ওই দিন ক্রিয়েটাররা তোষামোদ করেছেন কি না জানেন না। কিন্তু আমাদের মনে একে অপরের প্রতি যে কিলো কিলো রাগ রয়েছে তা এই দিনের ঘটনাতে পরিস্কার।’ কুনাল বোস -এর বক্তব্য, তিনি গত ২০১৮ সালে থেকে এই পেশায় রয়েছেন। কিন্তু বর্তমানে যে ক্রিয়েটারদের যা অবস্থা তাতে এদের ভবিষ্যত খুবই দুর্বিষহ। এর অন্যতম কারণ হল, কলকাতার উত্তর এবং দক্ষিণের বিভাজন। যা এই ক্রিকেটারা প্রতিনিয়ত করে চলেছেন। তিনি এই বিষয় নিয়ে উদাহরণস্বরূপ ক্রিকেট দুনিয়ার প্রসঙ্গও তুলেছেন। বলেছেন, একটা সময় দাবী করা হত ভারতীয় ক্রিকেট মুম্বাই লবি পরিচালনা করেন।

23c61

কিন্তু শেষমেষ যোগ্যতার গুনে দলের অধিনায়ক হয়েছে আজকের বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এমনকি তিনি এও বলেছেন, কে কোথায় থাকেন সেটাই মূল বিষয় নয়। মূল বিষয় হল আপনার পারফর্মেন্স। এর মধ্যেও উদাহরণস্বরূপ তিনি বলেছেন, ‘একদা এক জনপ্রিয় গায়ক শ্রোতাদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন বিপুল অর্থ খরচ করেও তার গান হিট হচ্ছেনা। তাহলে সত্যিই যদি তাই হয় তাহলে কাঁচা বাদাম গানটি কিভাবে হিট হল।’ তিনি শেষমেষ নিজের প্রতিভার প্রতি জোর দিয়ে বলেছেন, ‘যদি এই রকম ক্রিয়েটারদের বাক্যালাপ হয়, তবে আগামী দিনে আন্তর্জাতিক মহলে বাঙালি এবং বাংলা ভাষা সম্পর্কে খারাপ বার্তা যেতে পারে।’




Leave a Reply

Back to top button