টলিউডে ফের মডেল মৃত্যু! আকস্মিক নাকি সাজানো, কী উঠে আসল তদন্তে

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি কিছু দিন যাবত বিনোদনের অন্যতম দুনিয়া টলিউড এক গভীর বিষন্নতার মধ্যে দিয়ে কাটাচ্ছিল। আর তার অন্যতম কারণ হল টলিউডের তরুণ অভিনেত্রী পল্লবী দে (Pallavi dey)-র আকস্মিক মৃত্যু। কিন্তু এই বিষন্নতা কাটিয়ে উঠতে না উঠতেই ফের দুঃসংবাদ টলিউডে। আকস্মিক মৃত্যু ঘটল টলিউডের তরুণ মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার (Bidisha de Majumdar)-এর। গতকাল রাতে নাগেরবাজার এলাকার রামগড় কলোনির এক আবাসন থেকে উদ্ধার করা তার ঝুলন্ত মৃত দেহ।
জানা গিয়েছে, বিদিশা নাগেরবাজারের এই আবাসনের তার সহপাঠী কলেজ পড়ুয়া দিশানী-র সঙ্গে থাকতেন। টলিউডের এই মডেল অভিনেত্রী নাগেরবাজার এলাকায় থাকলেও তার পৈতৃক বাড়ি ছিল নৈহাটিতে। টলিউডের এই মডেল অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু কিছুদিন যাবত তিনি এই সোশ্যাল মিডিয়া থেকেও দূরত্ব তৈরি করেছিলেন। তার বন্ধু তথা রুমমেট দিশানী-র তরফে জানা গিয়েছে, বিদিশা এইদিন কলেজ থেকে ফেরার পর নিজেকে ঘরে বন্ধ করে দেন। ডাকাডাকি করার পর দরজা না খোলায় শেষমেষ বাইরে থেকে দরজা খুলে দেখেন, বিদিশা ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
আরও পড়ুন ….মনের মতো বই পাবেন বাস স্টপে, এবার বাস স্টপে বইয়ের র্যাক রাখবেন আলিমুদ্দিনের তৌসিফ
আরও পড়ুন ….বিশেষ দিনের বিশেষ চমক, ভক্তদের কাছে পায়েস খেয়েই জন্মদিন পালন উচ্ছেবাবুর
জানা গিয়েছে, টলিউডের এই মডেল অভিনেত্রী বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে তার ঘনিষ্ঠ সূত্রে দাবি, তার অর্থাভাব, ব্যক্তিগত জীবন, পেশাদারিত্ব এবং শিক্ষা জীবন নিয়ে বেশ কিছু দিন ধরে বিষন্নতার মধ্যে ছিলেন। তার মধ্যে আবার অভিনেত্রী পল্লবী দে-র আকস্মিক মৃত্যুকে মন থেকে মেনে নিতে পারেননি তিনি। আর তাই পল্লবী-র মৃত্যুর পর তার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টও করেছিলেন তিনি। জানা গিয়েছে, তার বিষন্নতা এমন একটি পর্যায়ে পৌছে গিয়েছিল যে তিনি একাধিকবার ঘনিষ্ঠ মহলে দাবি করেছিলেন, যে তিনিও একদিন পল্লবী-র মতো হারিয়ে যাবেন।
আরও পড়ুন ….বয়সই হয়ে দাঁড়াল বাধা, বাচ্চা বউয়ের সাথে বিচ্ছেদের পথে অরিন্দম! ‘গোধূলি আলাপ’ এ নয়া মোড়
View this post on Instagram
কিন্তু এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, বিনোদনের জাগজমক পূর্ণ দুনিয়াতে এই জিনিস কীভাবে ঘটছে? তবে জানা গিয়েছে, বিদিশা রাজারহাট নিবাসী এক যুবককের সঙ্গে সম্পর্কে ছিলেন। যার পর থেকে তিনি ধীরে ধীরে বিষন্নতার অন্ধকারে নিমজ্জিত হতে থাকেন। তবে তিনি এই ঘটনার জন্য দায়ী করেননি কাউকেই। তদন্ত করতে গিয়ে পুলিশ অভিনেত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেন। যাতে তিনি স্পষ্টত দাবি করেছেন, তার এই পরিণতির জন্য কেউ দ্বায়ি নন। ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। কিন্তু পল্লবী দে-র মৃত্যুর দশদিন পর ফের এক তরুণ অভিনেত্রীর অকাল প্রয়ান নাড়া দিয়ে গেল সমগ্র বিনোদন জগতকে।