মানুষ হয়ে উঠলেন আস্ত কুকুর! ১২ লক্ষ টাকা দিয়ে আজব শখ পূরণ জাপানি যুবকের

মন্টি শীল, কলকাতা : কুকুর, অর্থাৎ প্রভু ভক্ত প্রাণী। সাধারণত একজন কুকুরকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আশি একজন পোষ্য রূপে, একজন বাড়ির সদস্য হিসেবে। কিন্তু কখনও কি শুনেছেন, কুকুরকে ভালোবেসে নিজেকে কুকুরে রূপান্তর হতে। শুনতে অবাক মনে হলেও, আজকের এই বিজ্ঞান সচেতক পৃথিবীতে দাঁড়িয়ে এটাই সত্যি। টোকো (Toco) নামক এক আস্ত ব্যক্তি নিজেকে কুকুরে রূপান্তরিত করলেন। সাধারণত প্লাস্টিক সার্জারির মাধ্যমে মানুষের চেহারার পরিবর্তন করতে দেখা যায় কিন্তু এই অসাধ্য সাধন করে দেখালেন জাপানের এক ব্যক্তি।

আর এই অসাধ্য সাধন করতে সহায়তা করেছে জাপানের জিপেট (Zeppet) নামক এক সংস্থা। কুকুরের রূপান্তরিত হওয়া ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে তার এই নতুন রূপের ছবি পোস্ট করেছেন। এমনকি তার ক্যাপশনে উল্লেখ ছিল, ‘তার আজীবনের স্বপ্ন পূরণ হল।’ জানা গিয়েছে, ওই জাপানি ব্যক্তি তার এই রূপের জন্য খরচ হয়েছে ২ মিলিয়ন ইয়েন অর্থাৎ ভারতীয় মূদ্রায় প্রায় ১২ লক্ষ্য টাকা। শুধু তাই নয় এই বিশেষ খোলসটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ৪০ দিনের কাছাকাছি। কিন্তু অনেকেরই প্রশ্ন এই অসাধ্য সাধন ঘটল কিভাবে? জানা গিয়েছে, এটি একটি বিশেষ ধরনের পোশাক, যা পরিধানের পর এক্কেবারে কুকুরের রূপান্তরিত হয়ে যাবে।

26c42

আরও পড়ুন ….তসলিমার বডিশেমিং! কবির ফেসবুক পোস্টে ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা
আরও পড়ুন ….যাদবপুরে শিরোনামহীন! প্রথমবার ভারতে কনসার্ট করার সুযোগ এই বাংলাদেশী ব্যান্ড-এর

কুকুরে রূপান্তরিত ওই জাপানি ব্যক্তি অর্থাৎ টোকো-এর একটি নিজস্ব ইউটিউব চ্যানেল (toco_eevee) রয়েছে। সেখানে তিনি এই বিশেষ পোষ্যের রূপ ধারণ করে ভিডিও পোস্ট করেন। আর ভিডিও পোস্ট করা মাত্রই সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে। তবে জানা গিয়েছে, তিনি শুধুমাত্র একজন কুকুরই নন, টেকো কুকুর সহ একাধিক পোষ্যের পোশাক পরে নেট মাধ্যমে ভাইরাল হয়েছেন। তবে তার একটা গুন আছে, আর সেটা হল তিনি কোনও দিনই একজন পোষ্যের সাজ ছাড়া প্রকাশ্যে আসেননি। যার দরুন তার আসল চেহারা কেউ জানেন না।


আরও পড়ুন ….টলিউডে ফের মডেল মৃত্যু! আকস্মিক নাকি সাজানো, কী উঠে আসল তদন্তে

জাপানি ওই সংস্থা অর্থাৎ জিপেট (Zeppet) সংস্থার বক্তব্য, গোটা বিশ্বের মধ্যে এই সংস্থাটি প্রথম যারা এই অসাধ্য কে সাধন করে তুলেছে। জানা গিয়েছে, এই সংস্থাটি সাধারণত সিনেমা অথবা বিজ্ঞাপনের জন্য এই ধরনের সাজের জিনিস পত্র সরবরাহ করে থাকেন। তবে এই ধরনের কাজ এই সংস্থার কাছে প্রথম। কিন্তু জাপানি সংস্থার এই উদ্যোগ এবং টোকো-র এই সাহসী সিদ্ধান্তকে অভিবাদন জানিয়েছেন অনেকেই। এমনকি এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সংস্থা। আর এই সমস্ত কে বেশ উপভোগ করছে নেট দুনিয়া।




Leave a Reply

Back to top button