প্লেন চালাতে চালাতেই গভীর প্রেমে মত্ত বিমান চালক! মধ্য আকাশেই স্ত্রীয়ের সঙ্গে চলল রোমান্স

মন্টি শীল, কলকাতা : মাঝ আকাশের ভালোবাসা, শুনলেই কেমন যেন আবেগপ্রবণ মনোভাব তৈরী হয় মনের ভিতরে। কিন্তু এই সমস্ত বিষয় রূপকথার মনে হলেও, বাস্তব জীবনেও এই কান্ড ঘটছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক বিমান চালক তার স্ত্রী-কে উদ্দেশ্য করে ভালোবাসার মধুর ধ্বনি প্রকাশিত করছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জাহরা নামে এক মহিলা ইন্ডিগোর বিমানে যাত্রী আসনে বসেছেন মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য।
বিমান ওড়ার জন্য প্রস্তুত, চালক তার কেবিনে প্রস্তুত, বিমান সেবিকারাও প্রস্তুত। এমন সময়ই ঘটল সেই রূপ কথার গল্প। বিমানের চালক উত্তরনের আগে হঠাৎই সাবধানতার বার্তা না দিয়ে, রোম্যান্টিক ভালোবাসার কথা বলতে শোনা গেল। আর যাত্রী আসনে বসে থাকা রীতিমতো অবাক হয়ে চালকের সমস্ত কথা নিজের ফোনে রেকর্ড করছেন। পরবর্তী সময়ে জানা গেল, ওই বিমানে চালকের আসনে বসে ছিলেন ওই মহিলা অর্থাৎ জাহারা-র স্বামী এবং ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo airlines)-এর চালক আলনিজ ভিরানি (Alneez Virani)
আরও পড়ুন ….প্রতিবাদের অভিনব পন্থা! শাহরুখ ও অজয়কে পাঁচ টাকার মানি অর্ডার ধারকানের
আরও পড়ুন ….মানুষ হয়ে উঠলেন আস্ত কুকুর! ১২ লক্ষ টাকা দিয়ে আজব শখ পূরণ জাপানি যুবকের
চালকের ঘোষণাতে শোনা গিয়েছে, ‘এই মুহূর্তে যাত্রী আসনে একজন বিশিষ্ট যাত্রী তথা আমার স্ত্রী বসে রয়েছেন। যাকে আমি এই মুহূর্তে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি।’ স্বামীর এই ঘোষণার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্ত্রী জাহারা। এমনকি চালকের ঘোষণার মুহূর্তে এক অভূতপূর্ব আবেগ দেখা যায় বিমানের উপস্থিত সকল যাত্রীদের মধ্যে। যদিও এই সুন্দর আবেগপ্রবণ মুহূর্তকে চেপে ধরে রাখতে পারেননি খোদ বিমানের চালকও। বিমান উত্তরনের পর মাঝ আকাশে একেবারে চোখের জলে নিজেদের ভালোবাসার প্রকাশ করেছেন এই দম্পতি।
View this post on Instagram
আরও পড়ুন ….তসলিমার বডিশেমিং! কবির ফেসবুক পোস্টে ক্ষোভে ফেটে পড়লেন নেটিজেনরা
চালকের স্ত্রী র দাবি, ‘আলনিজ-এর স্ত্রী হওয়াটা তার কাছে ভাগ্যের ব্যাপার। ভগবানের আশীর্বাদে তিনি তাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য।’ স্বামী স্ত্রীর এই সুন্দর মুহূর্তের ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং। নেটিজেনদের থেকে প্রচুর ভালোবাসা এবং কমেন্ট এসেছে এই ভিডিওকে ঘিরে। শুধু তাই নয়, এই সুখি দম্পতির সঙ্গে সঙ্গে চোখের জলে ভাসিয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। তবে অনেকের মতে এই চোখের জল দুঃখের প্রতিক নয়, সুখী দাম্পত্যের প্রমাণ। যা যুগ যুগ ধরে মানুষের মনে গেঁথে থাকবে।