অন্যের সাথে বিয়ের পিঁড়িতে প্রেমিকা! হৃদয়ের ব্যথা কমাতে আত্মহত্যাকেই পথ করল যুবক

জয়িতা চৌধুরী, কলকাতা: কর্মসূত্রে মুম্বাইতে ( Mumbai ) থাকতেন সুটিয়ার সজলকুমার বিশ্বাস ( Sajal Kumar Biswas )। বয়স মাত্র ১৮ বছর। দীর্ঘদিনের সম্পর্ক এলাকার একটি মেয়ের সাথে। কিন্ত সম্প্রীতি প্রেমিকার মুখ থেকেই শোনেন তার বিয়ে ঠিক হয়েছে অন্যত্র। এই জন্য প্রেমিকাও চান সম্পর্ক থেকে বেড়িয়ে যেতে। যা তা মেনে নিতে পারেননি সজল। বিচ্ছেদের জেরেই শুক্রবার ভোররাতে আত্মঘাতী ( suicide ) হয়েছেন বছর আঠেরোর তরুণটি।

ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ( Gaighata Police Station ) সুটিয়া এলাকার। গাইঘাটা থানার সুটিয়া এলাকার বাসিন্দা সজলকুমার বিশ্বাস। মুম্বাই থেকেই পরিবারের সদস্যদের কাছে আসে তার মৃত্যুর (death) খবর। এদিন সজলের মা একটি সাক্ষাতকারে সংবাদ মাধ্যমকে জানান, ‘‘মেয়েটা আমাদের বাড়িতে অনেক বার এসেছে। ছেলের সঙ্গে তার পাঁচ-ছয় বছর ধরে সম্পর্ক ছিল। তা সত্ত্বেও অন্যত্র বিয়ে করার সিদ্ধান্ত ও কী করে নিল জানি না।

gaighata boy suicide

সজলের পরিবার সূত্রে আরও জানানো হয়, মেয়েটি তাদের ছেলের ফোন নম্বরও ব্লক করে দিয়েছিল। সজল তার মাকে মেয়েটির প্রসঙ্গে বলেছিলেন, ‘মা আমাকে ও ব্লক করে দিয়েছে।’’ এর পরই ছেলে আত্মহত্যা ( suicide ) করেছন বলে মনে করছেন মৃতের মা। তবে মেয়েটির পরিবার সূত্রে জানানো হয়েছে মেয়েটির সঙ্গে সজলের ( Sajal Kumar Biswas death news ) শুধুমাত্র বন্ধুর সম্পর্ক ছিল। কোনও ধরনের ভালোবাসার সম্পর্ক ছিল না তাদের।

আরও পড়ুনঃক্যালিফোর্নিয়া-র রাস্তায় ‘ও আন্তাভা’! বেহালা বাদককের অবাক করা সুরে মুগ্ধ নেট দুনিয়া

আরও পড়ুনঃ মূত্র থেকে তৈরি বিয়ার! সিঙ্গাপুরের আশ্চর্য আবিষ্কারে স্তম্ভিত গোটা বিশ্ব

তরুন প্রজন্মের মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবনতা বারছে কেন? নানা ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিনই আমাদের দেশে আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে। এই আত্মহত্যার উর্ধ্বমুখীহার রীতিমতো উদ্বেগজনক অবস্থায় এসে পৌছেছে। এ ক্ষেত্রে তরুন তরুণী সংখ্যাও বাড়ছে বিপজ্জনক ভাবে। একটি সমীক্ষায়ে বলা হয়েছে, আত্মহত্যাপ্রবল মানুষদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনতে যে সামাজিক ব্যবস্থা দরকার তা আমাদের দেশে নেই বললেই চলে। বিভিন্ন রকম মানসিক অসুস্থতা, যা অনেক সময় আত্মহত্যার পথে ঠেলে দেয়, তার চিকিৎসা ব্যবস্থাও বাংলাদেশে প্রয়োজনের তুলনায় কম।

mental health
আত্মহত্যার ঘটনা ভারতে ব্যাপক হারে বাড়ছে। যেখানে প্রায় দুই দশক আগে মাঝে মধ্যে ২/১ জনের আত্মহত্যার খবর পাওয়া যেত সেখানে প্রায় প্রতিদিনই ২/১ জনের আত্মহত্যার খবর আমরা পেয়ে থাকি। বিপজ্জনক ভাবে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। এ প্রবণতার উপায় খুঁজে বের করতে হবে। অপরাধ বিশেষজ্ঞরা নানা রকম ঘটনা বিশ্লেষন করে দেখেছেন। এমনও ঘটনা দেখা গেছে যে, কেউ হয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যাওয়ার সময় সাপ দেখে ভয় পেয়ে পালিয়ে এসেছে। তার আর আত্মহত্যা করা হয়নি। একটি মেয়ে আত্মহত্যার আগে সুইসাইড নোট লিখে যাবার সময় তার বাবাকে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে এবং সময় মতো ওষুধ খেতে বলেছে।
আরও পড়ুনঃ KRK-র বায়োপিক নিয়ে টুইট অভিষেকের, টুইটের অভিনব স্টাইলে হাসির ঝড় নেটপাড়ায়




Leave a Reply

Back to top button