ঘরে ঢুকেই মাথায় হাত স্বামীর! পরপুরুষের সঙ্গেই বিছানায় ঘনিষ্ঠ পত্নী, তারপর….

ঘরে ঢুকতেই আকাশ থেকে পড়ার মতো দশা হল স্বামীর। বিছানায় পরপুরুষের আপত্তিকর অবস্থায় শুয়ে স্ত্রী(Extramarital Affair)। হাতেনাতে ধরা পড়তেই শুরু হয় স্বামী-স্ত্রীর ব্যাপক বচসা। গ্রামে ঘটনার জানাজানি হতেই বসে সালিশি সভা। এদিকে সালিশি সভার পরের দিনই বাড়ি থেকে উদ্ধার হয় সেই গৃহবধূর মৃতদেহ। গোটা ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুৃরঘাট পুলিশ। গৃহবধূূর(Housewife) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সেটিকে পাঠানো হয় হাসপাতালের পুলিশ(Police) মর্গে। মৃতার বাড়ি বালুরঘাটের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের পন্ডিতপুরে। এ ঘটনায় মৃতার পরিবারের তরফে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট পুলিশ।
এদিকে এ ঘটনায় মৃতার স্বামী নকুল দেবনাথকে আটক করে বালুরঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর তিনেক আগে পেশায় দিনমজুর নকুল দেবনাথ কামারপাড়ার ওই তরুণীর সঙ্গে বিয়ে করেন। বিয়ের পর সব কিছু ঠিকই ছিল। বিশেষ সাংসারিক ঝামেলা তাদের হত না। দিনমজুরের কাজ করায় হামেশাই বাড়ি ফিরতে রাত হত নকুলের। অভিযোগ, বৃহস্পতিবার সে রাত ১১টা নাগাদ বাড়ি ফেরে। কিন্তু ঘরে ঢুকতেই পায়ের তলার মাটি সরে যায় তার। প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার স্ত্রীকে বিছানায় অপ্রীতিকর পরিস্থিতি দেখে ফেলেন নকুল। তৎক্ষণাৎ পাড়া পড়শিদের ডেকে আনেন গ্রামের লোকেদের হাতে আটক করেন প্রতিবেশী ওই যুবককে।
উল্লেখ্য, সেই রাতে ব্যাপক বচসা চলে দেবনাথ দম্পতির মধ্যে। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার গুরুত্ব বুঝে পরের দিনই মোড়লদের নির্দেশে বসে সালিশি সভা। সেখানে সর্ব সম্মুখে ক্ষমা চান গৃহবধূ। তারপর তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান তার স্বামী। কিন্তু রাত পোহাতে না পোহাতেই নয়া মোড়। শনিবার সকালে বাড়ি ফাঁকা পেয়ে আত্মহত্যা করে বসেন গৃহবধূ। পুলিশ গিয়ে প্রথমে দেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার উদ্দেশে হাসপাতালের পুলিশ মর্গে দেহটিকে পাঠিয়ে দেয়। এরপর মৃতার পরিবারের লোক নকুল ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। থানা চত্বর থেকেই গ্রেফতার করা নকুল দেবনাথকে। প্রাথমিক তদন্তের অনুমান লোক লজ্জার জেরেই মানসিক ভাবে হতাশাগ্রস্থ হয়ে আত্মঘাতী হন তরুণী। বালুরঘাট থানার আইসি অসীম গোপ বলেন, “অভিযোগ পেয়েছি। মৃতার স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।”