মাধ্যমিকের ফল প্রকাশ! ৯৯% পেয়ে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব, পূর্ব বর্ধমানের রৌনক

জীবনের প্রথম বড় পরীক্ষা ( Madhyamik Exam )। করোনা কেড়েছিল সেই পরীক্ষার রঙ। কিন্তু অবশেষে পরীক্ষা হয়েছে, তাও আবার অফলাইন। আর পরীক্ষা দেওয়ার পরই থাকে ফলাফল জানার চিন্তা। সেই মাধ্যমিকেরই আজ ফল প্রকাশ।

প্রকাশিত মাধ্যমিকের ফল। প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। অর্ণব ও রৌনক পেয়েছেন ৬৯৩। দ্বিতীয় হয়েছেন কৌশিকী সরকার ও রৌনক মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯২।

madhyamik

প্রথম দশে রয়েছেন মোট ১১৪ জন। প্রথম হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় হয়েছেন ২ জন। প্রাপ্ত নম্বর ৬৯১। চতুর্থ হয়েছেন ৪ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। পঞ্চম হয়েছেন ১১ জন। প্রাপ্ত নম্বর ৬৮৯। ষষ্ঠ হয়েছেন ৬ জন। প্রাপ্ত নম্বর ৬৮৮। সপ্তম হয়েছেন ১০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৭। অষ্টম হয়েছেন ২২ জন। প্রাপ্ত নম্বর ৬৮৬। নবম হয়েছেন ১৫ জন। প্রাপ্ত নম্বর ৬৮৫। দশম হয়েছেন ৪০ জন। প্রাপ্ত নম্বর ৬৮৪।

আপনার মাধ্যমিকের ফলাফল জানতে ক্লিক করুন…WBBSE MADHYAMIK LIVE | WEST BENGAL MADHYAMIK RESULTS 2022 | প্রকাশিত মাধ্যমিকের ফল | WBRESULTS.NIC.IN 2022

করোনার কারণে গত দু’বছর মাধ্যমিক পরীক্ষা ( Madhyamik Exam ) হয়নি। এ বছর ৭ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৬ মার্চ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯। আর ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। এ বছর মোট পাশের হার ৮৬.০৬%। কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পরীক্ষা দিয়েছেন মোট ১০.৯৮ লক্ষ পড়ুয়া।

এ বছরের মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। এ বছর পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। ৯৭.৬৩ শতাংশ। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৪.২৭ শতাংশ। তার পরে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২%। কলকাতা-৯৪.৩৬%, ঝাড়গ্রাম-৯২.০৭%, উত্তর ২৪ পরগনা-৯১.৯৮%, দক্ষিণ ২৪ পরগনা-৮৯.৬১%। মালদহ-৮৭.১১%এ বছর মোট পাশের হার ৮৬.০৬%। কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। পরীক্ষা দিয়েছেন মোট ১০.৯৮ লক্ষ পড়ুয়া।




Leave a Reply

Back to top button