জামাই সেজে শ্বশুরবাড়ি চলল ‛সিডি বয়’, হাতে রকমারি মিষ্টি আর বড় ইলিশ, রইল ভিডিও

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। মূলত এই পার্বণগুলি বাঙালির বাস্তব জীবনের সঙ্গে পাল্লা দিয়ে চলে ধারাবাহিক জীবনের সাথেও। লক্ষ্মীপূজো, গণেশ পুজো কিংবা দুর্গাপুজো হোক বা সরস্বতী পুজোবাস্তব জীবনের সঙ্গে সিরিয়ালেও উদযাপন করা হয় বাঙালির যেকোনো ধরনের অনুষ্ঠান সহ পার্বণ। তাই এইসব অনুষ্ঠানের মাঝে এবছর বাদ গেলোনা জামাইষষ্ঠীও। তাই আগামী কয়েকদিন ধরে জি বাংলার সিরিয়াল গুলিতে দেখানো হবে জামাইষষ্ঠীর স্পেশাল পর্ব।
উল্লেখ্য জামাইষষ্ঠীর শুভ দিন আগামী ৫ ই জুন। এই দিনে বাস্তব জীবনের জামাইরা যাবেন তাদের শ্বশুরবাড়ি জামাই আদর খেতে। এখানে বাদ যাবেন না সিরিয়ালের জামাইরাও। তারাও ধুতি পাঞ্জাবি পরে রওনা দেবেন নিজেদের শ্বশুর বাড়ির উদ্দ্যেশ্যে। তবে জামাইদের মধ্যে রয়েছে কেউ কেউ নতুন আবার কেউ কেউ পুরনো। কিন্তু সবাই একত্রিত হয়ে যাবে নিজেদের শ্বশুরবাড়ি আরো সুন্দর হবে উদযাপিত করার জন্য জামাই ষষ্ঠী।
বিশেষভাবে উল্লেখ্য জি বাংলার সদ্য লঞ্চ করা নতুন প্রোমো ‘ভিন্ন স্বাদের জামাইষষ্ঠী’ দেখে একেবারে গদগদ নেটিজেনরা। সেখানে দেখা যাচ্ছে ঘিয়ে কালারের পাঞ্জাবি এবং ধুতি পড়ে রেডি সমস্ত ধারাবাহিকের হ্যান্ডসাম জামাইরা। হাতে রয়েছে তাদের মিষ্টির হাঁড়ি এবং ইলিশ মাছ। সকলের মুখে একগাল হাসি । প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে মিঠাই ধারাবাহিকের অন্যতম পপুলার চরিত্র সিডকে। যাকে দেখে চোখ সরছেনা একাংশ মিঠাই ভক্তদের। তাদের বক্তব্য তাদের প্রিয় সিডি বয় সমস্ত প্রোমোতে একাই জায়গা করে নিয়েছে নিজের।
আগামী ৫ই জুন থেকে শুরু হবে নতুন জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব। রিল এবং রিয়াল লাইফ মিশে হবে একাকার। অধীর আগ্রহে বসে আছেন সকল সিরিয়াল ভক্তরা এই স্পেশাল পর্বটি দেখার জন্য। এছাড়াও ধারাবাহিকে থাকবে নতুন কিছু চমক নেটিজেনদের জন্য এবং জি বাংলা ধারাবাহিক ফ্যানদের জন্য যা ক্রমশ প্রকাশ্য।
আরও পড়ুন: KK যেখানেই থাকুক, ঈশ্বর ওঁকে শান্তি দিক, ক্যারিয়ারে আগুন দেখে অনুশোচনায় ভাসলেন রূপঙ্কর