শিক্ষায় দখলদারি! কোচিং সেন্টার বন্ধ করে তৈরি হবে তৃণমূলের কার্যালয়, ধুন্ধুমার এলাকা

কোচিং সেন্টার দখল করে তৃণমূলের(TMC) কার্যালয় খোলার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার আগরপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ  উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের। সোমবার রাতে উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যায় ঘোলা থানা পুলিশ। পানিহাটি পুরসভার ২৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিমাংশু দেবের ঘনিষ্ঠ যুবনেতা দেবাশিস লোধ দলবল নিয়ে ২৭ নং ওয়ার্ডের একটি কোচিং সেন্টার দখলের উদ্দেশে বেরিয়ে পড়ে। অভিযোগ কোচিং সেন্টার থেকে সকলকে বের করে দেওয়া হয়। তারপর কোচিং সেন্টারের সামনে তালা ঝুলিয়ে সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পতাকা লাগিয়ে দেওয়া হয়। তৃণমূলের জোর করে দখলদারিতে বাঁধা দিতে গেলে মারধর করা হয় কোচিং সেন্টারের বৃদ্ধ ব্যবসায়ীকে।

পরিস্থিতি গম্ভীরতা বুঝে ঘটনাস্থলে পৌঁছে যান ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী দেব রায়। তারপরই পরিস্থিতি যেন এক অন্য মোড় নেয়। দুই কাউন্সিলরের দ্বন্দ্ব চরমে ওঠে।  কাউন্সিলরদের কর্মীদের মধ্যে বচসার প্রবণতা দেখা যায়। ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্যামলী দেব রায় জানান, নিজের ওয়ার্ডে কোনওরকমের অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। এরপরই কাউন্সিলরের উদ্দ্যােগে সেই কোচিং সেন্টার খুলিয়ে দেওয়া হয়। সরানো হয় তৃণমূলের পতাকা। 

panihati clash1

উল্লেখ্য, এই ঘটনার প্রসঙ্গে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু দেব জানান, “সেখানে কোনও কোচিং সেন্টার ছিল বলে জানা ছিল না। ওখানে বহু বছর  আগে  একটা ঘর ছিল। সন্মথনাথ ঘোষের। কংগ্রেস পার্টির অফিস ছিল। পরে এক ব্যবসায়ী ওই অফিসের নীচে একটা জুতোর দোকাল খোলে। উপরেও একটা ঘর নেন। পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, এই টুকু জানি।” এদিকে যার বিরুদ্ধে আক্রমণের অভিযোগ সেই দেবাশিস লোধ আপাতত এলাকা ছাড়া। 

 অন্যদিকে সেই কোচিং সেন্টারের শিক্ষক শম্ভুনাথ ঘোষ বলেন, “উপরের তলায়  আমার কোচিং সেন্টার। নীচে রঞ্জিতদার দোকান। উনি ছুটতে ছুটতে আমার কাছে এসে বলছেন, দেবাশিস লোধ তালা ভেঙে তাকে ধাক্কাধাক্কি করে। তারপর কোচিং সেন্টারে তৃণমূলের ঝান্ডা আটকে দেয়।” প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে  শিক্ষাব্যবস্থার উপর আঘাত আনার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে । তার মধ্যেই আবার কোচিং সেন্টার দখল এক অন্য মাত্রা যোগ করল এই অভিযোগে।




Leave a Reply

Back to top button