ঝুলিতে একাধিক সুপারহিট মুভি! কিন্তু এই কারণে অভিনয় না চাকরি করতে চেয়েছিলেন কাজল

হিন্দি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি ভার্সনে দেখা যাবে প্রবীণ অভিনেত্রী কাজল এবং তাঁর মেয়ে তনুজাকে। সূত্রের খবর এই শো চলাকালীন কাজল নাকি বলেছেন তিনি কখনও অভিনেত্রী হতে চাননি। বরং তাঁর ইচ্ছে ছিল চাকরি করার।‘কৌন হোনার ক্রোড়পতি’র পরিচালক হলেন শচীন খেদেকর। শো চালাকালী কাজল আরও বলেছিলেন, ‘আমি কখনই বলিউড বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হতে চাইনি। আমি অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চাইনি। আমি সবসময় চাকরি করতে চেয়েছিলাম। এমন একটি চাকরি যেখানে আমি প্রতি মাসে আমার অ্যাকাউন্টে বেতন চেক পেতে পারি।’
বিশেষ ভাবে উল্লেখ্য ১৯৯২ সালে রাহুল রাওয়াইলের ‘বেখুদি’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ দিয়ে কাজলের পা বলিউড ইন্ডাস্ট্রিতে। এরপরই বাজিগর, ইয়ে দিল্লাগি, করণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, গুপ্ত, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান, ফানা এর মতো হিট সিনেমা একের পর এক উপহার দিয়েছেন দর্শকদের তথা বলিউডকে। বলিউডকে এত সুন্দর সুন্দর ছবি উপহারের পর একদা এক প্রেস কনফারেন্সে তিনি জানান হঠাৎই তিনি অভিনয় জগতে পা রাখেন নয়ত তাঁর ইচ্ছে ছিল চাকরি করার।
উল্লেখ্য পুরনো সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমার শুরুটা ভালো হয়নি। আমার প্রথম ছবি ভালো ব্যবসা করেনি। আমি কখনোই এটাকে (অভিনয়) কেরিয়ার হিসেবে বেছে নিতে চাইনি। আমার সঙ্গে ঘটেছে। আমি স্রোতের সঙ্গে বয়ে চলেছি। আমি সবসময় আমার সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিতাম (একটি ফিল্ম নির্বাচন করার সময়) এবং সবসময় পছন্দসই ছিলাম। যে কোনও ছবিতে কাজ করা আমার কাছে দুর্দান্ত সময় ছিল। অনেক দুর্দান্ত ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়েছে। এখন কাজকে খেলার সময় হিসেবে দেখে থাকি। বরং আমার কাজ বাড়িতেই।’