স্বামীর হাত ধরে সাফল্য ছুঁয়ে স্বামীকেই ভুলতে বসেছে কৃষ্ণকলি! এ কেমন মেয়ে প্রশ্ন নেটিজেনদের

টলি পাড়ার কমবেশি সবাই জানে সুবানে হাত ধরেই এসেছিলেন সিরিয়ালে। কিন্তু সাফল্য পেতেই বদলে গেলেন তিয়াশা । স্বামী সুবানের সঙ্গে বিচ্ছেদের পর পদবীও বদলে আগের পদবীতে ফিরে গিয়েছেন তিনি। সম্প্রতি সুবান রায় এক সাক্ষাৎকারে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তুলেছেন । তার উত্তরে এবার পালটা কটাক্ষ তিয়াশার।
এক চ্যানেলের সাক্ষাৎকারে ‘কৃষ্ণকলি’ অভিনেত্রীর পালটা দাবি তিনি নতুন সিরিয়ালে অভিনয় শুরু করছেন, সুখে শান্তিতে আছেন। তাতেই নাকি রাগ হচ্ছে সহ্য করতে পারছেন না সুবান। তিয়াশা আরো বলেছেন কেন এক বছর ধরে চুপ করেছিলেন সুবান। প্রশ্ন তিয়াশার ,সে যে স্বামীকে ঠকিয়েছেন সেটা আগে বলেননি কেন তিনি? যখন ডিভোর্স ফাইল করা হয়েছিল তখনো কেন কিছু বলেননি এই বিষয় নিয়ে সুবান?
উল্লেখ্য ভালবেসেই তারা বিয়ে করেছিলেন । তিয়াশা স্বামীর মাধ্যমেই চিনেছিলেন পুরো অভিনয়ের জগৎকে। কিন্তু তিনি সিরিয়ালে ডেবিউ করার পরেই সব কিছুই বদলে যেতে শুরু করে। তিয়াশার সবকিছুতেই নাকি বাধা দিতেন সুবান।এছাড়াও ইনস্টাগ্রামে রিলস বানাতে ভালবাসেন তিয়াসা।কিন্তু সুবানের তাতে আপত্তি ছিল। এমনকি ইউটিউব চ্যানেল খোলাতেও নাকি বাঁধা ছিল সুবানের। অনেক সহ্য করেছিলেন তিয়াশা। কিন্তু আর পারছিলেন না। অবশেষে ডিভোর্সের পথে হাঁটলেন।
অপরদিকে এ বিষয়ে সুবান বলেছিলেন, বিশ্বাস করে ঠকে গিয়েছেন তিনি। অন্যদিকে তিয়াশার স্পষ্ট কথায় সুবানকে বলেছেন তিনি আর অতীতকে আঁকড়ে বসে থাকতে চান না। নতুন সিরিয়াল শুরু করবেন খুব তাড়াতাড়ি। সাথে ওয়েব সিরিজেও কাজ করবেন তিয়াসা।