বছর ঘুরতেই নতুন প্রেম দুর্নিবারের! মীনাক্ষীকে ছেড়ে অন্য সম্পর্কের দিকে হাঁটছেন সঙ্গীতশিল্পী

মন্টি শীল, কলকাতা : বিনোদন, এই শব্দটির সঙ্গে জুড়ে রয়েছে অগণিত মানুষের হৃদয়। সাধারণত এই বিনোদন এর প্রসঙ্গ সামনে এলেই সকলের মনে ভেসে ওঠে ধারাবাহিক অথবা সিনেমা। তবে এই দুটি ছাড়াও বিনোদনের এক অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত হল সঙ্গীত জগৎ। স্বভাবত কর্মব্যস্ততার মাঝে একমুঠো বিনোদনের জন্য এই সঙ্গীতেরই আশ্রয় নেন অগণিত সঙ্গীত প্রেমি। কিন্তু সঙ্গীত জগতের প্রসঙ্গ উঠেছে আর সঙ্গীত শিল্পীদের কথা হবে না তা কখনো হয়! আর তাই সঙ্গীতের সঙ্গে সঙ্গে শ্রোতারা তাদের প্রিয় সঙ্গীতশিল্পীর (Singer)সম্পর্কে জানতে আগ্রহী।

ঠিক যেমনটা হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা (Durnibar Saha)-এর ক্ষেত্রে। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বেশ কিছু দিন যাবত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আর তার অন্যতম কারণ হল টলিউডের এই জনপ্রিয় গায়ক নাকি বিবাহ বিচ্ছেদের (Divorcee) পথে পা বাড়িয়েছেন। যার জেরে রীতিমতো জোরদার আলোচনায় সরব খোদ টলিউডও। কিন্তু কি এমন ঘটল এই জনপ্রিয় গায়কের জীবনে? জানা গিয়েছে, বেশ কিছু দিন যাবত গায়ক দুর্নিবার এবং তার স্ত্রী মীনাক্ষী এর দাম্পত্য জীবনে বিবাদের সৃষ্টি হয়েছে। যার মূখ্য কারণ হল পরকীয়া। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, এক নতুন সম্পর্কে লিপ্ত হয়েছেন এই জনপ্রিয় গায়ক।

10c22

যার জেরে তাদের দাম্পত্য জীবনে শুরু হয়েছে তুমুল বিবাদ। এমনকি শোনা গিয়েছে, ইদানিং কালে তাদের বিবাদ এমন পর্যায়ে পৌছে গিয়েছিল যে রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তার স্ত্রী মীনাক্ষী। সম্প্রতি বিগত ২০১৭ সালে আইনি বিবাহ এবং পরবর্তী সময়ে অর্থাৎ গত বছর ২০২১ সালে পাকাপাকি ভাবে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুই জুটি। যার এক ছোট্ট নিদর্শন পাওয়া গিয়েছিল গায়ক দুর্নিবার সাহা (Durnibar saha)-র সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডেলে। সেখানে দেখা গিয়েছিল নব দম্পতি বেশ মানানসই সাজে বিয়ের রীতিনীতিতে মগ্ন রয়েছেন।

ছবি দেখার পর তার অনুরাগীদের তরফ থেকেও শুভেচ্ছা বার্তা এসেছিল। এমনকি টলিউডের তাবড় তাবড় কলাকুশলীদের তরফ থেকেও এসেছিল বিশেষ শুভেচ্ছা বার্তা। কিন্তু সম্প্রতি এই বিচ্ছেদের গুঞ্জন রীতিমতো বেদনাহত করেছে দুর্নিবারের অনুরাগীদের। যদিও টলিউড পাড়ায় এই গুঞ্জন শোনা গেলেও দুর্নিবার অথবা তার স্ত্রী মীনাক্ষী কেউই তাদের বিবাহ বিচ্ছেদের বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। টেলিভিশনের এক জনপ্রিয় রিয়ালিটি শো খ্যাত গায়ক দুর্নিবার খুব কম সময়ের মধ্যেই সফলতার শিখরে পৌছিয়ে গিয়েছেন। সম্প্রতি ইউটিউব চ্যানেল প্রকাশিত হয়েছে, যা সঙ্গীত প্রেমিদের মধ্যে ভীষণ ভাবে সাড়া ফেলেছে। কিন্তু তার জনপ্রিয়তার মাঝে এই ধরনের আলোচনা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলতে পারে এই গায়ককে।




Leave a Reply

Back to top button