হাতে খুব অল্প সময়! ২২-এর যুদ্ধ শেষ হতেই তারিখ ঘোষণা আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষার

করোনা মহামারির দু’বছরে দুটি পরীক্ষা যেন একেবারে অন্যরকম। গতবছর পরীক্ষা একেবারেই বাতিল পড়েছিল। এ বছর খানিকটা অনলাইন ও অফলাইন পড়াশোনার মধ্যে দিয়ে অর্ধেক সিলেবাসের দ্বারা মিটল পরীক্ষা। আর পরীক্ষা শেষের ৪৪ দিনের মধ্যে হাতে ফলাফল। এদিন সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য প্রকাশ করলেন মেধাতালিকা। কত শত নামের মধ্যে দিয়ে ফুটে উঠল বাংলা উজ্জ্বল ভবিষ্যত। পাশের হার নজর কেড়েছে শিক্ষামহলের।

এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে দিয়েই যেন ফুটে উঠেছে বাংলার মেয়েদের সাফল্যের কথা। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৫ হাজার জন। এমনকী নজর কাড়া নম্বর নিয়ে রাজ্যে প্রথম হয়েছে এক ছাত্রী। মেয়েদের এই অগ্রগতি দেখে আপ্লুত রাজ্যবাসী। সংসদ চিরঞ্জিব ভট্টাচার্যের মতে, রাজ্য জুড়ে কন্যাশ্রীর মতো জনস্বার্থ প্রকল্পগুলির জেরেই এগিয়ে চলেছে ছাত্রীরা। তবে উচ্চ মাধ্যমিক ২০২২-এর ফলাফল প্রকাশ পেতেই বেজে উঠেছে ২৩ সালের যুদ্ধের বাদ্যি। এদিন আগামী পরীক্ষার  তারিখও নিয়ম ঘোষণা করেছেন সংসদ সভাপতি। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করার পরেই আগামী বছরের পরীক্ষা তারিখ জানিয়ে দিলেন তিনি। সাংবাদিক বৈঠকে তিনি জানান, “আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। শেষ হবে ২৭ মার্চ।”

hs 2023

করোনার জেরে গত দু’বছর পুরোপুরি ভাবে ক্লাস হয়নি। যার জেরে এক বছর পরীক্ষা বন্ধ ও অন্য বছর অর্ধেক সিলেবাসে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। সেই কারণে আসন্ন বছরে পূর্ণাঙ্গ সিলেবাসেই পরীক্ষা হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। পাশাপাশি, এ বছর নিজের স্কুলে পরীক্ষা দিয়েছেন পড়ুয়ারা। কিন্তু পরের বছর থেকে হোম সেন্টারে আর পরীক্ষা দেওয়া যাবে না। অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। তবে এই প্রতিটি সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলেই জানিয়েছেন সংসদ সভাপতি। দিন প্রতিদিন দেশ তথা রাজ্য জুড়ে বাড়ছে করোনা। এই পরিস্থিতিতে করোনর উৎপাত ফের বৃদ্ধি পেলে পরিবর্তন হতে পারে নিয়মাবলী। 

উল্লেখ্য, এই বছর মোট পরীক্ষা দিয়েছেন  ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ পড়ুয়া। যার মধ্যে মোট পাশ করেছেন ৬ লক্ষ ৩৬ হাজার ৮৭৫ পড়ুয়া। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। কোনও অসম্পূর্ণ ফল নেই। ৭ জেলা জুড়ে পড়ুয়াদের পাশের হার ৯০ শতাংশ। যার মধ্যে তালিকায় শীর্ষে পূর্ব মেদিনীপুর। উচ্চ মাধ্যমিক ২০২২-এর ফলাফল অনুযায়ী, এই বছর প্রথম স্থান অধিকার করেছেন একজন পড়ুয়া। তাঁর নাম অদীশা দেবশর্মা, দিনহাটা, কোচবিহারের। প্রাপ্ত নম্বর ৪৯৮ নম্বর। শতাংশের নিরিখে ৯৯.৬ শতাংশ। অপরদিকে, দ্বিতীয় স্থান অধিকার করেছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। শতাংশের নিরিখে ৯৯.৪ শতাংশ। 




Leave a Reply

Back to top button