শ্যামলা রঙ তাতে কি! নায়িকা হবে অপ্সরা, মানুষের চিরাচরিত ধারণা ভেঙে সাফল্যের শীর্ষে ঋতাভরী

ঋতাভরী চক্রবর্তীর ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা আজ ছুঁল ৩ মিলিয়ন। তার মাথায় একটি মুকুট আরও যুক্ত হলো। অর্থাৎ ইনস্টাগ্রামে বাঙালি অভিনেত্রীর ছবি, ভিডিয়ো দেখবেন এই মুহূর্তে ৩০ লক্ষ মানুষ । যারা তাঁকে ‘ফলো’ করেন। প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় আগাগোড়াই সক্রিয় থাকেন ঋতাভরী। কাজ থেকে ব্যক্তিজীবনের সব কিছুই ভাগ করেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের ভালোবাসা পেয়ে অনেক উচ্ছ্বসিত হয়েছেন ঋতাভরী। নতুন ছবি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন সকলকে। তিনি বলেন, ‘ললিতার খোলস ছেড়ে বেরতে নেটমাধ্যম আমাকে অনেক সাহায্য করেছে। ওই ধারাবাহিকটি করার পর সকলেই আমাকে ললিতা হিসেবে চাইতেন। কিন্তু আমি অন্য ধরনের চরিত্র করতে চাইছিলাম। ইনস্টাগ্রামে নিজেকে মেলে ধরে মানুষ আমাকে নতুন ভাবে চিনেছেন।’

img 20220614 193948

উল্লেখ্য যখন ফেসবুক-ইনস্টাগ্রামের সেই পরিমানে বিশেষ কোনো চল ছিল না, তখন থেকেই এই মাধ্যমগুলি কে প্রতিদিন ব্যবহার করতেন তিনি। ঋতাভরীর কথায়, ‘আমি সোশ্যাল মিডিয়ার জন্য ফোটোশ্যুট করতাম। ট্রাভেল ভ্লগ বানাতাম। তখন অনেকেই আমাকে দেখতে হাসত। এখন তাঁদের এক-একজন করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে।’

 

বিশেষ ভাবে উল্লেখ্য ঋতাভরীকে দেখা যাবে উইন্ডোজ প্রোডাকশনসের পরবর্তী ছবি ‘ফাটাফাটি’তে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত করছেন এই ছবি। প্লাস সাইজের মডেলের ভূমিকায় অভিনয় করবেন ঋতাভরী। এ প্রসঙ্গে অভিনেত্রী ঋতাভরী বলেন, ‘বলা হত, নায়িকাকে হতে হবে অপ্সরার মতো সুন্দরী। আশা করি, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই ধারণা ভাঙতে পেরেছি। সাহসী ছবি করছি। মানুষ সার্জারির পর আমার ওজন বেড়ে যাওয়া দেখেছেন। আমি আড়াল করার চেষ্টাও করিনি। অনেকেই হয়তো আমার সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছেন। তাই আমাকে এত ভালোবাসা দিয়েছেন। আমি খুব খুশি।’

 




Leave a Reply

Back to top button